ঢাকা ৫ মাঘ ১৪৩১, রোববার, ১৯ জানুয়ারি ২০২৫

‘উজান ভাটি’ সিনেমার নির্মাতা সি বি জামান আইসিইউতে ভর্তি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম
‘উজান ভাটি’ সিনেমার নির্মাতা সি বি জামান আইসিইউতে ভর্তি
সি বি জামান। ছবি: সংগৃহীত

ঢালিউডে বহু নন্দিত সিনেমার পরিচালক সি বি জামান গুরুতর অসুস্থ। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার একমাত্র ছেলে সি এফ জামান।

তিনি গণমাধ্যমকে বলেন, গত শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে আব্বু বাথরুমে গিয়ে পড়ে যান। পরে তাকে ধরাধরি করে বের করে আনা হয়। এর পরপরই তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়ে। তিনটার দিকে আব্বুকে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে ভর্তি করেন। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছেন। সব পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে তার অবস্থা।

এবারই প্রথম নয়; এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ এই কিংবদন্তি পরিচালক। সর্বশেষ গত বছরের এপ্রিলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

আড়াই দশকের ক্যারিয়ারে ‘ঝড়ের পাখি’, ‘উজান-ভাটি’, ‘পুরস্কার’, ‘সুজন-সখি’, ‘শুভ রাত্রি’, ‘দিন যায় কথা থাকে’, ‘হিসাব-নিকাশ’ সিনেমাগুলো নির্মাণ করেছেন তিনি।

হাসান

মই দিয়ে শাহরুখের বাড়িতেও উঠার চেষ্টা করেন সাইফকে হামলাকারী সেই যুবক!

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:১৫ পিএম
মই দিয়ে শাহরুখের বাড়িতেও উঠার চেষ্টা করেন সাইফকে হামলাকারী সেই যুবক!
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত করার ঘটনায় ক্লোজড সার্কিট ক্যামেরায় যে ব্যক্তি ধরা পড়েছে, তাকে গত সপ্তাহে শাহরুখ খানের বাড়ি মান্নাতের আশপাশে দেখা গেছে । গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুম্বাই পুলিশ এমন তথ্য দিয়েছে।

জানা যায়, গত ১৪ জানুয়ারি শাহরুখের বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখা গেছে ওই ব্যক্তিকে। তবে কেবল ঘোরাফেরাই নয়, ৬-৮ ফুট উচ্চতার একটি মই ব্যবহার করে পাঁচিল টপকে ভেতরে ঢোকার চেষ্টাও করেছিলেন তিনি। কিন্তু পাঁচিলের উপরে থাকা কাঁটাতারের বেড়ার কারণে মান্নাতের ভেতরে তিনি ঢুকতে পারেননি।

সাইফের আহত হওয়ার পর এই তথ্য জেনে তদন্তকারী দল মান্নাত পরিদর্শনও করেছে বলে জানিয়েছে পুলিশ।

শাহরুখের পরিবারের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে থানায় কোনো অভিযোগ জানানো হয়নি। এছাড়া তদন্ত চালালেও বিষয়টি নিয়ে পুলিশও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ওই ঘটনার পরদিন রাতেই বান্দ্রায় সাইফের ফ্ল্যাটে ঢুকে তাকে ছুরিকাঘাত করা হয়।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার দুই ঘণ্টা আগেও সাইফ-কারিনার বাড়িতে কারও প্রবেশের কোনো চিহ্ন খুঁজে পায়নি ফরেনসিক বিভাগ। এমনকি ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতেও কারো প্রবেশের দৃশ্যও ধরা পড়েনি ওই ফ্ল্যাটে। সাইফের হামলাকারীকে ধরতে এর মধ্যে মুম্বাই অপরাধ দমন বিভাগের ১৫টি টিম মাঠে আছে আর মুম্বাই পুলিশের ২০টি টিম কাজ করছে এই তদন্তে। আর হামলার তদন্তের মূল দায়িত্ব পেয়েছেন পুলিশের ‘এনকাউন্টার’ বিশেষজ্ঞ দয়া নায়েক।

ঘটনার দু’দিন পর এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে মুম্বাই পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সাইফের বাড়ির ক্লোজড সার্টিক ক্যামেরায় ধরা পড়া ব্যক্তির পরিচয় সামনে আনেনি পুলিশ কর্তৃপক্ষ। সন্দেহভাজন হামলাকারীকে মুম্বাইয়ের বান্দ্রার রেলস্টেশনের কাছে একবার দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ধারণা, বান্দ্রা স্টেশন থেকে প্রথম লোকাল ট্রেন ধরে জেলার পালঘর, বাসাই বা নালাসোপারার দিকে পালিয়েছেন ওই হামলাকারী। ওই সব জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশের টিম।

বলিউডের তারকা দম্পতির বাড়িতে এ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সিনেমা জগতের মানুষরা। শহরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল।

তদন্তে পুলিশ প্রথামিকভাবে ধারণা করছে, চুরির উদ্দেশ্যেই সাইফের বাড়িতে ঢুকেছিল ওই হামলাকারী। ওই বাড়ির প্রবেশপথ ও নকশা সম্পর্কেও তার জানা ছিল।

পুলিশের ভাষ্য, ‘চোর’ ঢুকেছিল বাড়ির ‘ফায়ারস্পেস’ দিয়ে। এরপর ভবনের পেছনের দিকের সিঁড়ি বেয়ে উঠে যায় সাইফ-কারিনার অ্যাপার্টমেন্টে। কিন্তু বাড়ির ভেতরে কীভাবে ওই ব্যক্তি ঢুকল, সেটি প্রকাশ করেনি মুম্বাই পুলিশ।

এদিকে পাঁচ ঘণ্টার অস্ত্রোপচার শেষে সাইফের শরীর মেরুদণ্ডের খুব কাছ থেকে ছুরির আড়াই ইঞ্চির ভাঙা অংশ বের করা হয়েছে বলে লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি আছেন।

হাসান

হামলাকারী কিছুদিন আগে সাইফের বাড়ি পরিষ্কার করতে যান!

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০২:৩৯ পিএম
হামলাকারী কিছুদিন আগে সাইফের বাড়ি পরিষ্কার করতে যান!
ছবি: সংগৃহীত

রবিবার ভোরে শেহজাদ নামে ৩০ বছর বয়সী ওই যুবককে মুম্বাইয়ের ঠাণের হিরানন্দানি এস্টেট এলাকায় এক মেট্রো নির্মাণ সাইটের লেবার ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর জানা গেছে, গৃহকর্মী হরির মাধ্যমে সাইফের বাড়িতে তিনি পরিচ্ছন্নতার কাজের ব্যবস্থা করেছিলেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারী সেই যুবক বিজয় দাস, মোহাম্মদ ইলিয়াস এবং বিজে এই তিন নামে পরিচিত। নিরাপত্তারক্ষী ঘুমিয়ে থাকার সুযোগে অভিযুক্ত সাইফের বাড়ির ১১ তলায় উঠে যান এবং ফায়ার এক্সিটের ডাক্ট শ্যাফট দিয়ে অভিনেতার ফ্ল্যাটে প্রবেশ করেন। অভিনেতার ছেলেদের ঘরের কাছে সোজা চলে গিয়ে বাথরুমে লুকিয়ে ছিলেন তিনি।

অভিযুক্ত শেহজাদ সাইফের বাড়িতে ডাকাতির উদ্দেশেই প্রথমে ঢুকেছিল বলে মুম্বাই পুলিশ নিশ্চিত করেছে।

অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আগামীকাল সেমাবার আদালতে পেশ করা হবে।

তবে মুম্বাই পুলিশের দাবি, অভিযুক্ত আগেও সাইফের বাড়িতে এসেছিল বলে কোনও প্রমাণ এখনও মেলেনি। অভিযুক্তের কোনও অপরাধমূলক রেকর্ডও পাওয়া যায়নি। তবে প্রাথমিক প্রমাণ অনুযায়ী, সে বাংলাদেশের নাগরিক। তার কাছে বৈধ ভারতীয় নথিপত্র নেই। অভিযুক্ত মুম্বাই এসেছিল ৫-৬ মাস আগে এবং ঘরবাড়ি পরিষ্কার করার একটি প্রতিষ্ঠানে কাজ করছিল।

১৬ জানুয়ারি সাইফের ওপর হামলার ঘটনার পরে সিসিটিভি ফুটেজে ধরা পড়া অভিযুক্তের ছবি মুম্বাই ও পার্শ্ববর্তী এলাকায় পোস্টার আকারে ছড়ানো হয়। তারপরেই পুলিশ ঠাণেতে অভিযুক্তকে খুঁজে বার করে গ্রেপ্তার করে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের পিছনে কোনও বৃহৎ চক্র সক্রিয় রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

হাসান

জেসিকা-ক্যাশ দম্পতির বিচ্ছেদ ঘোষণা

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:৪৫ পিএম
জেসিকা-ক্যাশ দম্পতির বিচ্ছেদ ঘোষণা
জেসিকা আলবা ও ক্যাশ ওয়ারেন। ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী জেসিকা আলবা। ক্যাশ ওয়ারেনের সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্কের ইতি টেনেছেন এই ‘ফ্যান্টাস্টিক ফোর’ তারকা। সম্প্রতি নিজের এক ইন্সটাগ্রাম পোস্টের মধ্য দিয়ে স্বামী ওয়ারেনের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন এই অভিনেত্রী। পোস্টে জেসিকা লেখেন, তিনি তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এবং সন্তানরাই তার অগ্রাধিকার।

ইন্সটাগ্রামে এই অভিনেত্রী আরও লেখেন, ‘বছরের পর বছর ধরে আমি আত্মউপলব্ধি এবং পরিবর্তনের ভেতরে আছি। এটি ব্যক্তিগভাবে এবং ওয়ারেনকে সঙ্গে নিয়েই ঘটেছে। গত ২০ বছরের দাম্পত্য জীবন নিয়ে আমি গর্বিত। এখন সময় হয়েছে ব্যক্তি হিসেবে সামনের দিকে এগিয়ে চলার। একটি নতুন অধ্যায় শুরু করার।’

জেসিকা আলবা এবং ক্যাশ ওয়ারেনের প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০০৪ সালে ভ্যাঙ্কুভারে সুপারহিরো ফ্লিক ‘ফ্যান্টাস্টিক ফোর’ সিনেমার সেটে। জেসিকা ছবিটিতে ‘স্যু স্টর্ম’ চরিত্রে অভিনয় করেছিলেন আর ওয়ারেন কাজ করেছিলেন পরিচালকের সহকারী হিসেবে।

প্রেমের ৪ বছর পর ২০০৮ সালের ১৯ মে এই দম্পতি বিয়ে করেন। তাদের ঘরে তিন সন্তানের মধ্যে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

২০২১ সালের জুলাইয়ে নিজেদের বৈবাহিক সম্পর্ক নিয়ে এই অভিনেত্রী বলেছিলেন, ‘আমি তাকে (ক্যাশ ওয়ারেন) যতই দেখছি, তার সঙ্গে সময় কাটাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। আমরা সত্যিই একে অপরকে উপভোগ করছি। আমাদের দুজনের ক্ষেত্রেই বিষয়টি এক রকম।’

উল্লেখ্য, হলিউডের একটি সংবাদমাধ্যম এই দম্পতির বিচ্ছেদ নিয়ে নিবন্ধ প্রকাশের পরই গত সপ্তাহে বিষয়টি আবারও মাথাচাড়া দিয়ে ওঠে।

হাসান

কারাগারে কেমন ছিলেন রিয়া?

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:২৫ পিএম
কারাগারে কেমন ছিলেন রিয়া?
রিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। যদিও অভিনয় ক্যারিয়ারের চেয়ে এই অভিনেত্রী বেশি আলোচনায় আসেন ২০২০ সালে মাদক মামলায় কারাগারে গিয়ে। সে বছরের জুনে প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সেপ্টেম্বরে মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার হন তিনি। সম্প্রতি ‘চ্যাপ্টার-২’ নামের এক পডকাস্টে সংগীতশিল্পী হানি সিংয়ের সঙ্গে কারাগারে কাটানো দিনগুলোর অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী।

পডকাস্টে রিয়া মানসিক অসুস্থতা ‘বাইপোলার ডিসঅর্ডার’ সম্পর্কে হানি সিংয়ের সঙ্গে কথা বলেন। এই অভিনেত্রী জানান, মানসিক অসুস্থতা সম্পর্কে শিক্ষা দেওয়ায় এক পুলিশ নাকি রিয়াকে ধন্যবাদও জানিয়েছিলেন। হানি সিংকে রিয়া বলেন, ‘ভারতীয়রা মানসিক অসুস্থতা সম্পর্কে তেমন সচেতন নয়। কিন্তু আমি এটি খুব কাছ থেকে দেখেছি। আপনার অভিজ্ঞতা শুনেও আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। এমন অনেকে আছেন যারা নিজেদের অভিজ্ঞতা কারও সঙ্গে শেয়ার করতে না পেরে মারা যান। মানসিক অসুস্থতার কথা সবার গুরুত্বের সঙ্গে শোনা উচিত, তাদের জন্য এগিয়ে আসা উচিত।’

পরে হানি সিংও রিয়ার সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘এই অসুস্থতা থেকে প্রতিকার না পেলে মানুষ বাঁচতে পারে না। আমি নিজেও খুব বাজে পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আমার একসময়ে মনে হতো আমার আশপাশে কেউ নেই, সবাই প্রতারক। এমনকি পরিবারের লোকদেরও আমার বিশ্বাস হতো না।’

এরপরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে কাটানো অভিজ্ঞতা সম্পর্কে এই অভিনেত্রী বলেন, ‘মানুষ বাইপোলার ডিসঅর্ডার বোঝে না। তারা হয় পাগল ভাবে অথবা অন্য কোনো সমস্যা মনে করে। আমি যখন জেলে ছিলাম তখন সেখানে ‘আত্মহত্যার ঘড়ি’ বলে কিছু একটা ছিল। এটি মূলত কেউ যেন চরম কোনো পদক্ষেপ নিতে না পারে সে জন্য সাজাপ্রাপ্তদের ওপর নজর রাখার ব্যবস্থা হিসেবে রাখা হয়। সেখানে আমি কেবল দুজন মহিলা পুলিশের সঙ্গে কথা বলতে পারতাম। তাদের সঙ্গে আমি মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক কথা বলেছি। এক মহিলার স্বামীও এই একই রোগে আক্রান্ত ছিল যেটা তিনি আমার সঙ্গে কথা বলার পর বুঝতে পেরেছিলেন। এ জন্য পরবর্তী সময় তিনি আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন।’

হাসান

বন্ধুত্বের দুই দশকে প্লে-ব্যাকে প্রথম রাজীব-কণা

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০২:১৫ পিএম
বন্ধুত্বের দুই দশকে প্লে-ব্যাকে প্রথম রাজীব-কণা
দিলশাদ নাহার কণা ও রাজীব। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে বাংলাদেশের প্লে-ব্যাক অর্থাৎ সিনেমার গানে এক অত্যাবশ্যকীয় নাম গায়িকা দিলশাদ নাহার কণা। সিনেমায় তার বহু হিট গান রয়েছে, যা তিনি স্টেজ শোতে গেলেই পারফর্ম করেন। অন্যদিকে ক্লোজআপ ওয়ান খ্যাত সংগীতশিল্পী রাজীবের সিনেমার গানেই সবচেয়ে বেশি প্রতিষ্ঠা পাওয়ার কথা। যেহেতু তিনি যখন গানের ভুবনে পেশাগতভাবে যাত্রা শুরু করেন তখন অনেকেই বলেছেন সিনেমার গানের জন্যই রাজীবের কণ্ঠটা পারফেক্ট কণ্ঠ।

কিন্তু এর পরেও রাজীবকে বেশ কিছু সিনেমাতে গান গাওয়ানো হলেও ঠিকঠাক মতো রাজীবের কণ্ঠের যত্ন নিতে পারেনি বিশেষত প্লে-ব্যাক করানোর ক্ষেত্রে। অবশ্য তা নিয়ে রাজীবের কোনো আক্ষেপও নেই। কারণ রাজীব তার নিজের মতো করেই গানের ভুবনে একটা আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন। তাতেই তিনি সন্তুষ্ট। নিজের মতো করেই একের পর এক ঢাকা ঢাকার বাইরে, দেশের বাইরে শো করে যাচ্ছেন, যেন তাতেই তৃপ্ত তিনি।

কণা ও রাজীবের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শুরু আজ থেকে ২০ বছর আগে। তবে দীর্ঘ এই ২০ বছর বা দুই দশকের পথচলায় এবারই প্রথম কণা ও রাজীব একটি সিনেমাতে একসঙ্গে প্লে-ব্যাক করেছেন। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমায় তারা দুজন একসঙ্গে প্লে-ব্যাক করেছেন। যে গানটি তারা দুজন গেয়েছেন, গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর সংগীত করেছেন প্রমিত।

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানান, কণা ও রাজীব দুজনে সিনেমার টাইটেল সং ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ গেয়েছেন। সিনেমাটির সেন্সর ছাড়পত্র নেওয়া আছে। হয়তো চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাতে অভিনয় করেছেন আদর আজাদ ও সালওয়া।

প্রথমবার একসঙ্গে প্লে-ব্যাক গান গাওয়া প্রসঙ্গে রাজীব বলেন, ‘আমাদের বন্ধুত্বের সম্পর্ক ২০ বছরের। কণার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটা আত্মার। ভাবতেই অবাক লাগল যে, আমাদের একসঙ্গে কোনো গান করা হয়নি। না আধুনিক গান, না সিনেমার গান। স্বপ্নে দেখা রাজকন্যা গানটির কথা ও সুর খুব সুন্দর। আশা করি সবারই ভালো লাগবে। ধন্যবাদ এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে।’

কণা বলেন, ‘সিনেমার গানের জন্য রাজীবের কণ্ঠ পারফেক্ট, এটা শুরু থেকে আমরা সবাই অনুভব করতাম। রাজীব বেশ কিছু সিনেমাতে গানও করেছে। প্লে-ব্যাক অর্থাৎ সিনেমায় তার কণ্ঠটা আরও যথাযথভাবে কাজে লাগানো যেতে পারে। স্বপ্নে দেখা রাজকন্যা-গানেই আমাদের প্রথম একসঙ্গে গাওয়া। একটি সুন্দর গান হয়েছে। গানটি নিয়ে আমি আশাবাদী।’

হাসান