ঢাকা ৫ মাঘ ১৪৩১, রোববার, ১৯ জানুয়ারি ২০২৫

পুলিশ হেফাজতে অভিনেত্রী নিপুণ

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১১:০৬ এএম
আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ১১:২৬ এএম
পুলিশ হেফাজতে অভিনেত্রী নিপুণ
অভিনেত্রী নিপুণ আক্তার

লন্ডনে যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নিপুণ আক্তারকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে তাকে হেফাজতে নেয় ইমিগ্রেশন পুলিশ। 

প্রাথমিকভাবে জানা গেছে, কাগজপত্রে জটিলতা থাকায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নিপুণকে আর দেখা যায়নি।

২০২২ সালের ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে আলোচিত হন নিপুণ। ওই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে পরাজিত হন তিনি। নানা আইনি প্রক্রিয়ার পর আদালতের রায়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ। এর পর ২০২৪-২৬ সালের নির্বাচনে অংশ নিয়ে হেরে যান নিপুণ। সভাপতি পদে জয়ী হন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডিপজল। এ রায় নিয়েও আদালতের দ্বারস্ত হন নিপুণ।

অমিয়/

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ছেলেসহ আহত শাওন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৫৭ পিএম
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০৭ এএম
ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ছেলেসহ আহত শাওন
মেহের আফরোজ শাওন (ইনসেটে: ব্যান্ডেজ করা পা)। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা এবং নন্দিত লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ছেলে নিষাদ হুমায়ুনসহ আহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান শাওন নিজেই।

ফেসবুকে তিনি লেখেন- ঘটনা খুবই সরল ও অনাড়ম্বরপূর্ণ। বড় ব্যাটা নিষাদ হুমায়ূনকে নিয়ে গিয়েছিলাম নিউমার্কেট, তার বাবার প্রিয় বাজারে। সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম। জুম্মার সময়, দুপুর ১টা ৫৫… নিউমার্কেটের ভিতরের অংশের চলাচলের রাস্তায় বসা মুসুল্লীদের নামাজ প্রায় শেষের দিকে। রাস্তা একদম ফাঁকা। ডান বাম ভালো করে দেখে যেই না রাস্তা পার হওয়া ধরেছি, কোথা থেকে মাটি ফুঁড়ে এলো ‘বাংলার টেসলা’ খ্যাত এক ইঞ্জিন চালিত রিকশা! কোনোরকম বেলের টুংটাং না করে “আআআপুউউউ… সরেএএএন!” বলে ডাক দেয়া আর কিছু বুঝে ওঠার আগেই ৩ যাত্রীসহ চালক মহাশয় এক সজোর ধাক্কা দিলেন! প্রবল বেগের সেই ধাক্কায় আমি ৩৬০ ডিগ্রী  ঘুরে রাস্তায় পড়ে গেলাম আর ‘বাংলার টেসলা’র পেছনের চাকা আমার বাম পা’এর উপর দিয়ে চলে গেল। 

চালকের উদ্দেশে তিনি লেখেন- টেসলার চালককে ধন্যবাদ তিনি পালিয়ে না গিয়ে নিজের দোষ কিছুটা স্বীকার করেছেন। আশপাশ থেকে ছুটে আসা মানুষদের ধন্যবাদ নানা জ্ঞান গিয়ে আমাকে সাহায্য করার চেষ্টার জন্য। কৃতজ্ঞতা সেই চা দোকানদারের প্রতি যিনি নিজ দোকানের ফিল্টার পানির জার পুরোটা ঢেলে আমার পায়ে তাৎক্ষনিক আরাম দিয়েছেন। 

তার সঙ্গে থাকা অর্পিতা নামে একজনকে উদ্দেশ্য করে তিনি লেখেন- তুই সাথে না থাকলে কিভাবে যে ঐ সময়টুকু সামলাতাম জানি না। চোখের সামনে থেকে অন্ধকার  সরার পর দেখলাম নিজের পুরো শরীরের ভার তোর উপর ছেড়ে আমি ঢলে পড়েছি আর তুই ঠাণ্ডা মাথায় আমাকে হাসপাতালে নেয়ার জন্য গাড়িতে তোলার চেষ্টা করছিস, পাশাপাশি ঘটনার আকস্মিকতায় নার্ভাস হয়ে পড়া নিষাদকে সামাল দিচ্ছিস! শুধু মুখে মুখে ‘শাওন মা’ না… তুই আমার শক্তপোক্ত মেয়ের দায়িত্ব-ই পালন করে দেখালি। 

এছাড়া তিনি লেখেন [হাসপাতালের আপডেটঃ পরম করুণময় আল্লাহর দয়ায় পা ভাঙেনি। তবে পেশী ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্থ হয়েছে। পূর্ণ বিশ্রাম আর ওষুধে আগামী কিছুদিনের মধ্যে সেরে যাবে। যে সকল ছা*লশাবকেরা ব্যান্ডেজ করা পায়ের ছবিতে ‘হা হা’ অনুভূতি দেখিয়েছেন, তাদের আশার গুড়ে বালি।]

মেহেদী/

মমতাজউদদীন আহমদের ৯১ তম জয়ন্তী

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:৫৬ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
মমতাজউদদীন আহমদের ৯১ তম জয়ন্তী
মমতাজউদদীন আহমদের ৯১ তম জয়ন্তী । ছবি: সংগৃহীত

সব্যসাচী নাট্যজন মমতাজউদদীন আহমদের ৯১তম জয়ন্তী উপলক্ষে আজ ১৮ জানুয়ারি শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার রুমে সন্ধ্যা ৬টায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে নাট্যদল থিয়েটার।

অনুষ্ঠানে মমতাজউদদীন আহমদের নাটকে মুক্তিযুদ্ধ এবং ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’ প্রবন্ধ নিয়ে আলোচনা করা হবে। প্রবন্ধ  পাঠ করবেন ড. ফারহানা আখতার অধ্যাপক, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আলোচনা পর্বে অংশ নিবেন মুখ্য আলোচক ড. রশীদ হারুন অধ্যাপক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নাট্যজন আফরোজা বানু জ্যেষ্ঠ সদস্য, থিয়েটার এবং ড. আইরিন পারভীন লোপা নাট্যনির্দেশক। 

থিয়েটারের উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠ সদস্য প্রদীপ বণিকের সভাপতিত্বে  ধন্যবাদ জ্ঞাপন করবেন থিয়েটারের সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে পরিবেশিত হবে সংগীত, আবৃত্তি, পাঠ-অভিনয়। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

 

এবার অঘটনের শিকার অর্জুন কাপুর

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:৩৯ পিএম
এবার অঘটনের শিকার অর্জুন কাপুর
অর্জুন কাপুর। ছবি: সংগৃহীত

বলিউডে যেন অঘটন থামছেই না। গত বৃহস্পতিবার নায়ক সাইফ আলি খানের ওপর ছুরিকাঘাতের ঘটনায় স্তব্ধ পুরো বলিউড। এরই মধ্যে জানা গেল, এক শ্যুটিং স্পটে ছাদ ভেঙে পড়ে অভিনেতা অর্জুন কাপুরের ওপর। ফলে অল্পের জন্য বেঁচে যান অর্জুন ও তার সহকর্মীরা। ভারতীয় একাধিক গণমাধ্যম এমন খবর প্রকাশিত হয়েছে।

জানা যায়, মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে আসন্ন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য শ্যুট করছিলেন অর্জুন কাপুর। তখনই অর্জুন কাপুরের মাথায় ভেঙে পড়ে ছাদের একটি অংশ।

এ সময় অর্জুন কাপুরের সঙ্গে তার সহ-অভিনেতা জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাস্সির আজিজও ছিলেন। তারা সকলে কেমন রয়েছেন, সেটা যদিও জানা যায়নি এখনও।

তাদের টিমের কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি বলেন, ‘আমার চোখ তখন মনিটরে। আচমকাই দেখি ছাদ ভেঙে পড়ল চোখের সামনে। ঈশ্বরের কৃপায় পুরো ছাদটা ভেঙে পড়েনি আমাদের মাথার ওপর। তাহলে আরও বড়সড় বিপদ ঘটতে পারত।’

হাসান

রাজামৌলির সিনেমায় প্রিয়াঙ্কা

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:৪৮ পিএম
রাজামৌলির সিনেমায় প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

বলিউড-হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হিন্দি সিনেমার এক সময়ের নিয়মিত মুখ হলেও নিক জোনাসকে বিয়ের পর থেকে বলিউডে কাজ করা একেবারে কমিয়ে দিয়েছেন সাবেক এই মিস ওয়ার্ল্ড। আবারও ভারতীয় সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া।

জানা গেছে, বিখ্যাত তেলেগু নির্মাতা এসএস রাজামৌলির পরবর্তী সিনেমা ‘এসএসএমবি ২৯’-এ মহেশ বাবুর সঙ্গে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে।

ইতোমধ্যে এ সম্পর্কে ইঙ্গিতও দিয়েছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি টরন্টো থেকে দুবাই এবং দুবাই থেকে হায়দ্রাবাদ ভ্রমণের একটি রিল ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। ভিডিওর ক্যাপশনে ‘ওম’ ইমোজি দিয়ে ব্যাকগ্রাউন্ডে ‘আরআরআর’-এর ‘রোর’ গানটি ব্যবহার করেন এই অভিনেত্রী। ভিডিওটির মন্তব্যের ঘরে ভক্তদের পরবর্তী সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। কয়েক সপ্তাহ ধরেই রাজামৌলির সিনেমায় প্রিয়াঙ্কাকে দেখা যাবে বলে চারদিকে জল্পনা-কল্পনা চলছিল।

তবে এখন পর্যন্ত রাজামৌলির ‘এসএসএমবি ২৯’ সিনেমা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ইন্ডিয়ানা জোন্সের মতো অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার গল্প হবে এটি।  সিনেমার কাহিনি লিখেছেন রাজামৌলির বাবা বিজয়েন্দ্র প্রসাদ। চলতি মাসের শুরুতে হায়দ্রাবাদে একটি পূজার অনুষ্ঠানে ছবিটির জন্য একটি ইভেন্টের আয়োজন করা হয়েছিল। কিন্তু সিনেমায় মহেশের লুক গোপন রাখতে ইভেন্টের কোনো ছবি প্রকাশ করেননি নির্মাতারা।

উল্লেখ্য, ‘এসএসএমবি ২৯’ সিনেমার শুটিং ২০২৪ সালের মাঝামাঝি থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রাক-প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় সিনেমার কাজ শুরু করা সম্ভব হয়নি।

হাসান

শিল্পকলায় ‘মার্ক্স ইন সোহো’

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:৪৫ পিএম
শিল্পকলায় ‘মার্ক্স ইন সোহো’
‘মার্ক্স ইন সোহো’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

নাট্য সংগঠন বটতলা এবং যাত্রিক-এর যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’। এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামী ২০ ও ২১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় পরপর দুই দিন নাটকটি প্রদর্শিত হবে। আমেরিকান প্রখ্যাত ইতিহাসবিদ ও তাত্ত্বিক হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত নাটকটি নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ।

নাটকটি প্রথম মঞ্চে আসে ২০২১ সালের অক্টোবরে। করোনা-উত্তর সময়ে ঢাকার নাট্যাঙ্গন জাগিয়েছিল প্রযোজনাটি। গত বছরের শেষ দিকে টানা পাঁচ প্রদর্শনীর পর এবার পরপর দুই দিনে দুটি প্রদর্শনী হবে।

মৃত্যুর প্রায় ১০০ বছর পর কার্ল মার্ক্স কি সত্যি সোহোতে বা পৃথিবীতে ফিরেছেন? ফেরার প্রয়োজনীয়তাও কি আছে? এমন অস্থির সময়ে মানুষের মুক্তি কোথায়? গোটা বিশ্ব যেখানে পুঁজিবাদের দাস, সেখানে কার্ল মার্ক্স কি ফিরছেন এসব থেকে উত্তরণের পথ দেখাতে? এসব জানা যাবে নাটকের নানা স্তরে, বোঝা যাবে শুধু একজন দার্শনিক নন, এক ব্যক্তি কার্ল মার্ক্সকেও।

এ প্রসঙ্গে নাটকটির অনুবাদক জাভেদ হুসেন বলেন, ‘মার্ক্সের ভাবনা আর সংগ্রাম মানুষের প্রতি আকুল ভালোবাসার ফল। তার রুখে দাঁড়াবার ডাক দেখায় কেন এই সংকটকালে তাকে যেকোনো সময়ের চাইতে বেশি প্রয়োজন। কার্ল মার্ক্স মানুষের সম্ভাবনা সত্য করার যে প্রয়োজনের কথা বলেছেন তা বাংলাভাষী পাঠকদের কাছে হাজির করার জন্য এর অনুবাদ করা হয়েছে। অনূদিত বইটি এবার স্বরূপে আসছে, মানে নাটক হয়ে মঞ্চস্থ হচ্ছে। নাটকটি বাংলাভাষীদের নতুন করে এই জগৎকে নিয়ে ভাবতে, বুঝতে আর একে বদলের কাজে নামতে কাজে লাগুক।

উল্লেখ্য, ইতোমধ্যেই প্রদর্শনীর টিকিট পাওয়া যাচ্ছে বটতলার ওয়েব সাইটে। পরিচয়পত্র প্রদর্শনসাপেক্ষে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট শ্রেণির টিকিটে থাকছে ৫০ শতাংশ ছাড়।

হাসান