
দক্ষিণী সুপারস্টার নায়িকা সামান্থা রুথ প্রভু। শারীরিকভাবে বেশ অসুস্থ তিনি। দীর্ঘদিন ধরেই বহন করে বেড়াচ্ছেন রোগ। তাই সব সময় চিকিৎসকের পরামর্শ নিতে হয় তাকে।
এবার জানা গেল চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী। এ কারণে ব্যথায় জর্জরিত তিনি। প্রবল ব্যথায় একেবারে শয্যাশায়ীও হয়েছেন। টানা চিকিৎসা চলছে। এ খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই তারকা অভিনেত্রী। অসুস্থতার কারণে কিছুটা দুর্বল হলেও মনের দিক থেকে শক্ত তিনি। তাই চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খাচ্ছেন, সঙ্গে পর্যাপ্ত বিশ্রামও। আর ব্যথা কমাতে ‘রেড লাইট থেরাপি’ নিচ্ছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে ক্যাপশনে সামান্থা লিখেছেন, ‘অস্থিসন্ধিগুলো আর আগের মতো নেই। সারা শরীরে খুবই ব্যথা।’
এই অভিনেত্রী আরও জানিয়েছেন, শরীর থাকলে খারাপ হবেই। তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। বরং সাময়িক শরীরচর্চা থেকে ছুটি পেয়ে খুশিই হয়েছেন। তবে এভাবে বেশি দিন সময় কাটাতে রাজি নন তিনি। সুস্থ হয়ে দ্রুত কাজে ফিরতে চান সামান্থা। কারণ তার হাতে রয়েছে অনেক কাজ।
হাসান