
বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। যদিও অভিনয় ক্যারিয়ারের চেয়ে এই অভিনেত্রী বেশি আলোচনায় আসেন ২০২০ সালে মাদক মামলায় কারাগারে গিয়ে। সে বছরের জুনে প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সেপ্টেম্বরে মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার হন তিনি। সম্প্রতি ‘চ্যাপ্টার-২’ নামের এক পডকাস্টে সংগীতশিল্পী হানি সিংয়ের সঙ্গে কারাগারে কাটানো দিনগুলোর অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী।
পডকাস্টে রিয়া মানসিক অসুস্থতা ‘বাইপোলার ডিসঅর্ডার’ সম্পর্কে হানি সিংয়ের সঙ্গে কথা বলেন। এই অভিনেত্রী জানান, মানসিক অসুস্থতা সম্পর্কে শিক্ষা দেওয়ায় এক পুলিশ নাকি রিয়াকে ধন্যবাদও জানিয়েছিলেন। হানি সিংকে রিয়া বলেন, ‘ভারতীয়রা মানসিক অসুস্থতা সম্পর্কে তেমন সচেতন নয়। কিন্তু আমি এটি খুব কাছ থেকে দেখেছি। আপনার অভিজ্ঞতা শুনেও আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। এমন অনেকে আছেন যারা নিজেদের অভিজ্ঞতা কারও সঙ্গে শেয়ার করতে না পেরে মারা যান। মানসিক অসুস্থতার কথা সবার গুরুত্বের সঙ্গে শোনা উচিত, তাদের জন্য এগিয়ে আসা উচিত।’
পরে হানি সিংও রিয়ার সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘এই অসুস্থতা থেকে প্রতিকার না পেলে মানুষ বাঁচতে পারে না। আমি নিজেও খুব বাজে পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আমার একসময়ে মনে হতো আমার আশপাশে কেউ নেই, সবাই প্রতারক। এমনকি পরিবারের লোকদেরও আমার বিশ্বাস হতো না।’
এরপরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে কাটানো অভিজ্ঞতা সম্পর্কে এই অভিনেত্রী বলেন, ‘মানুষ বাইপোলার ডিসঅর্ডার বোঝে না। তারা হয় পাগল ভাবে অথবা অন্য কোনো সমস্যা মনে করে। আমি যখন জেলে ছিলাম তখন সেখানে ‘আত্মহত্যার ঘড়ি’ বলে কিছু একটা ছিল। এটি মূলত কেউ যেন চরম কোনো পদক্ষেপ নিতে না পারে সে জন্য সাজাপ্রাপ্তদের ওপর নজর রাখার ব্যবস্থা হিসেবে রাখা হয়। সেখানে আমি কেবল দুজন মহিলা পুলিশের সঙ্গে কথা বলতে পারতাম। তাদের সঙ্গে আমি মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক কথা বলেছি। এক মহিলার স্বামীও এই একই রোগে আক্রান্ত ছিল যেটা তিনি আমার সঙ্গে কথা বলার পর বুঝতে পেরেছিলেন। এ জন্য পরবর্তী সময় তিনি আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন।’
হাসান