ঢাকা ২৯ মাঘ ১৪৩১, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
English
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

কারাগারে কেমন ছিলেন রিয়া?

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:২৫ পিএম
কারাগারে কেমন ছিলেন রিয়া?
রিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। যদিও অভিনয় ক্যারিয়ারের চেয়ে এই অভিনেত্রী বেশি আলোচনায় আসেন ২০২০ সালে মাদক মামলায় কারাগারে গিয়ে। সে বছরের জুনে প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সেপ্টেম্বরে মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার হন তিনি। সম্প্রতি ‘চ্যাপ্টার-২’ নামের এক পডকাস্টে সংগীতশিল্পী হানি সিংয়ের সঙ্গে কারাগারে কাটানো দিনগুলোর অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী।

পডকাস্টে রিয়া মানসিক অসুস্থতা ‘বাইপোলার ডিসঅর্ডার’ সম্পর্কে হানি সিংয়ের সঙ্গে কথা বলেন। এই অভিনেত্রী জানান, মানসিক অসুস্থতা সম্পর্কে শিক্ষা দেওয়ায় এক পুলিশ নাকি রিয়াকে ধন্যবাদও জানিয়েছিলেন। হানি সিংকে রিয়া বলেন, ‘ভারতীয়রা মানসিক অসুস্থতা সম্পর্কে তেমন সচেতন নয়। কিন্তু আমি এটি খুব কাছ থেকে দেখেছি। আপনার অভিজ্ঞতা শুনেও আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। এমন অনেকে আছেন যারা নিজেদের অভিজ্ঞতা কারও সঙ্গে শেয়ার করতে না পেরে মারা যান। মানসিক অসুস্থতার কথা সবার গুরুত্বের সঙ্গে শোনা উচিত, তাদের জন্য এগিয়ে আসা উচিত।’

পরে হানি সিংও রিয়ার সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘এই অসুস্থতা থেকে প্রতিকার না পেলে মানুষ বাঁচতে পারে না। আমি নিজেও খুব বাজে পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আমার একসময়ে মনে হতো আমার আশপাশে কেউ নেই, সবাই প্রতারক। এমনকি পরিবারের লোকদেরও আমার বিশ্বাস হতো না।’

এরপরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে কাটানো অভিজ্ঞতা সম্পর্কে এই অভিনেত্রী বলেন, ‘মানুষ বাইপোলার ডিসঅর্ডার বোঝে না। তারা হয় পাগল ভাবে অথবা অন্য কোনো সমস্যা মনে করে। আমি যখন জেলে ছিলাম তখন সেখানে ‘আত্মহত্যার ঘড়ি’ বলে কিছু একটা ছিল। এটি মূলত কেউ যেন চরম কোনো পদক্ষেপ নিতে না পারে সে জন্য সাজাপ্রাপ্তদের ওপর নজর রাখার ব্যবস্থা হিসেবে রাখা হয়। সেখানে আমি কেবল দুজন মহিলা পুলিশের সঙ্গে কথা বলতে পারতাম। তাদের সঙ্গে আমি মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক কথা বলেছি। এক মহিলার স্বামীও এই একই রোগে আক্রান্ত ছিল যেটা তিনি আমার সঙ্গে কথা বলার পর বুঝতে পেরেছিলেন। এ জন্য পরবর্তী সময় তিনি আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন।’

হাসান

এলআরবির রোমেল নতুন ব্যান্ড গড়লেন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৯ পিএম
এলআরবির রোমেল নতুন ব্যান্ড গড়লেন
ছবিঃসংগৃহীত

আইয়ুব বাচ্চু মৃত্যুর পর থেকে একাধিকবার ভাঙনের মুখে পড়ে তার দল এলআরবি। একসময় বন্ধ হয়ে যায় দলটির কার্যক্রম। এরই মধ্যে দলের ড্রামার গোলাম রহমান ‘রোমেল অ্যান্ড ফ্রেন্ডস’ নামে নতুন ব্যান্ড করেছেন। 

রোমেল অ্যান্ড ফ্রেন্ডস এর সদস্যরা হলেন রোমেল (ভোকাল), জুলিয়াস রাসেল (লিড গিটার), অভ্র রনি (সেকেন্ড লিড গিটার), রাশফি (বেজ গিটার), ফারাবি (ড্রামস অ্যান্ড ম্যানেজমেন্ট)। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, নতুন গান তৈরি করছেন তারা। ঈদুল ফিতরে তাদের নতুন গান বের করার পরিকল্পনা রয়েছে।

রোমেল বলেন, ‘বসের গানগুলো নিয়ে আমরা নিয়মিত প্র্যাকটিস করছিলাম। একদিন মনে হলো, আমরা এখন স্টেজে পারফর্ম করতে প্রস্তুত। তারপরই দল গঠন করি। এটা বসের প্রতি আমাদের এক রকম শ্রদ্ধা ও ভালোবাসা।’

২০১৮ সালের ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর এলআরবি থমকে যায়। দীর্ঘ সময় কোনো শোতে অংশ নেয়নি দলটি। একসময় আইয়ুব বাচ্চুর ছেলে তাজওয়ার আইয়ুব মঞ্চে উঠলে অনেকেই ভেবেছিলেন, দলের হাল ধরতে যাচ্ছেন তিনি। কিন্তু সে আশার গুড়েও বালি! বিদেশে পড়তে চলে যান তাজওয়ার।

আইয়ুব বাচ্চু মৃত্যুর পর ৭ বছর চলছে। এরপর তাঁর গড়া দলটি আর নেই।  এলআরবির কার্যক্রম বন্ধ। তবে তাঁর দলের সহযাত্রীরা নানাভাবে সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন। কেউ নিজের মতো করে গাইছেন। গানও বানাচ্ছেন। এর মধ্যে আজ বুধবার এলআরবির ড্রামার রোমেল জানালেন, তিনি একটি গানের দল তৈরি করেছেন। আইয়ুব বাচ্চুর চিন্তাচেতনাকে ধারণ করেই এই গানের দল নিয়ে এগিয়ে যেতে চান। গানের দলের নাম দিয়েছেন রোমেল অ্যান্ড ফ্রেন্ডস।

নতুন কোনো গান প্রকাশ না করলেও রোমেল অ্যান্ড ফ্রেন্ডস তাদের কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে দেশের কয়েকটি স্থানে এই দল নিয়ে স্টেজ শো করেছে। তবে গানের দলের উদ্যোক্তা রোমেল বললেন, ‘আমরা নতুন গান তৈরি করছি। ইচ্ছা আছে আগামী ঈদে নতুন গান প্রকাশের।’

/ফারজানা ফাহমি

 

সিনেমা দেখে আবেগে ভাসলেন শতাধিক রিকশাচালক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৭ পিএম
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩০ পিএম
সিনেমা দেখে আবেগে ভাসলেন শতাধিক রিকশাচালক
অভিনেত্রী নভেরার সাথে সিনেমা হলে রিক্সা চালকরা।ছবিঃসংগৃহীত

রিকশাচালকের জীবন সংগ্রামের গল্পে তৈরি সিনেমা হলে বসে দেখলেন রিকশাওয়ালারা।যুবক থেকে বৃদ্ধ- সব বয়সী শতাধিক রিকশাচালক এসেছিলেন কেরানীগঞ্জের লায়নস সিনেমা হলে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)বিকেলে তারা আসেন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’ সিনেমাটি দেখতে।

গতকাল কেরানীগঞ্জের লায়ন সিনেমা হলে শতাধিক রিকশাচালক নিয়ে এই ছবির বিশেষ স্ক্রিনিং করা হয়।তারা জানান, কখনও ভাবেননি তাদের শ্রম কষ্টের কথা এভাবে সিনেমার পর্দায় উঠে আসবে, এর ফলে তাদের প্রতি সাধারণ মানুষের সহমর্মিতা তৈরি হবে।‘রিকশা গার্ল’ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান, কনটেন্ট হেড আলী হায়দার, সিনেমার কেন্দ্রীয়  অভিনেত্রী নভেরা সহ অনেকে।   

এই প্রথম রিকশাচালকদের জীবনের ছায়া অবলম্বনে নির্মিত হওয়া সিনেমা দেখে কেউ কেউ আবেগে ভাসেন! রিকশাচালকদের নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নেয় বঙ্গ। আগত দর্শকরা এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

‘রিকশা গার্ল’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা। যিনি পারিবারিক টানাপোড়েনের জেরে শহরে এসে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। নভেরা নিজেও উপস্থিত থেকে বলেন,“যাদের গল্প আমি পোট্রে করেছি, আজ তাদের মধ্যে কিছু মানুষ একত্র হয়ে দেখলেন। মনে হচ্ছে আজ আমার পরিশ্রম সার্থক হলো।”

“সিনেমা হলে যখন তারা ছবিটা দেখছিল অনেককিছু রিলেট করতে পারছিল। যেটা সাধারণ অনেক দর্শক বোঝেনি। এই মুহূর্তটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। মনে হলো আমি নিজের মানুষদের নিয়ে ছবিটা দেখলাম।”

এদিকে, বঙ্গ কর্তৃপক্ষ জানায়, যাদের নিরলস পরিশ্রম ও দৃঢ়তা এই সিনেমাটি নির্মাণে সাহস যুগিয়েছে ওটিটিতে মুক্তির আগে তাদের কাছে গল্পটি পৌঁছে দিতে বিশেষ স্ক্রিনিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে।

সিনেমা হলে মুক্তির পর ১২ ফেব্রুয়ারি থেকে ‘রিকশা গার্ল’ দেখা যাবে বঙ্গ অ্যাপে। মাত্র ৪৯ টাকার বিনিময়ে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক।

/ফারজানা ফাহমি

নিষেধাজ্ঞার কবলে পাকিস্তানি অভিনেত্রী মিরা

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৬ পিএম
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৩ পিএম
নিষেধাজ্ঞার কবলে পাকিস্তানি অভিনেত্রী  মিরা
পাকিস্তানি অভিনেত্রী মীরা । ছবিঃসংগৃহীত

ইংরেজিতে ভুল উত্তর দেয়ায় জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মীরাকে ১০ বছরের জন্য যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করেছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়, তিনি ১০ বছর ধরে  যুক্তরাজ্যে যেতে পারছেন না।

মীরার কাগজপত্রে দেখা গেছে, ১০ বছরেরও বেশি সময় আগে যুক্তরাজ্যে অভিনেত্রী মীরাকে প্রবেশ করতে দেয়নি দেশটির কর্তৃপক্ষ। কারণ ভ্রমণে বিষিনিষেধ আরোপ করা হয়েছিল। এ ঘটনায় তার পরিবার একটি ইংরেজি সাক্ষাৎকারে বিভ্রান্তি সৃষ্টি হওয়াকে দায়ি করেছেন। কেননা, সাক্ষাৎকারে প্রশ্নকারীর প্রশ্ন ভালো করে বুঝতে পারেননি তারকা অভিনেত্রী।

যার ফলে এই নিষেধাজ্ঞার কবলে পড়েন মীরা। এমনকী সাম্প্রতিক সময়ে তার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরও ভ্রমণ ভিসার জন্য আবেদন করলে তা বাতিল করে দেয়া হয়। তখন বলা হয়, ভিজিটর হিসেবে যুক্তরাজ্যে প্রবেশে ভিসার আবেদনে মিথ্যা তথ্য দিয়েছেন মীরা।

তবে এ ব্যাপারে শিগগিরই যথাযথ পদ্ধতি অবলম্বন করে ভিসার জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।মীরা জানিয়েছেন, যুক্তরাজ্যের ভিসা সংক্রান্ত ব্যাপারে একজন দক্ষ আইনজীবী নিয়োগ করেছেন তিনি। আইনজীবী তার ভিসা আবেদন নিয়ে কাজ করছেন।

এদিকে মেয়ে মীরাকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় তার মা শাফকাত জাহরা বুখারি পাকিস্তানে অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশন বরাবর আবেদন করেছেন। আবেদনে বলা হয়, মীরাকে যেন ভিসা দেয়া হয় এবং সে যেন কাজ করতে যুক্তরাজ্যে যেতে পারে।

/ফারজানা ফাহমি

 

ভালোবাসা দিবসে অন্য এক নীহা

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম
ভালোবাসা দিবসে অন্য এক নীহা
ছবি সংগৃহীত

ছোটপর্দার প্রিয় মুখ নাজনীন নীহার অভিনয়ে পথচলা বেশি দিনের নয়। কিন্তু তিনি যতগুলো নাটকে অভিনয় করেছেন, এখন পর্যন্ত বলা যায় প্রত্যেকটি নাটকে অভিনয়ের জন্যই তিনি বেশ প্রশংসিত হয়েছেন। নাটকগুলোও দর্শকের মধ্যে দারুণ সাড়াও ফেলেছে। তার মিষ্টি হাসি, মায়াভরা চোখ আর নাটকে তার দুর্দান্ত অভিনয়- দর্শককে একের পর এক মুগ্ধ করে চলেছে। অভিনয় জীবনের শুরুতেই সম্ভাব্য অভিনেত্রী হিসেবে নাজনীন নীহা ‘বাবিসাস’ সম্মাননা লাভ করেছিলেন। 

আসছে ভালোবাসা দিবসে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে জাকারিয়া সৌখিন রচিত ও পরিচালিত বিশেষ নাটক ‘মন দুয়ারী’। এতে নীহার সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের নাটকপ্রেমী দর্শকদের এই সময়ের সবচেয়ে প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এই নাটকে দর্শক নতুন এক নীহাকে দেখবেন, জানালেন নীহা নিজেই। নির্মাতা জাকারিয়া সৌখিন তাকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, এই নাটকে অপূর্বকেও দর্শক একেবারে ভিন্নরূপে দেখতে পাবেন। গল্পটাও চমৎকার, বললেন নীহা। লোকেশন, সিনেমাটোগ্রাফি, শিল্পীদের অভিনয়, গল্প- সব মিলিয়ে আশা করা যাচ্ছে ‘মন দুয়ারী’ হতে যাচ্ছে এবারের ভ্যালেন্টাইন ডের সবচেয়ে আলোচিত দর্শকপ্রিয় নাটক। তাই নীহার মনের মধ্যেও এক ধরনের উচ্ছ্বাস-আনন্দ কাজ করছে। 

নাজনীন নীহা বলেন, ‘অনেক আগে থেকেই আমি অপূর্ব ভাইয়ের অভিনয়ের একজন ভক্ত। তার অভিনীত নাটকগুলো আমার ভীষণ ভালো লাগত। তাই যখন থেকে নিয়মিত অভিনয় করা শুরু করি, তখন থেকেই স্বপ্ন ছিল অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করার। যে কারণে আমি বিশেষভাবে কৃতজ্ঞ সৌখিন ভাইয়ার কাছে। কারণ টানা তেরো দিন এই নাটকের শুটিং হয়েছে। অপূর্ব ভাইয়া এবং সৌখিন ভাইয়া আমাকে অভিনয়ের অনেক কিছুই শিখিয়েছেন। অভিনয় আরও ভালো হওয়ার জন্য পূর্ণ সহযোগিতা করেছেন। মন দুয়ারী সব মিলিয়ে খুব ভালো হয়েছে। যে কারণে আমার কাছে মনে হচ্ছে এবারের ভ্যালেন্টাইনে দর্শক মন দুয়ারীতেই বুঁদ হয়ে থাকবেন।’ 

গানে অভিনয়েই এগিয়ে যেতে চান বন্নি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৯ পিএম
গানে অভিনয়েই এগিয়ে যেতে চান বন্নি
ছবি সংগৃহীত

গত বছর যতগুলো খণ্ড নাটক প্রচারে এসেছে, তার মধ্যে আলোচিত একটি নাটক জাহিদ প্রীতম পরিচালিত ‘তিলোত্তমা’ নাটকটি। এই নাটকে জয়ী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন কুষ্টিয়ার মেয়ে বন্নি হাসান। নাটকে বন্নি তার নিজের কণ্ঠে গান গেয়েও বেশ প্রশংসিত হয়েছিলেন।

'তিলোত্তমা' খ্যাত সেই বন্নি শুধু যে অভিনয়ই করে যেতে চান, এমনটি নয়। বন্নি গানে এবং অভিনয়ে সমানতালে এগিয়ে যেতে চান। ছোটবেলায় বন্নি গান শিখেছেন তৃপ্তি মহন মল্লিকের কাছে তিন বছর। এর পর আরও দুই বছর গান শিখেছেন রোজ বাবুর কাছে। মেহেরপুরে বন্নি নাচেরও তালিম নিয়েছেন। কৈশোরে গল্পের বই পড়তে ভালো লাগত বন্নির। গল্পের বই পড়ে পড়ে তার অনুভবটা এমন হতো যে তিনি তা তার চোখের সামনে দেখতে পাচ্ছেন। সেখান থেকেই একটা সময় তার শখ হলো অভিনয় করার। 

এসএসসি পরীক্ষার আগেই বন্নি অভিনয় করেন প্রথম এম শুভ’র পরিচালনায় ‘লাভ লিংক’ নাটকে। এর পর বন্নি ‘দমে দমে’সহ আরও কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন। 

অভিনয়ে ফেরেন তিনি মাহমুদ মাহিনের ‘লাকি’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। এর পর মাইদুল রাকিবের ‘আম্মাজান’ নাটকে অভিনয় করেন। বন্নি আদনান আল রাজীব পরিচালিত ‘ইউটিউমার’ ওয়েব ফিল্মে প্লে-ব্যাক করেছেন। যেহেতু তিনটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন, প্লে-ব্যাক করেছেন এবং যথারীতি গানেও তার তালিম নেওয়া আছে।

/ তাসনিম তাজিন