
বিভিন্ন সময়ে আলোচনায় থাকা অভিনেতা জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি তিনি সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন ডিগবাজি দেওয়া নিয়ে। তবে এবার তার বরফের ওপর ডিগবাজি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) জায়েদ খানের ফেসবুকে তিনি নিজেই এই ভিডিও প্রকাশ করেন।
ভিডিওতে জায়েদ খানকে বলতে শোনা যায়, প্রথমবার আমি বরফের মধ্যে ডিগবাজি দিচ্ছি।
ভিডিওর ক্যাপশনে ডিগবাজির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের ওপর ডিগবাজি দিতে হলো, শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজি দিয়ে ফেলল।’
ডিগবাজি দেওয়ার ভিডিওতে তার সঙ্গে দেখা গেছে ছোট পর্দার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও উপস্থাপিকা নীল হুরেজাহানকে। তারা দুজনও জায়েদ খানের সঙ্গে ডিগবাজি দিয়েছেন।
মজার ছলেই তারা এমন করেছেন বোঝা গেছে।
মেহেদী/