
বলিউড পাড়ায় দুঃসংবাদ যেন শেষই হচ্ছে না। সাইফ আলী খানের উপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার হত্যার হুমকি পেলেন কৌতুক অভিনতো কপিল শর্মা। ভারতীয় পুলিশ জানিয়েছে, পাকিস্তান থেকে ইমেইলের মাধ্যমে অভিনেতার কাছে আসে এ হুমকি। শুধু কপিলই নন একই রকম হত্যার হুমকি পেয়েছেন অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজা।
এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বাইয়ের অম্বোলি থানায় এ বিষয়ে একটি এফআরআই দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
পুলিশের কাছে যে ইমেইলের তথ্য এসেছে তাতে বলা হয়েছে, ‘নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ বিষয়টিকে হালকাভাবে নেবেন না। আমরা আপনাদের প্রতি দিনের জীবনযাপনের উপর নজর রাখছি।’
এই হুমকিবার্তা এড়িয়ে গেলে পরিণতি আরও খারাপ হতে পারে বলেও ইমেইলে উল্লেখ করা হয়েছে।
সইফের ঘটনার রেশ কাটতে না কাটতেই এই হুমকিবার্তা আসায় ফের আতঙ্কের আবহ তৈরি হয়েছে বলিউডে। গত সপ্তাহে সাইফের বাড়িতে চুরির উদ্দেশ্যে নিয়ে ঢুকে এক ব্যক্তি। একপর্যায়ে সাইফকে ছুড়িকাঘাত করলে মারাত্মক জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন তিনি। তবে বাড়িতে থাকলেও তাকে পালন করতে হচ্ছে কঠিন নিয়ম। নড়াচড়াতেও করতে হচ্ছে সাবধানতা অবলম্বন।
হাসান