
বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। বলিউডের ‘খিলারি’ হিসেবেও পরিচিত এই অভিনেতা। তবে হিন্দি সিনেমার জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’র প্রথম কিস্তির জন্য আলাদা ভক্তকুল আছে এই অভিনেতার। যদিও বাকি দুই কিস্তিতে আর দেখা যায়নি তাকে।
অবশ্য প্রথম কিস্তির চেয়ে ‘ভুল ভুলাইয়ার’র দ্বিতীয় ও তৃতীয় কিস্তি আরও বড় ব্যবসায়িক সফলতার মুখ দেখেছিল। তবে এর ভিত্তি স্থাপন করেছিলেন মূলত অক্ষয় কুমারই ২০০৭ সালে প্রথম কিস্তির মধ্য দিয়ে। প্রিয়দর্শন পরিচালিত সে সিনেমায় প্রধান ঘোস্টবাস্টার চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেতা। সম্প্রতি পিঙ্কভিলার সঙ্গে এক সাক্ষাৎকারে অক্ষয় প্রকাশ করেছেন, কেন তিনি সিকুয়েল এবং থ্রিকোয়েলের অংশ ছিলেন না।
সেখানে ফ্যানদের সঙ্গে কথা বলার একপর্যায়ে একজন ভক্ত বলেছিলেন, ‘আমি ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির বিশাল ভক্ত, কিন্তু এটির দ্বিতীয় ও তৃতীয় কিস্তিটি আমি দেখিনি, কারণ অক্ষয় এই দুই সিনেমায় কাজ করেননি তাই।’
পরে সেই ভক্ত অক্ষয়কে কাজ না করার কারণ জিজ্ঞেস করলে হেসে এই অভিনেতা বলেন, ‘আমাকে বের করে দিয়েছিল।’
এই ভক্ত আরও জিজ্ঞেস করেন, তিনি গত ১০ বছরে কমেডি সিনেমা করা বন্ধ কিরে দিয়েছেন কেন? এর উত্তরে এই অভিনেতা বলেন, “এটা সত্যি, আমি কমেডি কম করেছি। আমি এ সময়ে অনেক সামাজিক সিনেমা করেছি যেমন, ‘সারফিরা’, ‘এয়ারলিফ্ট’, ‘রুস্তম’, ‘প্যাডম্যান’ এবং ‘টয়লেট’। কারণ এই সিনেমাগুলো আমি করতে চেয়েছিলাম। প্রত্যেকেরই একটা পরিকল্পনা থাকে যে কখন সে কোন কাজ করতে চায়। তাই আমি সামাজিক সিনেমা বেশি করেছি। তবে আমি আবারও ২-৩টি কমেডি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি যেমন, ‘ভূত বাংলা’, ‘ওয়েলকাম (জঙ্গল)’ এবং ‘হাইসফুল (৫)’।”
উল্লেখ্য, ‘ভূত বাংলা’ সিনেমার মধ্য দিয়ে ২০০৭ সালের পর আবারও নির্মাতা প্রিয়দর্শনের সঙ্গে কাজ করতে যাচ্ছেন অক্ষয়। এর আগে ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তিতে সবশেষ দুজন একসঙ্গে কাজ করেছিলেন।
হাসান