
মার্কিন পপ তারকা টেইলর সুইফট। সারা পৃথিবীতে রয়েছে তার অগণিত ভক্ত-অনুরাগী। কয়েক বছর ধরে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন এই গায়িকা। জনপ্রিয় এই সংগীতশিল্পীর ভারতেও রয়েছে অগণিত ভক্ত-অনুরাগী। অথচ দুনিয়াব্যাপী কনসার্ট করে বেড়ালেও এখন পর্যন্ত ভারতে আসেননি এই পপ তারকা। অবশেষে প্রিয় তারকাকে নিজ দেশে পারফর্ম করতে দেখার আক্ষেপ হয়তো কিছুটা ঘুচবে ভারতীয় ভক্তদের।
জানা গেছে, দেশটির ধনাঢ্য ব্যবসায়ী গৌতম আদানির ছেলে জিৎ আদানির প্রাক-বিবাহ উৎসবে পারফর্ম করার জন্যই আসছেন এই গায়িকা। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো কিছু নিশ্চিত করেনি টেইলর সুইফটের ম্যানেজমেন্ট।
এ সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন করেছে, টেইলর সুইফট সম্ভবত জিৎ ও দিভা শাহের আসন্ন প্রাক-বিবাহ উৎসবে পারফর্ম করতে পারেন। আলোচনা এখনো চলমান। আর এমন উচ্চপর্যায়ের অনুষ্ঠানে সুইফটের পারফরম্যান্স সম্ভব হলে এটিই হবে ভারতে তার প্রথম কনসার্ট।
জিৎ আদানি-দিভা শাহ ২০২৩ সালের মার্চে গুজরাটের আহমেদাবাদে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বাগদান সম্পন্ন করেছিলেন। আশা করা হচ্ছে, এই জুটির বিয়ে এ বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে। তবে সুইফটের সম্ভাব্য উপস্থিতির খবরে ইতোমধ্যেই তার ভারতীয় ভক্তদের মাঝে উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
প্রসঙ্গত, টেইলর সুইফট এর আগে ভারতে না এলেও একাধিকবার ভারতীয় ভক্ত, সংস্কৃতি এবং বলিউড সিনেমা নিয়ে প্রশংসা করেছেন।
হাসান