
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। নাটক, টেলিফিল্ম ও ওয়েব সিরিজে নিয়মিত কাজ করছেন তিনি। বর্তমান সময়ের আলোচিত তারকা অভিনেত্রী সাবিলা। ভিন্নধর্মী চরিত্রের মাধ্যমে দর্শকদের কাছে অন্যরকম এক গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি। তার ক্যারিয়ারের বয়সও দীর্ঘ। তবে ক্যারিয়ার দীর্ঘ হলেও চলচ্চিত্রে অভিনয় করেননি সাবিলা। কারণ এতদিন মনের মতো গল্প ও চরিত্রের জন্য অপেক্ষা করেছেন তিনি। এবার সাবিলা নূরের অপেক্ষা অবসানের পথে। এমনটি গণমাধ্যমে জানিয়েছেন এই তারকা। সবকিছু ঠিক থাকলে এ বছরই বড় পর্দায় অভিষেক হবে তার। সাবিলা নূরের এমন সিদ্ধান্তে খুশি তার ভক্তরাও। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন গ্রুপে সাবিলাকে নিয়ে প্রশ্ন ছুড়ে দেন ভক্তরা। কবে নাগাদ সিনেমায় অভিনয় করবেন তিনি। এতদিন এসব বিষয় এড়িয়ে গেলেও এবার গণমাধ্যমে সাবিলা প্রকাশ করলেন সিনেমায় কাজের কথা।
এ সম্পর্কে গণমাধ্যমকে সাবিলা নূর বলেন, ‘বড় পর্দার প্রস্তুতি তো অনেক বড় পরিসরে নিতে হয়। এত বিশাল একটা ক্যানভাসে কাজ করব, ফলে নিজেকে আরও ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাইব। সে রকম গল্প, চরিত্র এবং পরিচালকের জন্য অপেক্ষা করেছি এতদিন। ওটিটির ক্ষেত্রেও আমি এমনটাই বলেছি। নাটক ও ওটিটিতে দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করেছেন। সিনেমায় আমার অভিষেকও এমনভাবেই হোক যেন, দর্শক খুব সুন্দরভাবে আমাকে গ্রহণ করে।’
তবে কবে নাগাদ সিনেমায় কাজ করবেন জানতে চাইলে অভিনেত্রী বলেছেন, ‘সিনেমা নিয়ে কথাবার্তা অনেকখানি এগিয়েছে। এখন প্রযোজকের ঘোষণার জন্য অপেক্ষা করছি। আশা করি চলতি বছরেই কাজ শুরু করতে পারব।’
শিগগিরই আলোচিত নির্মাতা ভিকি জাহেদের নতুন একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় দেখা যাবে সাবিলাকে। সিনেমাটির নাম ‘এক্সট্রা’। ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য সিনেমায় সাবিলার সঙ্গে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। এর আগে সাবিলা ও নিলয়কে একসঙ্গে অভিনয় করতে দেখা গেলেও এবারই প্রথমবার ভিকি জাহেদের পরিচালনায় দেখা যাবে তাদের।
এর আগে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তার ফিরিয়ে দিয়েছিলেন সাবিলা নূর। রায়হান রাফী পরিচালিত শাকিব খানের সুপারহিট সিনেমা ‘তুফান’-এর প্রস্তাব প্রথমে সাবিলার কাছে গিয়েছিল। তিনি এই সিনেমাটি ছেড়ে দেওয়ার পরই বাংলাদেশের নাবিলা ও ভারতের মিমিকে নিয়ে কাজ করেন নির্মাতা। তবে এ বিষয়ে সাবিলা বলেছিলেন, ‘তুফান নিয়ে এখন আসলে বেশিকিছু বলতে চাই না। সবাই বলছে সিনেমাটি নাকি ভালো চলছে। তাই অতীতের কথা আর সামনে নিয়ে আসতে চাই না। আমি প্রস্তাবে রাজি হইনি কেন সেটা আমাদের মধ্যেই থাকুক। যারা কাজ করেছেন তারা প্রত্যেকে এত চমৎকার অভিনয় করেছেন, সবার জন্য শুভ কামনা।’
হাসান