
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন গত দুই বছরে পাঁচটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। এই অভিনেত্রী বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। এবার গুঞ্জন উঠেছে, দীর্ঘ সাত বছরেরও বেশি সময় পর আবারও সঞ্জয়লীলা বানসালির সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই ‘পদ্মাবত’ তারকা। আসন্ন ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার অফিশিয়াল আইএমডিবি পেজে এমনটিই উল্লেখ করা হয়েছে।
সেখানে সিনেমাটির চরিত্রের নামের তালিকায় দীপিকার নামের পাশে ‘ক্যামিও উপস্থিতি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ ২০১৮ সালে বানসালি পরিচালিত সুপারহিট ‘পদ্মাবত’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা। বানসালির আসন্ন ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় ক্যামিও চরিত্রে পর্দায় দেখা যেতে পারে দীপিকাকে।
আর যদি এমনটি হয়, তাহলে তিন বছর পর আবারও সাবেক প্রেমিক রণবীরের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে। এর আগে রণবীরের সঙ্গে সর্বশেষ ‘ব্রক্ষ্মাস্ত্র’ (২০২২) সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা। আর সহ-অভিনেতা হিসেবে এই জুটি শেষবার একসঙ্গে ইমতিয়াজ আলীর ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তামাশা’ সিনেমায় কাজ করেছিলেন।
অন্যদিকে ‘ব্রক্ষ্মাস্ত্র’ (২০২২) ফ্র্যাঞ্চাইজির পর ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন বাস্তব জীবনের দম্পতি রণবীর-আলিয়া। ছবিটিতে আরও অভিনয় করছেন ভিকি কৌশল ও অরি।
উল্লেখ্য, সঞ্জয়লীলা বানসালি তার আসন্ন ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার প্রথম ঘোষণা দিয়েছিলেন ২০২৪ সালে। ছবিটি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
হাসান