ঢাকা ২৭ মাঘ ১৪৩১, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
English
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১

বিটিভিতে ‘লবণ জলের মানুষ’

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৪৫ এএম
বিটিভিতে ‘লবণ জলের মানুষ’
‘লবণ জলের মানুষ’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আজ ২৫ জানুয়ারি রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘লবণ জলের মানুষ’। কবি জায়েদ ফরিদের ‘দেয়াল’ গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন গাজী ফারুক। আব্দুল্যাহ আল মামুনের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন ফারজানা ছবি, রমিজ রাজু, কবির আহমেদ, দিলু মজুমদার, আনোয়ার হোসেন, রেজাউল রাজুসহ অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে- এলাকার বিত্তবান চৌধুরী সাহেব ১০ বছর বয়সী অনাথ শিশু ধীর আলিকে নিজের বাড়িতে আশ্রয় দেয়। প্রায় ৩০ বছর ধরে সে চৌধুরী সাহেবের বাগানবাড়ির দেখাশোনা করে। এই দায়িত্বের বাইরেও যে মানুষের জীবন আছে, সে জীবনে প্রেম-ভালোবাসা, সংসার থাকতে পারে তা কখনো উপলব্ধি করতে পারেনি ধীর আলি। বাগানবাড়ি সামলানোর পাশাপাশি সে আধ্যাত্মিক গানে ডুবে থাকে। সে মনে করে অপার্থিব প্রেমই হচ্ছে আসল প্রেম। একদিন বিকেলে বাগানবাড়ির লোনা ধরা ভাঙাচোরা দেয়ালের ফাঁক দিয়ে এলাকায় পাগলী নামে পরিচিত হীরামন আশ্রয় নেয়। যদিও হীরামন পাগলী নয়। তার মা মারা যাওয়ার পর একাকী জীবনের নিরাপত্তার জন্য সে পাগলী সেজে থাকে। হীরামন  ধীর আলির কাছে আশ্রয় নিয়ে তার ঘরকন্নার কাজের ভার নেয়। আলি বিরক্ত হলেও তাকে তাড়িয়ে দিতে পারে না। ভাঙা দেয়াল মেরামতের জন্য শহর থেকে একদিন চৌধুরী সাহেব বাগানবাড়িতে এলে ধীর আলি বিপদে পড়ে যায়। এর পর নানা নাটকীয়তায় এগিয়ে যায় নাটকের কাহিনি।

হাসান

বিবাহবিচ্ছেদের আবেদন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৫ এএম
বিবাহবিচ্ছেদের আবেদন
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২০ বছর পর সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন জনপ্রিয় হলিউড দম্পতি জেসিকা আলবা-ক্যাশ ওয়ারেন। ‘ফ্যান্টাস্টিক ফোর’খ্যাত অভিনেত্রী জেসিকা নিজেই স্বামীর থেকে বিচ্ছেদের আবেদন করেছেন। যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিক তারিখ হিসেবে গত বছরের ২৭ ডিসেম্বর তালিকাভুক্ত করেছেন আদালত। দায়ের করা নথিতে বিচ্ছেদের কারণ হিসেবে ‘মতের মিল না থাকার’ বিষয়টি উল্লেখ করেন এই অভিনেত্রী।

পাশাপাশি তার আইনি নাম জেসিকা মেরি আলবা পুনরুদ্ধারের জন্যও আবেদন করেছেন তিনি। তবে তাদের তিন সন্তানের দায়িত্ব বাবা-মা দুজনেই পালন করবেন বলে সেখানে উল্লেখ করা হয়েছে। এর আগে নিজের এক ইন্সটাগ্রাম পোস্টেও বিচ্ছেদের বিষয়ে কিছুটা জানান দিয়েছিলেন এই যুক্তরাষ্ট্রের তারকা। ১৬ জানুয়ারি দেওয়া এক পোস্টে জেসিকা লিখেছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে বছরের পর বছর আত্মোপলব্ধি এবং রূপান্তরের চেষ্টায় রয়েছি। গত ২০ বছরের দাম্পত্য জীবন নিয়ে আমি গর্বিত। এখন ব্যক্তি হিসেবে বিবর্তনের একটি নতুন অধ্যায় শুরু করার সময় হয়েছে।’ 

এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে জেসিকা নিজের ব্যবসা, বাবা-মায়ের দায়িত্ব এবং ক্যাশ ওয়ারেনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন। সেই সময়ে তিনি বলেছিলেন, ‘তারা নিজেদের ব্যক্তিগত চাহিদার থেকে তাদের সম্পর্ককে সব সময়ই বেশি অগ্রাধিকার দিতে চায়।’

উল্লেখ্য, জেসিকা আলবা-ক্যাশ ওয়ারেন জুটির প্রথম সাক্ষাৎ হয় ২০০৪ সালে ‘ফ্যান্টাস্টিক ফোর’ সিনেমার সেটে। এর চার বছর পর ২০০৮ সালের ১৯ মে তারা বিবাহ করেন।

/ তাসনিম তাজিন 

সোনুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩০ পিএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
সোনুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবি সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সোনু সুদ। অভিনয়ের পাশাপাশি মানবিক কারণেও দেশজুড়ে বেশ জনপ্রিয় তিনি। যেকোনো আর্থিক সংকটে মানুষের পাশে দাঁড়ান এই বলিউড অভিনেতা। এমন একজন তারকার বিরুদ্ধেই নাকি ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার একটি আদালত আর্থিক প্রতারণার অভিযোগে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকেই তার ভক্তরা বেশ অস্বস্তিতে ছিলেন। কি হতে চলেছে তাদের প্রিয় তারকার সঙ্গে! অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই ‘দাবাং’ তারকা।

গত শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই মামলায় তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন সোনু সুদ। এ ছাড়া তার বিরুদ্ধে অভিযোগ এনে হেনস্তার কারণে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে সোনু সুদ লিখেছেন, ‘আমাদের স্পষ্ট করা প্রয়োজন যে, সামাজিক মাধ্যমে যে সংবাদগুলো প্রচারিত হয়েছে সেগুলো অনেক চাঞ্চল্যকর। বিষয়টি আমার পরিষ্কার করে দেওয়া দরকার, এই মামলাটি আসলে তৃতীয় পক্ষের। আদালত শুধু সাক্ষী হিসেবে এই মামলায় আমাকে তলব করেছিলেন। এখানে আমাদের আর কোনো রকমের সম্পৃক্ততা নেই। আগামী ১০ ফেব্রুয়ারি এই বিষয়ে আমরা একটি বিবৃতি দেব। তখনই বিষয়টি আপনারা বুঝতে পারবেন যে, এই মামলায় আমাদের কোনো ধরনের সম্পর্ক ছিল না।’

এই অভিনেতা আরও জানান, ‘আমরা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরও নই। শুধু জনগণের অহেতুক দৃষ্টি আকর্ষণের জন্য এমনটা করা হয়েছে। আমাদের মতো তারকাদের এমন নেতিবাচকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করার বিষয়টি খুবই দুঃখজনক। এ ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব।’

/ তাসনিম তাজিন 

ভাগ্য বদল

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৩ পিএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম
ভাগ্য বদল
দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের অভিষেক হয়েছিল শাহরুখ খানের বিপরীতে ব্লকবাস্টার ‘ওম শান্তি ওম’ সিনেমার মধ্য দিয়ে। এরপর থেকে ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই তারকা। বর্তমানে সর্বোচ্চ আয় করা বলিউড অভিনেত্রী তিনি। এই অবস্থানের কারণ হিসেবে তার অভিষেক সিনেমায় যুগান্তকারী অভিনয়ই আসল কারণ বলে মনে করেন অনেকে।

অথচ ‘ওম শান্তি ওম’ সিনেমায় দীপিকার অভিষেক হওয়ার কথাই নাকি ছিল না। ফারাহ খানের পরিচালনায় ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় আত্মপ্রকাশ করার কথা ছিল এই অভিনেত্রীর। কিন্তু অভিনেতা শাহরুখ এই ছবিটির প্রথম চিত্রনাট্য পড়ে সেটা প্রত্যাখ্যান করে দিলে বাধ্য হয়েই তখন ‘ওম শান্তি ওম’-এর শুটিং শুরু করেন ছবির পরিচালক। পরবর্তী সময়ে এটিই সর্বকালের অন্যতম আইকনিক বলিউড সিনেমায় পরিণত হয়।

অনুপমা চোপড়ার সঙ্গে এক সাক্ষাৎকারে ‘ওম শান্তি ওম’ ছবির পরিচালক ফারাহ খান বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। সেখানে তিনি জানান, ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার কাজ শুরু করা হয়েছিল ২০০৬ সালে। সিনেমার প্রধান চরিত্রে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু শাহরুখের ছবির গল্প পছন্দ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য এটির শুটিং বন্ধ রাখা হয়। তাই হাতে থাকা অন্য একটি সিনেমার কাজ শুরু করেন এই নির্মাতা।

‘ওম শান্তি ওম’ শিরোনামের এই ছবিতেও শাহরুখ ও দীপিকাকে মূল চরিত্রের জন্য বেছে নিয়েছিলেন পরিচালক ফারাহ খান। ফলে এটিই হয়ে যায় দীপিকার ক্যারিয়ারের প্রথম সিনেমা। ছবিটি দর্শক হৃদয় জয় করে বক্স অফিসে ব্লকবাস্টারের তকমা পায় এবং এখনো এই সিনেমাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলিউড অভিষেক হিসেবে বিবেচনা করা হয়।

কলি

গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালে নীলচক্র

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৫ পিএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৫ পিএম
গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালে নীলচক্র
নীলচক্র সিনেমাতে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের চাইনিস থিয়েটার-৬-এ উদীয়মান স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অষ্টম ‘গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’। চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে বাংলাদেশ থেকে ‘নীলচক্র’ সিনেমাটি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। উৎসবের ‘ফরেন ল্যাঙ্গুয়েজ’ বিভাগে অফিশিয়াল নির্বাচিত হয়েছে এই সিনেমাটি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক মিঠু খান। উৎসবের ওয়েব সাইটেও এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নির্মাতা মিঠু খান জানান, গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল মূলত স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ ও তাদের কাজের গতি বাড়াতে আয়োজিত হয়ে থাকে। পৃথিবীর নানা দেশের তরুণ ও উদীয়মান নির্মাতারা এই ফেস্টিভ্যালে তাদের সিনেমা অংশ নেন। এমন উৎসবে আমার সিনেমা ‘ফরেন ল্যাঙ্গুয়েজ’ বিভাগে অফিশিয়াল নির্বাচিত হয়েছে, এটা আমার জন্য অবশ্যই বড় প্রাপ্তির।

আমেরিকান ফিল্ম মার্কেটে এর আগে ‘নীলচক্র’ ছবির আন্তর্জাতিক প্রিমিয়ার করা হয়। লাস ভেগাসের ওই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক এনায়েত আকবর মিলন, আসিফ আকবর ও নীলচক্র সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে থাকা জে জে রজার্স।

সিনেমাটিতে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। এ সিনেমায় মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে সংগীতশিল্পী বালামকে।

 কলি

 

শাফিন আহমেদ স্মরণে কনসার্ট

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৯ পিএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৩ পিএম
শাফিন আহমেদ স্মরণে কনসার্ট
ছবি সংগৃহীত

ব্যান্ড তারকা শাফিন আহমেদ কনসার্ট করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন গত বছর জুলাইয়ে। ২০ জুলাই ভার্জিনিয়ায় কনসার্টের আগে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এই তারকা। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৪ জুলাই মারা যান শাফিন আহমেদ। 

এবার ব্যান্ডসংগীতের এই তারকাকে ট্রিবিউট করে আয়োজন করা হয়েছে কনসার্ট। আগামী ১৩ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে অনুষ্ঠিত হবে ‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামের কনসার্টটি। ১৪ ফেব্রুয়ারি শাফিনের জন্মদিন। এর আগেই হচ্ছে কনসার্টটি।
কনসার্টে শাফিন আহমেদ স্মরণে গান গাইবে দেশের সেরা পাঁচটি ব্যান্ড মাইলস, দলছুট, ফিডব্যাক, আর্টসেল, অ্যাভয়েড রাফা, র‍্যাপার অজি। কনসার্টে দেখানো হবে শিল্পীর জীবন ও ক্যারিয়ারের আলোকে তৈরি একটি ডকুমেন্টারিও।

শাফিন আহমেদের ফেসবুক পেজের কার্যক্রম আবারও শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার এই পেজে তার পরিবার থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, পেজটিতে এখন থেকে নিয়মিত শাফিন আহমেদের গান, বিভিন্ন সময়ের স্মৃতি শেয়ার করা হবে। এমনটা জানানোর এক দিন পরই পেজটি শাফিন আহমেদ স্মরণে কনসার্টের খবর দিয়েছে।

কনসার্টের বিস্তারিত তথ্য জানিয়ে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সংগীতের একজন সত্যিকারের আইকন শাফিন আহমেদের জীবন ও সমৃদ্ধ কর্মজীবন স্মরণ করার জন্য অবিস্মরণীয় এক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ইকোস অব আ লিজেন্ড তাকে উৎসর্গ করে কেবল একটি কনসার্ট নয়, রক ও পপ জগতে শাফিন আহমেদের অতুলনীয় অবদানের কথা তুলে ধরা হবে এ আয়োজনে।’

‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ কনসার্টটি আয়োজন করেছে ভেলভেট ইভেন্টস। ইতোমধ্যে গেট সেট রক ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট; দাম ৩ হাজার টাকা (ভিআইপি) ও ১ হাজার ৫০০ টাকা (রেগুলার)। আয়োজন শুরু হবে ১৩ ফেব্রুয়ারি রাত ৯টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।

/ তাসনিম তাজিন