
দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তামিল ইন্ডাস্ট্রি থেকে উত্থান হলেও জনপ্রিয় এই অভিনেত্রীকে গত কয়েক বছরে তামিল সিনেমায় খুব একটা দেখা যায়নি। ‘গার্ল নেক্সট ডোর’ চরিত্রের জন্য পরিচিত এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে এ সম্পর্কে কথা বলেছেন। সামান্থা জানান, তিনি এখন অনেক যাচাই-বাছাই করে সিনেমায় কাজ করতে চান। মাঝে চিকুনগুনিয়া থেকে সেরে উঠে নিজের জিম সেশন চালিয়ে গেলেও তামিল সিনেমায় আর চুক্তিবদ্ধ হননি তিনি। তবে চলচ্চিত্র নির্মাতা রাজ এবং ডিকের সঙ্গে ঠিকই কাজ করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে এই অভিনেত্রী বলেন, ‘আমি এখন চরিত্রের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। আমার যখন মনে হবে যে, চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং হবে- সেই সিনেমাতেই কাজ করতে চাই। কাজের ব্যাপারে আমি এখন আরও বেশি সচেতন। আমি চাই না আমার কাজ দর্শকদের হতাশ করুক। আমি প্রতিটি কাজে আমার সেরাটা দিতে চাই।’
এ ছাড়াও ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এবং ‘সিটাডেল: হানি বানি’তে সামান্থাকে সুযোগ দেওয়ার জন্য রাজ এবং ডিকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। নেটফ্লিক্সের আসন্ন টিভি সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড’তেও অভিনয় করবেন সামান্থা। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। এটি নির্মাণ করবেন রাজ এবং ডিকে।
হাসান