
জনপ্রিয় হলিউড তারকা রবার্ট প্যাটিনসন এবার শুরুতেই ছক্কা হাঁকালেন। ‘দ্য ব্যাটম্যান’, ‘টেনেট’-এর মতো সিনেমায় কাজ করা এই অভিনেতা এবার অস্কারজয়ী পরিচালক বং জুন-হোর সঙ্গে জুটি বেঁধেছেন। আগামী ৭ মার্চ এই জুটির বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘মিকি ১৭’ নামক প্রথম সাই-ফাই ঘরানার সিনেমা। ছবিটিতে মিকি বার্নস চরিত্রে অভিনয় করেছেন প্যাটিনসন।
সম্প্রতি ওয়ার্নার ব্রোস পিকচার্স ‘মিকি ১৭’ সিনেমার বহুল প্রত্যাশিত ট্রেইলারটি প্রকাশ করেছে। এটি প্রকাশের পর থেকেই প্যাটিনসন ও বং জুন-হোকে নিয়ে দর্শকদের উচ্ছ্বাস যেন থামছেই না। ট্রেইলার নিয়েই তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিনেমার ট্রেইলার নিয়ে ‘ব্যাটম্যান’খ্যাত এই অভিনেতার পাশাপাশি অস্কারজয়ী নির্মাতার থেকেও যে ভক্তদের অনেক প্রত্যাশা, সেটা মন্তব্য থেকেই স্পষ্ট বোঝা গেছে।
ডওয়ার্ড অ্যাশটনের ‘মিকি ১৭’ উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে অকল্পনীয় দুর্দশার মধ্যে ধরা পড়া একজন অসম্ভাব্য নায়করূপে দেখা যাবে এই অভিনেতাকে। সিনেমায় মিকি (প্যাটিনসন) তার নিয়োগকর্তার সঙ্গে এমন একটা প্রতিশ্রুতিতে আবদ্ধ যে প্রয়োজনে তাকে মরতেও হতে পারে।
প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমার পর বহুল আলোচিত ‘মিকি ১৭’ সিনেমার মধ্য দিয়ে ফের বড় পর্দায় ফিরছেন এই দক্ষিণ কোরীয় নির্মাতা।
হাসান