
বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত শেষ অনেকগুলো সিনেমা ব্যাবসাসফল হতে পারেনি। ফ্লপের তালিকায় রয়েছে ‘বেল বটম’, ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’, ‘মিশন রানিগঞ্জ’ও ‘বড়ে মিঞা ছোটে মিঞার মত ছবিগুলো।
তবে শুক্রবার (২৪ জানুয়ারি) মুক্তি পাওয়া অক্ষয় কুমার অভিনীত ‘স্কাই ফোর্স’ সিনেমার প্রথম দিনের বক্সঅফিস কালেকশন আশা জাগাচ্ছে। ১৪০ কোটি বাজেটে নির্মিত স্কাই ফোর্স সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিনে তুলে নিয়েছে ২৭ কোটি রুপি।
কিন্তু এর মধ্যেই খবর ছড়িয়েছে নিজের ফ্লাট বিক্রি করে দিয়েছেন জনপ্রিয় এ নায়ক।
জানা গেছে, ওবেরয় রিয়ালিটি সংস্থার নির্মিত স্কাই সিটিতে অক্ষয়ের প্রায় আড়াই কোটি দিয়ে কেনা একটি বিলাসবহুল ফ্ল্যাট ছিল। সেই ফ্লাটটি তিনি ৪ দশমিক ২৫ কোটি রুপিতে বিক্রি করে দিয়েছেন।
অনেক সিনেমা ফ্লপ হলেও অভিনেতা অক্ষয় কুমারের আসন্ন নতুন দুটি সিনেমা 'ভুত বাংলো' ও 'হাউজফুল ৫' রেকর্ড করবে বলে প্রত্যাশা খিলাড়ী খ্যাত এ নায়কের ভক্তদের।
মেহেদী/