
বলিউডের জনপ্রিয় মিউজিক্যাল রোমান্টিক ফ্র্যাঞ্চাইজি ‘আশিকি’। সবশেষ ২০১৩ সালে ‘আশিকি ২’ মুক্তির পর দর্শকদের থেকে তুমুল সাড়া পেয়েছিল সিনেমাটি। মূলত গল্পের পাশাপাশি সিনেমার জনপ্রিয় সব গান ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিল। দীর্ঘ এক যুগ বিরতির পর এবার বড় পর্দায় আসতে চলেছে এটির তৃতীয় কিস্তি ‘আশিকি ৩’। সবশেষ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আদিত্য রায় কাপুরের পর এবার তৃতীয় কিস্তিতে অভিনয় করবেন কার্তিক আরিয়ান।
সিনেমাটি পরিচালনা করবেন অনুরাগ বসু। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে এই নির্মাতা বলেন, ‘আমরা আগামী মাস থেকেই ছবির শুটিং শুরু করব। বর্তমানে আমরা প্রি-প্রোডাকশনের কাজ করছি।’
ছবিতে কাজ করা প্রসঙ্গে ২০২২ সালে অভিনেতা কার্তিক আরিয়ান নিজেও নিশ্চিত করেছিলেন। তখন তিনি নিজের ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘বসুদার সঙ্গে এই প্রথম কোনো হৃদয়বিদারক সিনেমায় কাজ করতে যাচ্ছি।’ তবে এখনো কার্তিকের বিপরীতে অভিনেত্রী হিসেবে কে থাকছেন সেটা জানা যায়নি। প্রাথমিকভাবে নির্মাতা তৃপ্তি দিমরিকে বিবেচনা করলেও গত মাসের শুরুতে তাকে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয়েছিল।
তাদের মনে হয়েছে, চরিত্রটির জন্য তৃপ্তি উপযুক্ত নন। এই চরিত্রের জন্য তারা একদম ফ্রেশ লুক খুঁজছিলেন কিন্তু তৃপ্তির সর্বশেষ কাজ করা সিনেমাগুলোয় এই অভিনেত্রী অনেক খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন। এজন্যই মূলত ‘আশিকি ৩’-এর চরিত্রের জন্য নির্মাতা তৃপ্তিকে মানানসই বলে আর মনে করছেন না- ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র এমনটাই জানিয়েছে। প্রসঙ্গত, তিন বছর বিলম্বের পর আগামী মাসে ছবিটির শুটিং শুরু হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা অনুরাগ বসু।