
সিনেমা দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব হলো কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতিবছর ফ্রান্সের কান শহরে এই উৎসব অনুষ্ঠিত হয়। আগামী ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত এই উৎসবের ৭৮তম আসর বসতে যাচ্ছে। এবারের আসরে জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পেলেন ক্যারিয়ারে অস্কারসহ একাধিক পুরস্কারজয়ী বিখ্যাত ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ।
এই দায়িত্ব পালনের মাধ্যমে কান চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় নারী জুরি সভাপতি হিসেবে ইতিহাস গড়লেন জুলিয়েট বিনোশ। এটিকে এই ফরাসির জন্য অনেকটা বৃত্তপূরণের মতো ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কেননা আজ থেকে প্রায় ৪০ বছর আগে ১৯৮৫ সালে আন্দ্রে টেশিনের ‘রেন্ডেজ-ভাউস’ প্রিমিয়ারের মধ্য দিয়ে কানে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। এ জন্য ২০১০ সালে কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতা এই ফরাসি প্রায়ই বলে থাকেন, ‘আমি কান ফেস্টিভ্যালে জন্মগ্রহণ করেছি।’
জুলিয়েট বিনোশ তার ৪০ বছরের ক্যারিয়ারে ‘এমিলি ব্রোন্টে’জ উদারিং হাইটস’, ‘চকলেট’, ‘দ্য ইংলিশ পেশেন্ট’, ‘ড্যান ইন রিয়েল লাইফ’ এবং ‘সার্টিফায়েড কপি’র মতো সিনেমায় অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন। কানে জুরিপ্রধান হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক বিবৃতিতে এই ফরাসি অভিনেত্রী বলেন, ‘১৯৮৫ সালে প্রথমবারের মতো যখন আমি এই ফেস্টিভ্যালে আসি, তখন ক্যারিয়ার নিয়ে অনেক অনিশ্চয়তায় ভুগছিলাম। কখনো কল্পনাই করতে পারিনি, ৪০ বছর পর জুরি সভাপতির মতো সম্মানসূচক ভূমিকায় আসতে পারব। আমার ওপর অর্পিত দায়িত্ব, বিশেষাধিকার এবং এভাবে সম্মান জানানোয় কান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’
গত বছরের আসরটিতে জুরি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ‘বার্বি’ সিনেমার পরিচালক গ্রেটা গারউইগ। জুলিয়েট তার কাজেরও প্রশংসা করেন। সবশেষ ২০২৪ সালে উবার্তো পাসোলিনির মুক্তিপ্রাপ্ত ‘দ্য রিটার্ন’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে এই ফরাসি অভিনেত্রীকে।