
হলিউডের জনপ্রিয় সিনেমা হ্যারি পটার সিরিজের মধ্য দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন অভিনেত্রী এমা ওয়াটসন। সিনেমাটিতে বুদ্ধিমতী হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নেন এই অভিনেত্রী। পরবর্তী সময়ে ‘দ্য ব্লিং রিং’ এবং ‘লিটল উইমেন’-এর মতো সিনেমায় কাজ করে নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছেন এমা।
তবে ক্যারিয়ারে এখন পর্যন্ত বিতর্কিত কোনো চরিত্রে কাজ করতে দেখা যায়নি তাকে। এমন চরিত্রে কাজের সুযোগ পেলেও তাতে অসম্মতি জানিয়েছেন এই হলিউড তারকা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কুখ্যাত ‘ফিফটি শেডস অব গ্রে’ সিনেমায় কাজ করতে প্রকাশ্যে অস্বীকার করেছিলেন হ্যারি পটার তারকা। কেননা কাজের ক্ষেত্রে এমা কিছু বিষয় মেনে চলেন, যেগুলোর বাইরে তিনি কখনোই যেতে চান না।
এর আগে গুঞ্জন ছিল, ‘ফিফটি শেডস অব গ্রে’ সিনেমার আনাস্তাসিয়া স্টিল চরিত্রে কাজ করার কথা ছিল এমার। তবে এই অভিনেত্রী বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছিলেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি বলেছিলেন, “এখানে কে আসলে বিশ্বাস করে যে, ‘ফিফটি শেডস অব গ্রে’ সিনেমায় আমি অভিনয় করতে পারি? আসলেই? কেউ এটা বিশ্বাস করবে? এটা আসলে পুরোপুরি গুজব ছাড়া আর কিছুই না। এখানে বিভ্রান্তির আর কোনো জায়গা নেই।”
এ নিয়ে বেশ কিছু সূত্রের দাবি, এমা কখনোই এই সিনেমায় কাজ করতে চাননি। উল্টো তিনি আরও এই ছবি নিয়ে শুরু হওয়া আলোচনা দ্রুত বন্ধ করতে তৎপর ছিলেন। হ্যারি পটারে এমন বুদ্ধিদীপ্ত, জাদুকরী চরিত্রের মাধ্যমে হলিউডে খ্যাতি অর্জনের পর ‘অন্ধকার’ পথে পা বাড়াতে চাননি এই অভিনেত্রী। যদিও ভক্তদের ইচ্ছে ছিল ‘ফিফটি শেডস অব গ্রে’ সিনেমায় এমাকে দেখতে পারবেন তারা, তবে শেষ পর্যন্ত তাদের হতাশ হতে হয়েছে।
কলি