ঢাকা ১ চৈত্র ১৪৩১, শনিবার, ১৫ মার্চ ২০২৫
English

একুশে পদক পাচ্ছেন ফেরদৌস আরা

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৪ পিএম
একুশে পদক পাচ্ছেন ফেরদৌস আরা
সংগীতশিল্পী ফেরদৌস আরা। ছবিঃসংগৃহীত

সংগীতে বিশেষ অবদানস্বরূপ একুশে পদক পাচ্ছেন নন্দিত নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।


খবরের কাগজকে তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করে ফেরদৌস আরা বলেন, ‘আমি ভীষণ আনন্দিত। এই অনুভূতি সত্যিই প্রকাশের ভাষা নেই। আমার দীর্ঘ সংগীত জার্নিতে যারা পাশে ছিলেন, শ্রোতা, ভক্ত, অনুরাগী এবং আমার পরিবারের সবার কাছেই কৃতজ্ঞতা জানাই। দায়িত্ব আরও বেড়ে গেল। সবার কাছে দোয়া চাই যাতে সুস্থ থেকে গান করে যেতে পারি।’


উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সব মিলিয়ে দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে পদক প্রদান করা হবে। 

/ফারজানা ফাহমি

৬০ বছরে নতুন প্রেমে আমির

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৪:৫১ পিএম
আপডেট: ১৪ মার্চ ২০২৫, ০৪:৫২ পিএম
৬০ বছরে নতুন প্রেমে আমির
ছবি: সংগৃহীত

বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট হিসেবে পরিচিত অভিনেতা আমির খান। গতকাল (১৪ মার্চ) এ তারকা ৬০ বছর বয়স পূর্ণ করলেন। জন্মদিন উপলক্ষ্যে গত বুধবার নিজ বাড়িতে ঘরোয়াভাবে উদযাপনের ব্যবস্থা করেছিলেন এ অভিনেতা। আর সেখানে তার পরিবার ছাড়াও আমিরের নতুন প্রেমিকা গৌরী স্প্রাটও উপস্থিত ছিলেন। 

গণমাধ্যমের সামনে নিজের থেকে ১৪ বছরের ছোট গৌরিকে পরিচয় করিয়ে দেন তিনি। যদিও সংবাদকর্মীদের উদ্দেশ্যে আমিরের অনুরোধ ছিল তারা যেন গৌরীর গোপনীয়তার বিষয়টি বিবেচনা করে কোনপ্রকার ছবি না তোলেন। জানা যায়, লগান’খ্যাত এ অভিনেতার প্রেমিকা মূলত একজন অ্যাংলো ইন্ডিয়ান। তার বাবা আদতে একজন তামিল-ব্রিটিশ আর মা পাঞ্জাবি-আইরিশ। তবে নিজেকে ভারতীয় হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

গত দেড় বছর ধরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও তাদের পরিচয় হয়েছিল ২৫ বছর আগে। আমির খান তার ছোট বোনের মাধ্যমে প্রথম গৌরী স্প্রাটের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। লন্ডন থেকে পড়াশোনা শেষ করার পর বর্তমানে তিনি আমির খানের প্রযোজনা সংস্থায় কাজ করছেন।

এখন পর্যন্ত আমির মোট দু’বার বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রীর নাম রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। ২০০৫ সালে কিরণকে বিয়ে করার পর ২০২১ সালে এসে বিচ্ছেদের ঘোষণা দেন। আমিরের আগের দুই সংসারে মোট তিনটি সন্তান রয়েছে। বর্তমানে গৌরী এবং তার ছয় বছর বয়সী একমাত্র ছেলেকে নিয়ে একসাথেই থাকছেন এ অভিনেতা। 

প্রসঙ্গত, গৌরী স্প্রাটকে আমির খানের পরিবার এবং সন্তানেরাও বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি। 

/শাকিল  

আসছে জয়ার ‘জিম্মি’

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১১:৩০ এএম
আসছে জয়ার ‘জিম্মি’
ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ক্যারিয়ারের প্রথমবার নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় অভিনয় করেছেন। তবে সিনেমা নয়, এটি একটি ওয়েব সিরিজ। এর নাম ‘জিম্মি’। শুধু তাই নয়, কোনো ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে প্রথম অভিনয় করেছেন জয়া। ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৮ মার্চ ‘জিম্মি’ আসছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে। 

‘জিম্মি’ সিরিজ সম্পর্কে জয়া বলেন, “আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সব সময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। ‘জিম্মি’র ক্ষেত্রে এগুলো মিলে গিয়েছিল। সেই সঙ্গে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হইচই-এর সঙ্গে। মুক্তি পাবে ঈদে। সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের। আমার বিশ্বাস, দর্শকদেরও ভালো লাগবে।”

‘মহানগর’, ‘সাবরিনা’র মতো জনপ্রিয় ওয়েব সিরিজের পর আবারও ‘জিম্মি’ নিয়ে দর্শকদের সামনে আসছেন নির্মাতা আশফাক নিপুণ। 
নতুন সিরিজ নিয়ে তিনি বলেন, ‘জিম্মি নির্মাণের মাধ্যমে নতুন গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এটুকু বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে।’ 

/শাকিল  

নির্মম এক প্রেমের ‘বাজি’

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:৩০ এএম
নির্মম এক প্রেমের ‘বাজি’
ছবি: সংগৃহীত

গল্পটা প্রেমের। জয়-পরাজয়ের। এক অ্যাকশন রোমান্টিক থ্রিলার গল্প নিয়ে আসছে ঈদে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় মুশফিক আর ফারহান ও অভিনেত্রী কেয়া পায়েল। এতে আরও অভিনয় করেছেন অভিনেতা মীর রাব্বি। 

সিএমভির ব্যানারে ঈদের বিশেষ এই নাটকটির নাম ‘বাজি’। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ। মফস্বলের এক বাজিকরকে ঘিরে নাটকটির গল্প সাজানো হয়েছে। যেখানে দেখা যাবে জালাল সব বাজিতেই জেতে।

যদিও একবার এক মুরগি ধরার বাজিতে গিয়ে ধরে ফেলে একই গ্রামের সুন্দরী শিক্ষার্থী আনিকার পা! বাজিকরের জীবনে আসে নতুন গল্প।  নির্মাতা জানান, পুরো নাটকটির গল্পই আবর্তিত হয়েছে বাজি ও বাজিকরের জীবন নিয়ে। তবে এর মধ্যে অন্যতম অনুষঙ্গ আবার প্রেম। টিভি দর্শকরা এমন ঘরানার গল্প সচরাচর নাটকে দেখতে পান না বলেও মনে করেন সংশ্লিষ্টরা।

আগামী ঈদ উৎসবে ‘বাজি’ সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে। 

বাংলাদেশের সিনেমায় পাকিস্তানি মডেল

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৯:৩০ এএম
বাংলাদেশের সিনেমায় পাকিস্তানি মডেল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সিনেমায় নায়িকা হয়ে কাজ করতে যাচ্ছেন পাকিস্তানি মডেল অভিনেত্রী জারা আহমেদ। আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় সিনেমাটির নাম ‘ফোর্স’। ইতোমধ্যেই বাংলাদেশের ছবিতে কাজের বিষয়ে জারা চুক্তিবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক। 

তিনি জানান, ‘জারা আহমেদের সঙ্গে আমাদের চুক্তি সম্পাদন হয়েছে। এ সিনেমায় পাকিস্তানের এই মডেলকে পুলিশের চরিত্রে দেখা যাবে। এক নারীর প্রতিশোধের গল্প ঘিরে তৈরি হবে এই সিনেমা।’

সিনেমায় পাকিস্তানের মডেলকে নেওয়ার কারণ জানতে চাইলে এই তরুণ নির্মাতা বলেন,  ‘পুলিশ চরিত্রের জন্য আমরা অনেক দিন ধরে নারী অভিনয়শিল্পী খুঁজছিলাম। আমাদের চাওয়া ছিল, নিয়মিত জিম করেন, এমন একজন অভিনয়শিল্পী, যিনি মারপিট করতে পারবেন, যাকে দেখতে পরিশ্রমী মনে হবে, মুখটা হতে হবে লম্বাটে, চোয়াল কিছুটা ভাঙা—মোটকথা, যে মেয়েটাকে অ্যাকশনে মানায়। অনেক খোঁজার পর আমরা পাকিস্তানের মডেলকে পছন্দ করেছি। আমার বিশ্বাস, বাংলাদেশের দর্শকরা তাকে পছন্দ করবেন। আমি তার চরিত্রটি নিয়ে ভীষণ আশাবাদী।’

আসিফ জানান, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু করবেন। এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ, গাজীপুরে শুটিং করবেন এই তরুণ নায়িকা। চলবে প্রায় দুই সপ্তাহ। নির্মাণের পাশাপাশি এর রচনা ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। প্রযোজনা করবেন আশা মাল্টিমিডিয়া ও বিগ ব্যাঙ মাল্টি মিডিয়া। ডিস্ট্রিবিউশনে থাকবেন জাজ মাল্টিমিডিয়া। ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে বলেও জানান নির্মাতা। 

এদিকে পাকিস্তানি এই মডেল ‘ছু লে আসমান’ নামে একটি সিনেমায় নাম লিখিয়েছেন। মডেলিংয়ে বেশি দেখা গেলেও এর আগে ‘হাম কাহা কে সোচে থে’, ‘খুদসার’সহ একাধিক টিভি সিরিজের মাধ্যমে তিনি পরিচিতি পেয়েছেন। ‘ফোর্স’ সিনেমায় জারার নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের ম্যাক দিদার। 

পাকিস্তানি মডেলকে খুঁজে পাওয়া প্রসঙ্গে পরিচালক বলেন, “পাকিস্তানি সিরিয়ালে জারার অভিনয় দেখে পছন্দ হয়। পরে ‘ফোর্স’ সিনেমার ৩০ সেকেন্ডের একটি লুক এই মডেলের সঙ্গে ভাগাভাগি করি। আমাদের অ্যাকশন লুক দেখেই জারা অবাক হয়ে যান। পরে তাকে সিনেমার চিত্রনাট্যসহ পুরো পরিকল্পনা পাঠাই। তিনি দেখে পছন্দ করেছেন। ব্যাটে-বলে মিলে যাওয়ায় আমরা কাজটি করছি।”

পরিচালক আসিফ ইকবাল জুয়েল এর আগেও ‘চোখ’ নামের একটি সিনেমা নির্মাণ করেছিলেন। 

/শাকিল  

অগ্নিযোদ্ধা ইরফান

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৯:৪৫ পিএম
অগ্নিযোদ্ধা ইরফান
ছবি: সংগৃহীত

এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। এবার দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন ফায়ার ফাইটার হিসেবে। জুবায়ের ইবনে বকরের রচনা ও পরিচালনায় নাটকের নাম ‘ফায়ার ফাইটার: এ সাইলেন্ট হিরো’। এতে ইরফান সাজ্জাদ একজন অগ্নিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন বলে জানালেন পরিচালক। 

জুবায়ের ইবনে বকর বলেন, ‘নাটকে একজন ফায়ার ফাইটার বা অগ্নিযোদ্ধা চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। গল্পে দেখা যাবে যে ইরফান নানা সমস্যার মধ্য দিয়ে তার জীবন পার করে। একটা মেয়েকে তিনি ভালোবাসেন, তার সঙ্গে একপর্যায়ে বিয়েও ঠিক হয়। কিন্তু দেশের প্রয়োজনে বিয়ের আগের দিন একটি অপারেশনে যেতে হয় ইরফানকে। সেখানে এই অগ্নিযোদ্ধার মৃত্যু হয়। পরবর্তী সময়ে তাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। একজন অগ্নিযোদ্ধার চরিত্রে ইরফান দুর্দান্ত অভিনয় করেছেন।’ 

এ সম্পর্কে ইরফান সাজ্জাদ বলেন, ‘ফায়ার ফাইটার কাজটি অনেক বছর ধরেই আমাদের করার কথা গল্পটা জুবায়ের ভাইয়ের। সত্যি বলতে কী সময় সুযোগ এবং বাজেট সবমিলিয়ে ব্যাটে বলে হচ্ছিল না বিধায় কাজটা করা হয়ে উঠছিল না। ফায়ার ব্রিগেড বা ফায়ার ফাইটার নিয়ে কাজ করতে বিগত ছয় মাসেরও বেশি সময় জুবায়ের ভাই অনেক সময় দিয়েছেন। কারণ স্ক্রিপ্ট দেখিয়ে অনুমতি নেওয়ার বিষয় রয়েছে।

সত্যি বলতে কী আমরা বিভিন্ন ধরনের গল্পই নাটকে দেখতে পাই। কিন্তু একজন ফায়ার ফাইটারের সত্যিকারের যে ত্যাগ তা ওঠে আসে না। এতে অভিনয়ের জন্য আমি আমার ওজন কমিয়েছি। একজন ফায়ার ফাইটার সম্পর্কে বিশদ জানার চেষ্টা করেছি। কীভাবে কী করতে হয় তা যথাযথভাবে জানার চেষ্টা করেছি। মূলকথা একদম আগুন নেভানোর ক্ষেত্রে একজন ফায়ার ফাইটার কতটা চ্যালেঞ্জ এবং আত্মত্যাগ নিয়ে কাজ করে তা তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’ 

তিনি আরও বলেন, ‘আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল। বলা যেতে পারে এটাও আমার একটা সিগনেচার ওয়ার্ক হিসেবে বিবেচিত হতে পারে আগামীতে।’ আগামী ঈদে ‘ফায়ার ফাইটার : এ সাইলেন্ট হিরো’ নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

উল্লেখ্য আগামী ঈদে ‘আযান’, ‘গ্যাংস্টার ব্রোস’, ‘সুখ নদীর ওপাড়ে’, ‘নিয়নের শহরে’সহ আরও বেশকিছু নাটকে দেখা যাবে ইরফান সাজ্জাজকে। এ ছাড়া হানিফ সংকেতের ঈদ নাটকেও দেখা যাবে তাকে।