
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। তার গাওয়া অসংখ্য গান জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে নিয়মিত তার কণ্ঠে নতুন নতুন গান প্রকাশিত হচ্ছে। স্টেজ শো’তেও ফিরেছেন আবারও নতুনভাবে তিনি। বলতে গেলে নতুন নতুন মৌলিক গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই জনপ্রিয় গায়িকা।
এদিকে ন্যানসির বড় মেয়ে রোদেলা। তিনিও এখন পুরোদস্তুর সংগীতশিল্পী। কারণ গত ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল রোদেলার কণ্ঠে ‘রাজকুমার’ শিরোনামের গান। প্রকাশের পরই শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে তার গায়কি। এরপর ফেসবুক লাইভে রোদেলার গাওয়া রাজকুমার গানটি গেয়ে শুনিয়েছেন ন্যানসি। মা-মেয়ের গানের এই রসায়ন দেশের সংগীতাঙ্গনে বেশ আলোচিত হয়েছে। শ্রোতা-ভক্তদের কাছেও রোদেলা পরিচিত পাচ্ছে গানের কারণে। মাঝেমধ্যেই বিভিন্ন গান কাভার করে ফেসবুকে প্রকাশ করেন ন্যানসি কন্যা রোদেলা।
রোদেলা গানের চর্চার পাশাপাশি নাচেও তালিম নিয়েছেন। আগ্রহ আছে অভিনয় ও মডেলিংয়ে। সেই আগ্রহ থেকেই প্রথমবারের মতো মডেল হলেন রোদেলা। আর সেটা মা ন্যানসির গাওয়া গানে। ইব্রাহিম মাহাদির পরিচালনায় ন্যানসির গাওয়া ‘তোমারই আছি’ গানের ভিডিওতে দেখা যাবে রোদেলাকে। মডেল হওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওর সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন রোদেলা।
এ সম্পর্কে ন্যানসি বলেন, ‘মিউজিক ভিডিওর পরিকল্পনা এসেছে রোদেলা ও ইব্রাহিম মাহাদির কাছ থেকেই। মাহাদি আমার ছোটবেলার বন্ধু। মামা-ভাগ্নি মিলে দুইজনের উদ্যোগেই ভিডিওটি তৈরি হয়েছে। ভিডিওতে আমাকে দেখা যাবে না। আমার কণ্ঠ শোনা যাবে আর দেখা যাবে রোদেলাকে। এ ছাড়া তারকা শিল্পীদের নিয়ে ভালোমানের একটি ভিডিও তৈরি করাও বেশ ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে রোদেলা ও মাহাদি গানটির ভিডিও করার উদ্যোগ নেয়। তাদের উদ্যোগ পছন্দ হওয়ায় ভিডিওটি তৈরি করা হয়েছে।’
ন্যানসি আরও বলেন, ‘রোদেলা চতুর্মুখী কাজ করতে পছন্দ করে। সে গান, নাচ, অভিনয় ও নির্মাণ- সবগুলোতে বেশ আগ্রহী ও মনোযোগী। তবে রোদেলার এই কাজটি দর্শক কীভাবে নেন, সেটার জন্যই অপেক্ষায় আছি। এ জন্য কিছুটা চাপও আছে। দর্শক রোদেলাকে ভালোভাবে গ্রহণ করলে মা হিসেবে আমি আনন্দিত হব।’
গানের কথা লিখেছেন গুঞ্জন রহমান। ‘তোমারই আছি’ এ গানের কম্পোজিশন, মিক্স ও মাস্টারিং করেছেন হৃদয় খান। চলতি মাসে ন্যানসির ইউটিউব চ্যানেল থেকে গান ও ভিডিওটি প্রকাশ পাবে।
/আবরার জাহিন