
দেশের আলোচিত নাট্যদল প্রাচ্যনাট। আগামী ২১ ফেব্রুয়ারি ২৯ বছরে পদার্পণ করছে জনপ্রিয় এই দলটি। ২৯ বছরে পদার্পণ উপলক্ষে প্রাচ্যনাট আয়োজন করেছে মাসব্যাপী নানা আয়োজন। এই আয়োজনের উদ্বোধন হয়েছে গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
মাসব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিনে আজ ৭ ফেব্রুয়ারি প্রাচ্যনাট মহড়া কক্ষে থাকছে নাটক ‘রিড ইন দ্য নেম অব মাই ডেথ’। নাটকটির মূলভাবনা : আজাদ আবুল কালাম। রচনা ও নির্দেশনা দিয়েছেন আহমাদ সাকী। নাটকটিতে একক অভিনয় করেছেন আহমাদ সাকী। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম এবং সন্ধ্যা ৭টায় নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হবে।
২৪-এর গণঅভ্যুত্থানে জীবনের ঊর্ধ্বে চলে যাওয়া সাত দুর্ভাগা মানুষের গল্প এটি। আবু সাঈদ, মুগ্ধ, তাইম, রিয়া, নাফিস, সামির ও আনাস মৃত্যুর পর তাদের না বলা কথাগুলো বলে চলে, তাদের আশা-আকাঙ্ক্ষার কল্পিত বয়ানে মানুষের মৃত্যুর ভয়াবহতা ওঠে আসে। যে বিশ্বাস আর লক্ষ্য নিয়ে তারা নিজের জীবনকে তুচ্ছ ভেবে সুন্দর দেশের স্বপ্নে বিভোর হয়েছিল, তাদের সেসব স্বপ্নই যেন এই নাটকে ওঠে এসেছে।
নাটকের নির্দেশন আহমাদ সাকী বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের সবচেয়ে ভয়াবহ দিক আমার কাছে মৃত্যু। যে অবিরল ধারায় নিরপরাধ মানুষ মরেছে তা আমাকে ভীষণ নাড়া দিয়েছে। নরকের উদাহরণ হয়ে সেসব মৃত্যুদৃশ্য, ধ্বংসযজ্ঞ আমাকে এখনো তাড়া করে। পরম পূজনীয় সেসব গত হওয়া জীবনের প্রতি গভীর শ্রদ্ধা রেখে তাদের অব্যক্ত গল্পগুলো বলতেই আমার এই প্রয়াস। শ্রদ্ধেয় আজাদ আবুল কালামের দেখা ইমেজের সূত্র ধরেই সে পথে হাঁটার চেষ্টা করেছি আমি। শোক ও দুঃখে জর্জরিত এই দেশে মানুষের মূল্য সর্বনিম্ন। আর যে হাঁটে তা বিকোয়, তা মানুষেরই হাত! অথচ, মানুষের খুব প্রয়োজন মানুষের!
/আবরার জাহিন