
বলিউডে স্বজনপ্রীতি নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। সমালোচনার পরও অনেক প্রতিভাবান তারকাই ইন্ডাস্ট্রিতে নিজ যোগ্যতায় জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। তেমনি এবার আরও এক ‘স্টারকিড’র অভিষেক দেখতে যাচ্ছে বলিউড। শাওনা গৌতমের পরিচালনায় ‘নাদানিয়ান’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক করতে যাচ্ছেন সাইফ আলী খানের বড় ছেলে ইব্রাহিম আলী খান। তার বিপরীতে অভিনয় করেছেন আরেক ‘স্টারকিড’ শ্রীদেবী কন্যা খুশি কাপুর।
ইব্রাহিমের এটি প্রথম ছবি হলেও খুশি কাপুরের জন্য এটি ক্যারিয়ারের চতুর্থ সিনেমা। ‘নাদানিয়ান’ সিনেমাটি প্রযোজনা করছে করণ জোহরের ধর্ম প্রোডাকশনস। জীবনের প্রথম প্রেমের ক্ষেত্রে আবেগ এবং কী প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়, সেসব নিয়েই ছবিটির গল্প। বিপরীত মেরুর দুইজন তরুণ-তরুণীকে নিয়ে এগিয়ে গেছে সিনেমার কাহিনি। যেখানে পিয়া (খুশি কাপুর) দক্ষিণ দিল্লির একজন আত্মবিশ্বাসী মেয়ে। অন্যদিকে, অর্জুন (ইব্রাহিম আলী খান) নয়ডার একজন দৃঢ়প্রতিজ্ঞ ছেলে। এখানে তারা কীভাবে তাদের চ্যালেঞ্জগুলো পাশ কাটিয়ে গভীর সম্পর্ক গড়ে তোলে, সেটাই সিনেমায় দেখা যাবে।
ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ প্রকাশ করেননি প্রযোজনা প্রতিষ্ঠান। আশা করা হচ্ছে, আগামী মাসে নেটফ্লিক্সে ছবিটির প্রিমিয়ার হবে। যদিও ছবির কোনো ট্রেলার বা টিজার প্রকাশ পায়নি। তবে ইতোমধ্যেই ‘ইশক মে’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। তরুণ-তরুণীর প্রেমের এই গল্প নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইব্রাহিম আলী খান ও খুশি কাপুর। এ ছাড়া মহিমা চৌধুরী, সুনীল শেঠি, দিয়া মির্জা, জুগাল হংসরাজসহ একঝাঁক তারকা অভিনয় করেছেন।
/আবরার জাহিন