
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের অভিষেক হয়েছিল শাহরুখ খানের বিপরীতে ব্লকবাস্টার ‘ওম শান্তি ওম’ সিনেমার মধ্য দিয়ে। এরপর থেকে ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই তারকা। বর্তমানে সর্বোচ্চ আয় করা বলিউড অভিনেত্রী তিনি। এই অবস্থানের কারণ হিসেবে তার অভিষেক সিনেমায় যুগান্তকারী অভিনয়ই আসল কারণ বলে মনে করেন অনেকে।
অথচ ‘ওম শান্তি ওম’ সিনেমায় দীপিকার অভিষেক হওয়ার কথাই নাকি ছিল না। ফারাহ খানের পরিচালনায় ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় আত্মপ্রকাশ করার কথা ছিল এই অভিনেত্রীর। কিন্তু অভিনেতা শাহরুখ এই ছবিটির প্রথম চিত্রনাট্য পড়ে সেটা প্রত্যাখ্যান করে দিলে বাধ্য হয়েই তখন ‘ওম শান্তি ওম’-এর শুটিং শুরু করেন ছবির পরিচালক। পরবর্তী সময়ে এটিই সর্বকালের অন্যতম আইকনিক বলিউড সিনেমায় পরিণত হয়।
অনুপমা চোপড়ার সঙ্গে এক সাক্ষাৎকারে ‘ওম শান্তি ওম’ ছবির পরিচালক ফারাহ খান বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। সেখানে তিনি জানান, ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার কাজ শুরু করা হয়েছিল ২০০৬ সালে। সিনেমার প্রধান চরিত্রে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু শাহরুখের ছবির গল্প পছন্দ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য এটির শুটিং বন্ধ রাখা হয়। তাই হাতে থাকা অন্য একটি সিনেমার কাজ শুরু করেন এই নির্মাতা।
‘ওম শান্তি ওম’ শিরোনামের এই ছবিতেও শাহরুখ ও দীপিকাকে মূল চরিত্রের জন্য বেছে নিয়েছিলেন পরিচালক ফারাহ খান। ফলে এটিই হয়ে যায় দীপিকার ক্যারিয়ারের প্রথম সিনেমা। ছবিটি দর্শক হৃদয় জয় করে বক্স অফিসে ব্লকবাস্টারের তকমা পায় এবং এখনো এই সিনেমাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলিউড অভিষেক হিসেবে বিবেচনা করা হয়।
কলি