ঢাকা ১ চৈত্র ১৪৩১, শনিবার, ১৫ মার্চ ২০২৫
English

গানে অভিনয়েই এগিয়ে যেতে চান বন্নি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৯ পিএম
গানে অভিনয়েই এগিয়ে যেতে চান বন্নি
ছবি সংগৃহীত

গত বছর যতগুলো খণ্ড নাটক প্রচারে এসেছে, তার মধ্যে আলোচিত একটি নাটক জাহিদ প্রীতম পরিচালিত ‘তিলোত্তমা’ নাটকটি। এই নাটকে জয়ী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন কুষ্টিয়ার মেয়ে বন্নি হাসান। নাটকে বন্নি তার নিজের কণ্ঠে গান গেয়েও বেশ প্রশংসিত হয়েছিলেন।

'তিলোত্তমা' খ্যাত সেই বন্নি শুধু যে অভিনয়ই করে যেতে চান, এমনটি নয়। বন্নি গানে এবং অভিনয়ে সমানতালে এগিয়ে যেতে চান। ছোটবেলায় বন্নি গান শিখেছেন তৃপ্তি মহন মল্লিকের কাছে তিন বছর। এর পর আরও দুই বছর গান শিখেছেন রোজ বাবুর কাছে। মেহেরপুরে বন্নি নাচেরও তালিম নিয়েছেন। কৈশোরে গল্পের বই পড়তে ভালো লাগত বন্নির। গল্পের বই পড়ে পড়ে তার অনুভবটা এমন হতো যে তিনি তা তার চোখের সামনে দেখতে পাচ্ছেন। সেখান থেকেই একটা সময় তার শখ হলো অভিনয় করার। 

এসএসসি পরীক্ষার আগেই বন্নি অভিনয় করেন প্রথম এম শুভ’র পরিচালনায় ‘লাভ লিংক’ নাটকে। এর পর বন্নি ‘দমে দমে’সহ আরও কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন। 

অভিনয়ে ফেরেন তিনি মাহমুদ মাহিনের ‘লাকি’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। এর পর মাইদুল রাকিবের ‘আম্মাজান’ নাটকে অভিনয় করেন। বন্নি আদনান আল রাজীব পরিচালিত ‘ইউটিউমার’ ওয়েব ফিল্মে প্লে-ব্যাক করেছেন। যেহেতু তিনটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন, প্লে-ব্যাক করেছেন এবং যথারীতি গানেও তার তালিম নেওয়া আছে।

/ তাসনিম তাজিন

 

ফিরছেন ‘অ্যালেন স্বপন’

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ১২:২৪ পিএম
ফিরছেন ‘অ্যালেন স্বপন’
ছবি: সংগৃহীত

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’। এর একটি চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার বেশ কিছু সংলাপ এবং অসাধারন অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে অ্যালেন স্বপন চরিত্রটি। পরে ২০২৩ সালে অ্যালেন স্বপনের কাহিনী নিয়ে তৈরি হয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজ। সেটি সাড়া ফেলেছিল সব শ্রেণির দর্শকমহলে।

এর পর থেকে এই সিরিজের মূখ্য ভুমিকায় অভিনয় করা নাসির উদ্দিন খান অ্যালেন স্বপন হিসেবে সবার কাছে খ্যাতি ও পরিচিতি লাভ করেন। 

এবার এরই ধারাবাহিকতায় মাইশেলফ 'অ্যালেন স্বপন' সিরিজের সিজন ২ নিয়ে আসছেন সিরিজটির পরিচালক শিহাব শাহীন। যাতে আরও ভয়ংকর রুপে ফিরছেন অ্যালেন স্বপন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মোশন পোস্টারের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে দ্বিতীয় সিজনের।

পোস্টারে দেখা যায় টাকার স্তুপের মধ্যে দাঁড়িয়ে আছেন অ্যালেন স্বপন একটু পর লেখা ভেসে আসে ৪০০ কোটি টাকা কোথায়?, কার কাছে লুকানো?

এটি দেখেই হইচই পড়ে গেছে অ্যালেন স্বপনের ভক্তসহ দর্শকমহলে। অপেক্ষা শুরু হয়েছে অ্যালেন স্বপনের নতুন অভিযানের সঙ্গী হওয়ার।

এর আগে নাসির উদ্দিন খান ও রাফিয়াথ রশিদ মিথিলা অভিনিত চট্টগ্রামের মাদক ব্যবসা ও মানি লন্ডারিং নিয়ে নির্মিত মাইশেলফ অ্যালেন স্বপন সিরিজটিতে কিছু রহস্য রেখে শেষ করা হয়েছিল। সিজন ২ তে হয়ত সেসব রহস্যের সমাধান করা হবে।

এ ছাড়া সিরিজটিতে যুক্ত হতে পারে নতুন কিছু অভিনয় শিল্পী।

আসন্ন ইদুল ফিতরে মুক্তি পাবে দর্শকদের অপেক্ষায় রাখা সিরিজটি।

মেহেদী/

‘কান’-এ অভিষেকের অপেক্ষায় আলিয়া

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:৪৫ পিএম
‘কান’-এ অভিষেকের অপেক্ষায় আলিয়া
ছবি: সংগৃহীত

২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে অভিষেক করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এর আগে মর্যাদাপূর্ণ এই উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, অনুশকা শর্মা, সোনম কাপুরের মতো তারকারাও লাল গালিচায় হেঁটেছেন। এবার এ তালিকায় নিজের নাম তুলতে যাচ্ছেন আলিয়া। সম্প্রতি জন্মদিন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিনেত্রী আসন্ন কানে তিনি আত্মপ্রকাশ করবেন বলে জানিয়েছিলেন। 

কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম এই আসরটি ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটির মনোনয়ন এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে। অভিনয়ের মাধ্যমে বরাবরের মতো দর্শকপ্রিয় এ তারকা এবার কানে অভিষেক করে তার মুকুটে আরও একটি পালক যোগ করতে প্রস্তুত। 

অবশ্য আলিয়ার আগে বেশ কয়েকজন ভারতীয় কানে অংশ নিয়ে সম্মানজনক খেতাবও জিতেছেন। এই যেমন, সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ২০০২ সালে তার অভিষেকের পর থেকে চলচ্চিত্র উৎসবটিতে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। দীপিকাও ২০১০ সাল থেকে কানের লাল গালিচায় নিয়মিত তার সৌন্দর্য পরিবেশন করে আসছেন। এ ছাড়া সোনম, প্রিয়াঙ্কা এবং অনুশকাও এই তালিকায় আছেন। 

গত বছর পায়েল কাপাডিয়া তার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার জন্য ‘গ্র্যান্ড পিক্স’ জিতেছিলেন। এ ছাড়া ‘দ্য শেমলেস’ চলচ্চিত্রের জন্য অনসূয়া সেনগুপ্ত প্রথম ভারতীয় হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। আর গত বছর পুনের এফটিআইআই-এর চিদানন্দ এস নায়ারের তৈরি ‘সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লা সিনেফ’ পুরস্কার লাভ করেছিল। 

বর্তমানে আলিয়ার হাতে বেশকিছু সিনেমার কাজ রয়েছে। শেষবার তাকে বেদাং রায়নার সঙ্গে ‘জিগরা’ ছবিতে দেখা গিয়েছিল। আর এখন তিনি সঞ্জয়লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির জন্য নিজেকে প্রস্তুতি করছেন। যশরাজ ফিল্মসের আসন্ন ‘আলফা’ ছবিতেও অভিনয় করবেন রনবীরপত্নী। 

/শাকিল  

নাচে গানে অন্যরকম ঈদ ইত্যাদি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:৫৫ এএম
নাচে গানে অন্যরকম ঈদ ইত্যাদি
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এই ম্যাগাজিন অনুষ্ঠান মানেই বিশেষ চমক। প্রতি পর্বেই থাকে নতুন কিছু। শুরু থেকে মানের দিক থেকেও বিন্দুমাত্র ছাড় দেননি নির্মাতা। নাচে, গানে ও নানামুখী আয়োজনে সাজানো হয়েছে এবারের ঈদ ইত্যাদি। যে ইত্যাদিতে থাকবে কয়েকটি বিশেষ চমক। 

এবারের আয়োজনটিতে একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন রয়েছে। আর এই নাচটিতে অংশগ্রহণ করেছেন এই সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী সাফা কবির, সামিরা খান মাহি, পারসা ইভানা ও সাদিয়া। তাদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। 

নাচে অংশ নেওয়া জনপ্রিয় মডেল অভিনেত্রী সাফা কবির বলেন, ‘ইত্যাদি সবারই প্রিয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান দেখে দেখে আমরা বড় হয়েছে। এখন এসে এই আবার পারফর্ম করার সুযোগ পেলাম, এটা ভাবতেই ভালো লাগছে। নাচের কোরিওগ্রাফি দারুণ হয়েছে। আমার বিশ্বাস ইত্যাদির এবারের আয়োজনটি দর্শকদের মুগ্ধ করবে। আমি ভীষণ আশাবাদী।’ 

পারসা ইভানা বলেন, ‘এটি আমার জন্য দারুণ একটি সুযোগ। ইত্যাদি সব ধরনের দর্শকদের প্রাণের অনুষ্ঠান। আমি পারফর্ম করতে পেরে আনন্দিত। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।’ 

ইত্যাদির ঈদ অনুষ্ঠানের নাচটি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে করা হয়েছে। সময়ের জনপ্রিয় তারকারা এতে অংশগ্রহণ করে থাকেন। নৃত্যশিল্পী না হলেও নৃত্যজ্ঞান আছে এমন জনপ্রিয় শিল্পীদেরও প্রশিক্ষণের মাধ্যমে নৃত্য করানো হয়। 

ফাগুন অডিও ভিশন জানায়, সবসময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত ইত্যাদির নাচগুলোকে তার চাইতে একটু ব্যতিক্রমী করতে চেষ্টা করা হয়। নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়া দিয়েছেন। অংশগ্রহণকারী সবাই ছিলেন নাচটির ব্যাপারে খুবই আন্তরিক। 

এ ধরনের নৃত্য পরিবেশন করতে পেরে শিল্পীরাও আনন্দিত। নৃত্যশিল্পীরাও নেচেছেন দুর্দান্ত। যে কারণে সবকিছু মিলিয়ে বলা যায়- এবারে ঈদের ইত্যাদির এই নাচটি হবে অসাধারণ। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ। 

এবারের নাচের মিউজিকটিতে রয়েছে ক্লাসিক্যাল, ফোক, অ্যারাবিক ও আধুনিক কম্পোজিশানের সংমিশ্রণ। মিউজিকে যেমন নতুনত্ব রয়েছে তেমনি নাচের কম্পোজিশনেও রয়েছে বৈচিত্র্য। 

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। 

/শাকিল  

৬০ বছরে নতুন প্রেমে আমির

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৪:৫১ পিএম
আপডেট: ১৪ মার্চ ২০২৫, ০৪:৫২ পিএম
৬০ বছরে নতুন প্রেমে আমির
ছবি: সংগৃহীত

বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট হিসেবে পরিচিত অভিনেতা আমির খান। গতকাল (১৪ মার্চ) এ তারকা ৬০ বছর বয়স পূর্ণ করলেন। জন্মদিন উপলক্ষ্যে গত বুধবার নিজ বাড়িতে ঘরোয়াভাবে উদযাপনের ব্যবস্থা করেছিলেন এ অভিনেতা। আর সেখানে তার পরিবার ছাড়াও আমিরের নতুন প্রেমিকা গৌরী স্প্রাটও উপস্থিত ছিলেন। 

গণমাধ্যমের সামনে নিজের থেকে ১৪ বছরের ছোট গৌরিকে পরিচয় করিয়ে দেন তিনি। যদিও সংবাদকর্মীদের উদ্দেশ্যে আমিরের অনুরোধ ছিল তারা যেন গৌরীর গোপনীয়তার বিষয়টি বিবেচনা করে কোনপ্রকার ছবি না তোলেন। জানা যায়, লগান’খ্যাত এ অভিনেতার প্রেমিকা মূলত একজন অ্যাংলো ইন্ডিয়ান। তার বাবা আদতে একজন তামিল-ব্রিটিশ আর মা পাঞ্জাবি-আইরিশ। তবে নিজেকে ভারতীয় হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

গত দেড় বছর ধরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও তাদের পরিচয় হয়েছিল ২৫ বছর আগে। আমির খান তার ছোট বোনের মাধ্যমে প্রথম গৌরী স্প্রাটের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। লন্ডন থেকে পড়াশোনা শেষ করার পর বর্তমানে তিনি আমির খানের প্রযোজনা সংস্থায় কাজ করছেন।

এখন পর্যন্ত আমির মোট দু’বার বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রীর নাম রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। ২০০৫ সালে কিরণকে বিয়ে করার পর ২০২১ সালে এসে বিচ্ছেদের ঘোষণা দেন। আমিরের আগের দুই সংসারে মোট তিনটি সন্তান রয়েছে। বর্তমানে গৌরী এবং তার ছয় বছর বয়সী একমাত্র ছেলেকে নিয়ে একসাথেই থাকছেন এ অভিনেতা। 

প্রসঙ্গত, গৌরী স্প্রাটকে আমির খানের পরিবার এবং সন্তানেরাও বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি। 

/শাকিল  

আসছে জয়ার ‘জিম্মি’

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১১:৩০ এএম
আসছে জয়ার ‘জিম্মি’
ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ক্যারিয়ারের প্রথমবার নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় অভিনয় করেছেন। তবে সিনেমা নয়, এটি একটি ওয়েব সিরিজ। এর নাম ‘জিম্মি’। শুধু তাই নয়, কোনো ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে প্রথম অভিনয় করেছেন জয়া। ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৮ মার্চ ‘জিম্মি’ আসছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে। 

‘জিম্মি’ সিরিজ সম্পর্কে জয়া বলেন, “আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সব সময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। ‘জিম্মি’র ক্ষেত্রে এগুলো মিলে গিয়েছিল। সেই সঙ্গে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হইচই-এর সঙ্গে। মুক্তি পাবে ঈদে। সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের। আমার বিশ্বাস, দর্শকদেরও ভালো লাগবে।”

‘মহানগর’, ‘সাবরিনা’র মতো জনপ্রিয় ওয়েব সিরিজের পর আবারও ‘জিম্মি’ নিয়ে দর্শকদের সামনে আসছেন নির্মাতা আশফাক নিপুণ। 
নতুন সিরিজ নিয়ে তিনি বলেন, ‘জিম্মি নির্মাণের মাধ্যমে নতুন গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এটুকু বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে।’ 

/শাকিল