
গত বছর যতগুলো খণ্ড নাটক প্রচারে এসেছে, তার মধ্যে আলোচিত একটি নাটক জাহিদ প্রীতম পরিচালিত ‘তিলোত্তমা’ নাটকটি। এই নাটকে জয়ী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন কুষ্টিয়ার মেয়ে বন্নি হাসান। নাটকে বন্নি তার নিজের কণ্ঠে গান গেয়েও বেশ প্রশংসিত হয়েছিলেন।
'তিলোত্তমা' খ্যাত সেই বন্নি শুধু যে অভিনয়ই করে যেতে চান, এমনটি নয়। বন্নি গানে এবং অভিনয়ে সমানতালে এগিয়ে যেতে চান। ছোটবেলায় বন্নি গান শিখেছেন তৃপ্তি মহন মল্লিকের কাছে তিন বছর। এর পর আরও দুই বছর গান শিখেছেন রোজ বাবুর কাছে। মেহেরপুরে বন্নি নাচেরও তালিম নিয়েছেন। কৈশোরে গল্পের বই পড়তে ভালো লাগত বন্নির। গল্পের বই পড়ে পড়ে তার অনুভবটা এমন হতো যে তিনি তা তার চোখের সামনে দেখতে পাচ্ছেন। সেখান থেকেই একটা সময় তার শখ হলো অভিনয় করার।
এসএসসি পরীক্ষার আগেই বন্নি অভিনয় করেন প্রথম এম শুভ’র পরিচালনায় ‘লাভ লিংক’ নাটকে। এর পর বন্নি ‘দমে দমে’সহ আরও কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন।
অভিনয়ে ফেরেন তিনি মাহমুদ মাহিনের ‘লাকি’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। এর পর মাইদুল রাকিবের ‘আম্মাজান’ নাটকে অভিনয় করেন। বন্নি আদনান আল রাজীব পরিচালিত ‘ইউটিউমার’ ওয়েব ফিল্মে প্লে-ব্যাক করেছেন। যেহেতু তিনটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন, প্লে-ব্যাক করেছেন এবং যথারীতি গানেও তার তালিম নেওয়া আছে।
/ তাসনিম তাজিন