ঢাকা ২ চৈত্র ১৪৩১, রোববার, ১৬ মার্চ ২০২৫
English

আজ ঢাবিতে গাইবেন জেমস

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০ এএম
আজ ঢাবিতে গাইবেন জেমস
রকস্টার মাহফুজ আনাম জেমস। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’। গত ১১ ফেব্রুয়ারি থেকে এ উৎসব শুরু হয়। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে এই উৎসব আয়োজন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আয়োজনের শেষদিন আজ (বৃহস্পতিবার) কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দক্ষিণ এশিয়ার বিখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউল। তাদের সঙ্গে কনসার্টে গাইবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। আয়োজকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, পুরো কনসার্টটি থাকবে উন্মুক্ত। কোনো টিকিট লাগবে না। ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর থেকে। সাড়ে ৬টায় মঞ্চে আসবেন শিল্পীরা। চলবে মধ্যরাত পর্যন্ত।

এই আয়োজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গণমাধ্যমকে বলেন, ‘সবার মধ্যে ঐক্য থাকলেই সমাজ পরিবর্তন সম্ভব। দেশকে ঘিরে অনেকবার ষড়যন্ত্র হয়েছে। তারুণ্যের শক্তিকে ব্যবহার করে প্রতিবারই এ দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। দেশের ডাকে সাড়া দিয়ে তারুণ্যের সর্বজনীন শক্তি জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে জাতিকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আমাদের আর পেছনে ফেরার সুযোগ নেই। দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়।’ তিনি তরুণদের এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

/আবরার জাহিন

প্রকাশ পাচ্ছে উইল স্মিথের গানের অ্যালবাম

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৮ পিএম
আপডেট: ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৮ পিএম
প্রকাশ পাচ্ছে উইল স্মিথের গানের অ্যালবাম
ছবি: সংগৃহীত

বহুগুণে গুণান্বিত আমেরিকান অভিনেতা উইল স্মিথ। অভিনেতা হিসেবে বিশ্বজুড়ে খ্যাতিমান এই অভিনেত যে একাধারে প্রযোজক এবং র‌্যাপার এটা হয়তো খুব বেশি মানুষ জানে না। 

এবার নিজের গানের প্রতিভা জানান দিতে আগামী ২৮ মার্চ গানের দ্বিতীয় অ্যালবাম মুক্তি দিতে যাচ্ছেন জনপ্রিয় এ মার্কিন অভিনেতা। গত ১৪ মার্চ এই ঘোষণা দেন ‘মেন ইন ব্ল্যাক’খ্যাত এই তারকা। পূর্ণদৈর্ঘ্য এ অ্যালবামটির নাম ‘বেজড অন আ ট্রু স্টোরি।’ 

অ্যালবামে তার সহযোগী হিসেবে আরও আছেন ডিজে জ্যাজি জেফ, টেয়ানা টেলর এবং জ্যাক রস। নিজের ইন্সটাগ্রাম একাউন্টে অ্যালবামের কভার শেয়ার করে স্মিথ লিখেছেন, ‘আর মাত্র দুই সপ্তাহ বাকি। আমার নতুন অ্যালবাম বেজড অন আ ট্রু স্টোরি ২৮ মার্চ মুক্তি পাচ্ছে। এটা আনুষ্ঠানিক ঘোষণা। আপনাদের সবার কাছে এটা পৌঁছে দিতে আমি উন্মুখ হয়ে আছি।’ 

উল্লেখ্য, উইল স্মিথ ২০০৫ সালের মার্চ মাসে তার গানের প্রথম অ্যালবাম ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ প্রকাশ করেছিলেন। 

/শাকিল  

হাসপাতালে ভর্তি এ আর রহমান

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০১:২৯ পিএম
আপডেট: ১৬ মার্চ ২০২৫, ০৬:৩৪ পিএম
হাসপাতালে ভর্তি এ আর রহমান
অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। ছবি: সংগৃহীত

হঠাৎ বুকে ব্যথা নিয়ে অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (১৬ মার্চ) সকালে তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে,  সম্প্রতি লন্ডন সফরে গিয়েছিলেন এ আর রাহমান। সেখান থেকে ফেরার পরই অসুস্থ বোধ করেন তিনি। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। তার শরীরে এনজিওগ্রাম করার প্রক্রিয়া চলছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

ধারণা করা হচ্ছে, রোজা রেখে দীর্ঘ পথযাত্রার ধকলে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

চিকিৎসকেরা জানিয়েছেন, ডিহাইড্রেশনে ভুগছেন এ আর রহমান। তবে তিনি বর্তমানে ভালো আছেন এবং শিগগিরই বাড়ি ফিরতে পারবেন।

মেহেদী/

সত্যিটা কি বের করতে পারবেন মোশাররফ?

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৫৩ এএম
আপডেট: ১৬ মার্চ ২০২৫, ০৩:০৮ পিএম
সত্যিটা কি বের করতে পারবেন মোশাররফ?
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

'তোর মত প্রত্যেকটা মাল আইসাই কয় যে জানিনা কিছু, কিন্তু শেষ পর্যন্ত সত্যিটা আমরা বাইর করি' হ্যাঁ এটাই ছিলো মোশাররফ করিমের ঈদের সিনেমা 'চক্কর ৩০২' এর টিজারের শেষ সংলাপ।

গতকাল শনিবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পায় টিজারটি।

টিজারে দেখা যায় সিনেমাতে মোশাররফ করিম ধরা দেবেন গোয়েন্দা (ডিবি) পুলিশ হয়ে।

টানটান উত্তেজনাময় ব্যাকগ্রাউন্ড মিউজিকের সংগে ১ মিনিট ১৬ সেকেন্ডের টিজারের পুরোটাতেই ছিল রহস্যের গন্ধ। এ ছাড়া রয়েছে মোশাররফ করিমের অসাধারন অভিনয়ের এক ঝলক।

বোঝা গেছে মার্ডার মিস্ট্রি ঘরানার হবে সিনেমাটি। মোশাররফ করিমকে দেখা যাবে হত্যা রহস্য উদঘাটনে।

সরকারি অনুদানে নির্মিত  সিনেমাটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। সিনেমায় তাকে মোশাররফ  করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

এ ছাড়া রয়েছেন জনপ্রিয় ও গুণী অভিনেতা সুমন আনোয়ার।

সাধারণত এ ধরনের সিনেমা আমরা ভারতের সাউথ ইন্ড্রাস্টিতে দেখে থাকি। সেখানে এই ঘরানার সিনেমাই সফল। বর্তমানে বাংলাদেশে এই ঘরানার সিনেমা তৈরি হলেও তেমন সফল হতে পারেনি। 

তবে আশা করা যায় জনপ্রিয় নাট্যাভিনেতা শরাফ আহমেদ জীবন পরিচালিত ও মোশাররফ করিম অভিনিত চক্কর ৩২০ সিনেমাটি সাড়া জাগাবে দর্শকমহলে। 

আসন্ন রমজানের ঈদে সিনেমাহলে মুক্তি পাবে সিনেমাটি।

মেহেদী/

ঈদে আসছে সাগর দেওয়ানের গান

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৫০ এএম
ঈদে আসছে সাগর দেওয়ানের গান
ছবি: সংগৃহীত

সাগর দেওয়ান। উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিবার দেওয়ান বংশের চতুর্থ প্রজন্মের শিল্পী। গানের প্রথম সুর মায়ের কাছে। এর পর বড়ভাই আরিফ দেওয়ানের সান্নিধ্য। মূলত বিখ্যাত বাউল সাধক আরিফ দেওয়ানের মাধ্যমেই সংগীতভুবনে প্রবেশ। সুর আর গায়কি ঢঙে আরিফ দেওয়ানের প্রভাব শৈশব থেকেই।

তার বয়সের যে ফ্রেম, তা ছাপিয়ে গেছেন সুরের ফ্রেমে। গানে গানে ছড়াচ্ছেন জ্যোতি। এরই ধারাবাহিকতায় সাগর দেওয়ানের কণ্ঠে উঠে এলো ‘প্রেম সাগর’ শিরোনামের আরও আধ্যাত্মিক গান। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন কণ্ঠশিল্পী জিসান খান শুভ। 

এই দুই তরুণ তুর্কির গানে সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। আর কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানটি নিয়ে সাগর দেওয়ান জানালেন, ‘দেওয়ান পরিবারের সন্তান আমি। আমাদের পরিবারে সুফিবাদের চর্চা হয়ে আসছে প্রায় ২শ বছর ধরে। সুফিবাদ আর বাউলের যে মেলবন্ধন, তা খুব কাছ থেকে দেখেছি। চেষ্টা করছি এই ধারাতেই নিজেকে রাঙাতে। ‘প্রেম সাগর’ গানটিও এর ব্যতিক্রম নয়। আশা করছি শ্রোতাদের অন্য হৃদয়ের পাঁজর স্পর্শ করবে।’ 

/শাকিল  

প্রিয়াঙ্কার ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তন

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৭:৪৪ পিএম
প্রিয়াঙ্কার ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তন
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার সবচেয়ে দূরদর্শী চলচ্চিত্র পরিচালক হিসেবে খ্যাতি রয়েছে এসএস রাজামৌলির। এমনকি গত কয়েক বছরে দক্ষিণ ভারত ছাড়িয়ে গোটা ভারতেই এ নির্মাতার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। ‘মাগাধীরা’, ‘বাহুবলী,’ ‘আরআরআর’-এর মতো সিনেমার পরিচালক রাজামৌলি এবার তার নতুন সিনেমার কাজ শুরু করেছেন। আর এ সিনেমার মধ্য দিয়েই দীর্ঘ বিরতির পর ভারতীয় চলচ্চিত্রে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন ‘দেশি গার্ল’খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। 

‘এসএসএমবি ২৯’ শিরোনামের এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মহেশ বাবু এবং প্রতিপক্ষের ভূমিকায় পৃথ্বীরাজ সুকুমারানকে দেখা যাবে। প্রধান নারী চরিত্রে শিগগিরই শুটিংয়ে অংশ নেবেন প্রিয়াঙ্কা। মহাকাব্যিক জঙ্গলের রোমাঞ্চ এবং ভারতের পৌরাণিক ইতিহাসের উপাদানগুলো ছবিটিতে ফুটিয়ে তোলা হবে। 

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, ছবির মূল কাহিনি আধ্যাত্মিক শহর কাশীতে ফুটিয়ে তোলা হবে। বিভিন্ন চ্যালেঞ্জের কারণে সিনেমার নির্মাতা হায়দ্রাবাদে শিবের এই প্রাচীন ভূমিকে সেট হিসেবে পুনর্নির্মাণ করেছেন। এই ছবির গল্প ঐতিহাসিক কাশীর সঙ্গে গভীরভাবে জড়িত বলে জানা গেছে। একটি সূত্র জানিয়েছে, ‘কাশী কেবল একটি পটভূমি নয়, এটি চলচ্চিত্রের ঐতিহাসিক একটি চরিত্রও বটে।’ রাজামৌলি ছবিটিকে একটি হাইব্রিড পদ্ধতিতে ধারণ করার পরিকল্পনা করেছেন। 

মহেশ বাবু এবং পৃথ্বীরাজ ইতোমধ্যেই ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন। উড়িষ্যায় সিনেমার গুরুত্বপূর্ণ বন দৃশ্যের শুটিং হবে। আর এখানেই প্রিয়াঙ্কা চোপড়া দলের সঙ্গে প্রথম যোগদান করবেন। এর মধ্য দিয়ে লম্বা সময় পর বলিউডে প্রত্যাবর্তন করবেন সাবেক এই বিশ্ব সুন্দরী। ‘এসএসএমবি ২৯’ শিরোনামের ছবিটি প্রিয়াঙ্কার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ এক মাইলফলক হতে চলেছে। 

ইতিহাস, পৌরাণিক কাহিনি এবং রোমাঞ্চের মিশেলে নির্মিত এই ছবিটি ভারতীয় সিনেমায় এক নতুন ইতিহাস তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। আশা করা হচ্ছে, তারকাখচিত সিনেমাটি ২০২৭ সালের গ্রীষ্মে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। 

/শাকিল