ঢাকা ১ চৈত্র ১৪৩১, শনিবার, ১৫ মার্চ ২০২৫
English

‘হ্যাপা’য় সাফা কবিরে মুগ্ধ দর্শক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩০ এএম
‘হ্যাপা’য় সাফা কবিরে মুগ্ধ দর্শক
জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। ছবি: সংগৃহীত

সাফা কবির হালের একজন জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত বহু নাটকে দর্শক মুগ্ধ হয়েছেন। কয়েকদিন আগেই ইউটিউবে প্রকাশ পেল সাফা কবির অভিনীত নতুন খণ্ড নাটক ‘হ্যাপা’। এই নাটকটির গল্প রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। মাত্র ছয় দিন আগে ইউটিউবে প্রকাশিত ‘হ্যাপা’ নাটকটি ইতোমধ্যে ২৭ লাখেরও বেশি ভিউয়ার উপভোগ করেছেন। নাটকে সাফা কবিরের বিপরীতে আছেন মুশফিক ফারহান। এই নাটক নিয়ে ইতোমধ্যে সাফা কবির দর্শকের উদ্দেশে প্রশ্ন ছুড়ে লিখেছেন, ‘তন্নীকে কেমন লাগল সবার? হ্যাপা দেখা হয়েছে তো সবার?’ জবাবে সবার একটাই কথা, ‘অসাধারণ লেগেছে নাটকটি এবং তন্নী চরিত্রে সাফা কবিরের অভিনয়।’ তাতেই মুগ্ধ সাফা কবির। 

সাফা কবির বলেন, ‘সত্যি বলতে কী আমরা যারা অভিনয় করি দর্শকের জন্যই তো অভিনয় করি। দর্শকের যেন নাটকের গল্প ভালো লাগে, আমার অভিনীত চরিত্রটি ভালো লাগে সেই বিষয়ে সজাগ থাকার চেষ্টা থাকি। হেপা নাটকটির গল্পটা ব্যতিক্রম। যে কারণে দর্শকের ভালো লাগছে। আমার বিশ্বাস এই নাটকটি দর্শকের দিন যত যাবে ভালো লাগা আরও বাড়বে। আরও অনেক দর্শক এই নাটক উপভোগ করবেন এমনটাই প্রত্যাশা আমার। ধন্যবাদ মাহমুদ মাহিন ভাইকে এত চমৎকার গল্পে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।’ আমার সহশিল্পী মুশফিক ফারহানকেও ধন্যবাদ। কারণ এই নাটকে আমাদের কাজের রসায়নটা চমৎকার ছিল। আশা করি আগামীতেও আমরা একসঙ্গে আরও ভালো ভালো গল্পে কাজ করব।’ 

এদিকে কিছুদিন আগেই সাফা কবির ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এ ‘বেড নং ৩’ নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননা লাভ করেন। ভিকি জাহেদ পরিচালিত এই নাটকে তার সহশিল্পী ছিলেন তৌসিফ মাহবুব। কিছুদিন আগেই বিঞ্জ-এ মুক্তি পেয়েছে সাফা কবির অভিনীত ‘প্রতিধ্বনি’ নাটকটি। এটি নির্মাণ করেছেন শিকদার ডায়মণ্ড।

/আবরার জাহিন

অন্যায়ভাবে আমাকে বাদ দেওয়া হয়েছে: শেখ সাদী খান

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০২:২৫ পিএম
অন্যায়ভাবে আমাকে বাদ দেওয়া হয়েছে: শেখ সাদী খান
ছবি: সংগৃহীত

কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান। অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা তিনি। পাঁচ দশকের বেশি সময় ধরে গান করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত গান করতেন এই নন্দিত সুরকার। সম্প্রতি খবর বের হয়েছে তাকে বিটিভি থেকে বাদ দেওয়া হয়েছে। যা নিয়ে আক্ষেপের কথা শুনিয়েছেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি এই সুরকার।

কি এক অজানা কারণেই নাকি এই গুণী সুরকারকে একটি অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে। এ সম্পর্কে জানতে চাইলে গণমাধ্যমকে শেখ সাদী খান বলেন, ‘প্রকৃত কণ্ঠশিল্পীরা বিটিভিতে এখন আর তেমন প্রগ্রাম পাচ্ছেন না। পাশাপাশি প্রগ্রামগুলোর মানও তেমন ভালো হচ্ছে না। আমি বিটিভির এসব নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিগতদিনে বিভিন্ন সময় জোরালো প্রতিবাদ করেছি, এখনো করছি। আর এ কারণেই মূলত বিটিভির একটি জনপ্রিয় অনুষ্ঠান থেকে অন্যায়ভাবে আমাকে বাদ দেওয়া হয়েছে। যা এ বয়সে আমার জন্য খুবই অপমানজনক।’ 

শেখ সাদী খান বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ সুরসম্রাট বাবা ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভ্রাতুস্পুত্র ও সুরসাধক ওস্তাদ আয়েত আলী খাঁর পুত্র। এ ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এমন ঘটনার পর বয়স কম হলে, দেশ ছেড়ে চলে যেতাম! কারণ, অন্যায় অনিয়মের বিপক্ষে কথা বললে এমনই হয়।

তিনি আরও বলেন, ‘এটা বোধহয় বিটিভির সংবিধানে আছে। বিগত সময়েও শিল্পীদের পেছনে নানা রকম সিল মেরে দূরে সরিয়ে দিয়েছে। কী দারুণ সব কারবার। কী আর করব, জন্মেছি এ দেশে, তাই ভালোবাসি দেশকে। এই মাটির গন্ধই আমাকে বেঁচে থাকার শক্তি জোগায়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, আমিন।’ 

বাংলাদেশের চলচ্চিত্রের শত শত জনপ্রিয় গানের সুরকার শেখ সাদী খান। বিটিভি থেকে বাদ পড়ার পর প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। 

জানা গেছে, ২০১৬ সালে শেখ সাদী খানের পরিকল্পনা ও সঙ্গীত পরিচালনায় বিটিভিতে সঙ্গীতবিষয়ক পুরোনো দিনের বাংলা গান নিয়ে ‘স্মৃতিময় গানগুলো’ শিরোনামে একটি অনুষ্ঠানের প্রচার শুরু হয়। এ অনুষ্ঠানে গবেষক হিসেবে গীতিকবি মুন্সী আবদুল ওয়াদুদ এবং আলোচক ও বিশ্লেষক হিসেবে প্রখ্যাত কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী শুরু থেকেই যুক্ত রয়েছেন। 

শেখ সাদী খান অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি কিছু না জানিয়েই গত ৯ বছরে দর্শকদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠা স্মৃতিময় গানগুলো নামক প্রগ্রামটি থেকে এর মূল পরিকল্পনাকারী ও সঙ্গীত পরিচালক হিসেবে আচমকা আমাকে বাদ দেওয়া হয়। যা আমার জন্য খুবই অপমানজনক।’

অনুষ্ঠানটির প্রযোজক হিসেবে আছেন মাহবুবা জেমি। বিটিভির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ‘শিল্পীদের অধিকার ও দাবি দাওয়ার পাশাপাশি বিটিভির নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রায়ই জোরালোভাবে কথা বলেন শেখ সাদী খান। এ কারণে শেখ সাদী খানকে বিটিভির ওই জনপ্রিয় অনুষ্ঠানটি থেকে আচমকা বাদ দেওয়া হয়েছে।’ 

/শাকিল  

‘স্পাইডার ম্যান ৪’-এ যোগ দিলেন স্যাডি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০১:৪৫ পিএম
‘স্পাইডার ম্যান ৪’-এ যোগ দিলেন স্যাডি
ছবি: সংগৃহীত

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স তাদের পরিবারে এবার নতুন আরও একজন সদস্যকে যুক্ত করল। জনপ্রিয় মার্কিন অভিনেত্রী স্যাডি সিঙ্ককে সম্প্রতি তারা তাদের আসন্ন সিনেমা ‘স্পাইডার ম্যান ৪’-এ গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য চূড়ান্ত করেছে। আর ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আরেক মার্কিন তারকা টম হল্যান্ড। এটির পরিচালনায় থাকছেন ‘শ্যাং চি’খ্যাত নির্মাতা ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। 

তবে চতুর্থ কিস্তিতে স্যাডিকে মূলত কোন ভূমিকায় দেখা যাবে, সেটা এখনো নিশ্চিত করা হয়নি। ডেডলাইনের প্রতিবেদন অনুসারে, এই সিনেমায় তার চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ হবে। আরেকটি সূত্র থেকে জানা গেছে, স্যাডিকে এক্স-মেন মিউট্যান্ট জিন গ্রে চরিত্রে পর্দায় দেখা যেতে পারে।

এর আগে জিন ফ্যামকে জ্যানসেন এবং সোফি টার্নারের মতো তারকারা ‘জিন গ্রে’ চরিত্রে অভিনয় করে এটির গুরুত্ব অন্য মাত্রায় নিয়ে গেছেন। ফলে চরিত্রটি নতুন করে কাকে ভালো মানাবে- সেটিই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

যদিও মার্ভেল থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিনত্রীকে কোন ভূমিকায় দেখা যাবে তা স্পষ্ট করা হয়নি, তবে ভক্তরা তাকে স্পাইডার ম্যান ফ্র্যাঞ্চাইজিতে দেখতে পেয়েই অনেক বেশি রোমাঞ্চিত। কেউ কেউ তো বলছেন, স্যাডি পর্দায় ম্যারি জেন চরিত্র ফুটিয়ে তুলতে একদম উপযুক্ত। 

ইতোমধ্যে এই অভিনেত্রী ম্যারি জেনের চরিত্রে অভিনয় করবেন নাকি গোয়েন স্ট্যাসির প্রেমিকা চরিত্রে, সেটা নিয়ে ইতোমধ্যে আলোচনাও শুরু হয়ে গেছে। 

/শাকিল  

 

ফিরছেন ‘অ্যালেন স্বপন’

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ১২:২৪ পিএম
ফিরছেন ‘অ্যালেন স্বপন’
ছবি: সংগৃহীত

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’। এর একটি চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার বেশ কিছু সংলাপ এবং অসাধারন অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে অ্যালেন স্বপন চরিত্রটি। পরে ২০২৩ সালে অ্যালেন স্বপনের কাহিনী নিয়ে তৈরি হয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজ। সেটি সাড়া ফেলেছিল সব শ্রেণির দর্শকমহলে।

এর পর থেকে এই সিরিজের মূখ্য ভুমিকায় অভিনয় করা নাসির উদ্দিন খান অ্যালেন স্বপন হিসেবে সবার কাছে খ্যাতি ও পরিচিতি লাভ করেন। 

এবার এরই ধারাবাহিকতায় মাইশেলফ 'অ্যালেন স্বপন' সিরিজের সিজন ২ নিয়ে আসছেন সিরিজটির পরিচালক শিহাব শাহীন। যাতে আরও ভয়ংকর রুপে ফিরছেন অ্যালেন স্বপন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মোশন পোস্টারের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে দ্বিতীয় সিজনের।

পোস্টারে দেখা যায় টাকার স্তুপের মধ্যে দাঁড়িয়ে আছেন অ্যালেন স্বপন একটু পর লেখা ভেসে আসে ৪০০ কোটি টাকা কোথায়?, কার কাছে লুকানো?

এটি দেখেই হইচই পড়ে গেছে অ্যালেন স্বপনের ভক্তসহ দর্শকমহলে। অপেক্ষা শুরু হয়েছে অ্যালেন স্বপনের নতুন অভিযানের সঙ্গী হওয়ার।

এর আগে নাসির উদ্দিন খান ও রাফিয়াথ রশিদ মিথিলা অভিনিত চট্টগ্রামের মাদক ব্যবসা ও মানি লন্ডারিং নিয়ে নির্মিত মাইশেলফ অ্যালেন স্বপন সিরিজটিতে কিছু রহস্য রেখে শেষ করা হয়েছিল। সিজন ২ তে হয়ত সেসব রহস্যের সমাধান করা হবে।

এ ছাড়া সিরিজটিতে যুক্ত হতে পারে নতুন কিছু অভিনয় শিল্পী।

আসন্ন ইদুল ফিতরে মুক্তি পাবে দর্শকদের অপেক্ষায় রাখা সিরিজটি।

মেহেদী/

‘কান’-এ অভিষেকের অপেক্ষায় আলিয়া

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:৪৫ পিএম
‘কান’-এ অভিষেকের অপেক্ষায় আলিয়া
ছবি: সংগৃহীত

২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে অভিষেক করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এর আগে মর্যাদাপূর্ণ এই উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, অনুশকা শর্মা, সোনম কাপুরের মতো তারকারাও লাল গালিচায় হেঁটেছেন। এবার এ তালিকায় নিজের নাম তুলতে যাচ্ছেন আলিয়া। সম্প্রতি জন্মদিন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিনেত্রী আসন্ন কানে তিনি আত্মপ্রকাশ করবেন বলে জানিয়েছিলেন। 

কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম এই আসরটি ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটির মনোনয়ন এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে। অভিনয়ের মাধ্যমে বরাবরের মতো দর্শকপ্রিয় এ তারকা এবার কানে অভিষেক করে তার মুকুটে আরও একটি পালক যোগ করতে প্রস্তুত। 

অবশ্য আলিয়ার আগে বেশ কয়েকজন ভারতীয় কানে অংশ নিয়ে সম্মানজনক খেতাবও জিতেছেন। এই যেমন, সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ২০০২ সালে তার অভিষেকের পর থেকে চলচ্চিত্র উৎসবটিতে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। দীপিকাও ২০১০ সাল থেকে কানের লাল গালিচায় নিয়মিত তার সৌন্দর্য পরিবেশন করে আসছেন। এ ছাড়া সোনম, প্রিয়াঙ্কা এবং অনুশকাও এই তালিকায় আছেন। 

গত বছর পায়েল কাপাডিয়া তার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার জন্য ‘গ্র্যান্ড পিক্স’ জিতেছিলেন। এ ছাড়া ‘দ্য শেমলেস’ চলচ্চিত্রের জন্য অনসূয়া সেনগুপ্ত প্রথম ভারতীয় হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। আর গত বছর পুনের এফটিআইআই-এর চিদানন্দ এস নায়ারের তৈরি ‘সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লা সিনেফ’ পুরস্কার লাভ করেছিল। 

বর্তমানে আলিয়ার হাতে বেশকিছু সিনেমার কাজ রয়েছে। শেষবার তাকে বেদাং রায়নার সঙ্গে ‘জিগরা’ ছবিতে দেখা গিয়েছিল। আর এখন তিনি সঞ্জয়লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির জন্য নিজেকে প্রস্তুতি করছেন। যশরাজ ফিল্মসের আসন্ন ‘আলফা’ ছবিতেও অভিনয় করবেন রনবীরপত্নী। 

/শাকিল  

নাচে গানে অন্যরকম ঈদ ইত্যাদি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:৫৫ এএম
নাচে গানে অন্যরকম ঈদ ইত্যাদি
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এই ম্যাগাজিন অনুষ্ঠান মানেই বিশেষ চমক। প্রতি পর্বেই থাকে নতুন কিছু। শুরু থেকে মানের দিক থেকেও বিন্দুমাত্র ছাড় দেননি নির্মাতা। নাচে, গানে ও নানামুখী আয়োজনে সাজানো হয়েছে এবারের ঈদ ইত্যাদি। যে ইত্যাদিতে থাকবে কয়েকটি বিশেষ চমক। 

এবারের আয়োজনটিতে একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন রয়েছে। আর এই নাচটিতে অংশগ্রহণ করেছেন এই সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী সাফা কবির, সামিরা খান মাহি, পারসা ইভানা ও সাদিয়া। তাদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। 

নাচে অংশ নেওয়া জনপ্রিয় মডেল অভিনেত্রী সাফা কবির বলেন, ‘ইত্যাদি সবারই প্রিয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান দেখে দেখে আমরা বড় হয়েছে। এখন এসে এই আবার পারফর্ম করার সুযোগ পেলাম, এটা ভাবতেই ভালো লাগছে। নাচের কোরিওগ্রাফি দারুণ হয়েছে। আমার বিশ্বাস ইত্যাদির এবারের আয়োজনটি দর্শকদের মুগ্ধ করবে। আমি ভীষণ আশাবাদী।’ 

পারসা ইভানা বলেন, ‘এটি আমার জন্য দারুণ একটি সুযোগ। ইত্যাদি সব ধরনের দর্শকদের প্রাণের অনুষ্ঠান। আমি পারফর্ম করতে পেরে আনন্দিত। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।’ 

ইত্যাদির ঈদ অনুষ্ঠানের নাচটি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে করা হয়েছে। সময়ের জনপ্রিয় তারকারা এতে অংশগ্রহণ করে থাকেন। নৃত্যশিল্পী না হলেও নৃত্যজ্ঞান আছে এমন জনপ্রিয় শিল্পীদেরও প্রশিক্ষণের মাধ্যমে নৃত্য করানো হয়। 

ফাগুন অডিও ভিশন জানায়, সবসময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত ইত্যাদির নাচগুলোকে তার চাইতে একটু ব্যতিক্রমী করতে চেষ্টা করা হয়। নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়া দিয়েছেন। অংশগ্রহণকারী সবাই ছিলেন নাচটির ব্যাপারে খুবই আন্তরিক। 

এ ধরনের নৃত্য পরিবেশন করতে পেরে শিল্পীরাও আনন্দিত। নৃত্যশিল্পীরাও নেচেছেন দুর্দান্ত। যে কারণে সবকিছু মিলিয়ে বলা যায়- এবারে ঈদের ইত্যাদির এই নাচটি হবে অসাধারণ। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ। 

এবারের নাচের মিউজিকটিতে রয়েছে ক্লাসিক্যাল, ফোক, অ্যারাবিক ও আধুনিক কম্পোজিশানের সংমিশ্রণ। মিউজিকে যেমন নতুনত্ব রয়েছে তেমনি নাচের কম্পোজিশনেও রয়েছে বৈচিত্র্য। 

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। 

/শাকিল