ঢাকা ২ চৈত্র ১৪৩১, রোববার, ১৬ মার্চ ২০২৫
English

আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘প্রজাপতি টিভি’

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৫ পিএম
আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘প্রজাপতি টিভি’
ছবি: সংগৃহীত

আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘প্রজাপতি টিভি’। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর জলপাই রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রজাপতি টিভির চেয়ারম্যান মোতাহার হোসেন জামিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, খুব শিগগির প্রজাপতি টিভি ওটিটিতে যাত্রা শুরু করবে পে চ্যানেল হিসেবে। আপাতত তারা ইউটিউব, ফেসবুক, ইনস্ট্রাগ্রাম ও টিকটকে তাদের কনটেন্ট দর্শকদের দেখাবে।

নতুন প্ল্যাটফর্মটির জন্য নির্মিত দুটি সিরিজ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। দুটি সিরিজ হলো কপিলা মাঝি ও আলীবাবা ৪০ বউ। দুটি সিরিজই নির্মাণ করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা শিমুল সরকার। রচনা করেছেন তারেক মাহমুদ ও শিমুল সরকার। সিরিজ দুটি কমেডি ধাঁচের বলে জানান নির্মাতা শিমুল সরকার।

সিরিজ দুটিতে অভিনয় করছেন রিফাত চৌধুরী, সাদ্দাম মাল, শিমুল সরকার, রুশা, সঞ্জীব আহমেদ, সুমাইয়া মির্জা, ইসরাত জাহান, অধরা নীহারিকা, শ্যামল হাসান, মাসুদ আলম, হায়দার আলীসহ অন্যরা।

এসময় প্রজাপতি টিভির চেয়ারম্যান মোতাহার হোসেন জামিল বলেন, ‘আমরা দর্শকদের অন্যরকম বিনোদন দিতে ২০২৫ সালেই আপনাদের সামনে ব্যতিক্রমী প্ল্যাটফর্ম হিসেবে হাজির হব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নাট্যনির্মাতা সালাউদ্দিন লাভলু, অভিনেতা ফজলুর রহমান বাবু, বাউল শফি মণ্ডল, কচি খন্দকার, রিফাত চৌধুরী, প্রযোজক সাজু মুনতাসিরসহ টেলিভিশন অঙ্গনের পরিচিত অনেক মুখ।

রাবেল/এমএ/

জোভানের প্রেম ও বিয়ের গল্প!

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৭:৪৫ পিএম
জোভানের প্রেম ও বিয়ের গল্প!
ছবি: সংগৃহীত

জোভান-তটিনী অনস্ক্রিন ভালোই রসায়ন জমিয়ে তুলেছেন। তবে এবারের ঈদে যেন এই জুটি আরও একধাপ এগিয়ে নিলেন নিজেদের। যার শেষ নজির হচ্ছে ‘প্রিয় প্রিয়সীনি’ নাটক। 

ঈদের বিশেষ এই নাটকটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। সিনেমাটোগ্রাফিতে ছিলেন মোস্তাক মোরশেদ। যাতে জোভানের প্রিয় প্রিয়সীনি চরিত্রে হাজির হচ্ছেন তটিনী।

‘প্রিয় প্রিয়সীনি’ নাটকে জোভান অভিনয় করেছেন প্রবাসী ইকবালের চরিত্রে। যিনি ৩ মাসের ছুটি নিয়ে গ্রামে এসেছেন বিয়ে করার জন্য। কিন্তু শিল্পী নামের যে পাত্রীকে ইকবালের পছন্দ হয়েছে, তার পরিবার আবার মানতে নারাজ বিয়ের ৩ মাস পর ইকবালের বিদেশ চলে যাওয়ার বিষয়টি। 

এটা গল্পের শুরু মাত্র। ভেতরে ও শেষে রয়েছে অনেক নাটকীয়তা। নির্মাতা মাহমুদ মাহিন জানান, গল্পটির সঙ্গে অবিবাহিত প্রবাসীদের প্রায় সবার জীবনেরই ছায়া রয়েছে। কারণ প্রবাসীরা এমন জটিলতায় প্রায় সবাই পড়েন। তবে এখানে সেই জটিলতা ছাড়াও নিখাদ প্রেমের একটা দারুণ গল্পও রয়েছে। 

নাটকটির প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘প্রিয় প্রিয়সীনি’সহ মোট ২০টি নাটক এবারের ঈদে মুক্তি পাচ্ছে সিএমভির ব্যানারে। যা চাঁদরাত থেকে নিয়মিত উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। 

/শাকিল  

প্রকাশ পাচ্ছে উইল স্মিথের গানের অ্যালবাম

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৮ পিএম
আপডেট: ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৮ পিএম
প্রকাশ পাচ্ছে উইল স্মিথের গানের অ্যালবাম
ছবি: সংগৃহীত

বহুগুণে গুণান্বিত আমেরিকান অভিনেতা উইল স্মিথ। অভিনেতা হিসেবে বিশ্বজুড়ে খ্যাতিমান এই অভিনেত যে একাধারে প্রযোজক এবং র‌্যাপার এটা হয়তো খুব বেশি মানুষ জানে না। 

এবার নিজের গানের প্রতিভা জানান দিতে আগামী ২৮ মার্চ গানের দ্বিতীয় অ্যালবাম মুক্তি দিতে যাচ্ছেন জনপ্রিয় এ মার্কিন অভিনেতা। গত ১৪ মার্চ এই ঘোষণা দেন ‘মেন ইন ব্ল্যাক’খ্যাত এই তারকা। পূর্ণদৈর্ঘ্য এ অ্যালবামটির নাম ‘বেজড অন আ ট্রু স্টোরি।’ 

অ্যালবামে তার সহযোগী হিসেবে আরও আছেন ডিজে জ্যাজি জেফ, টেয়ানা টেলর এবং জ্যাক রস। নিজের ইন্সটাগ্রাম একাউন্টে অ্যালবামের কভার শেয়ার করে স্মিথ লিখেছেন, ‘আর মাত্র দুই সপ্তাহ বাকি। আমার নতুন অ্যালবাম বেজড অন আ ট্রু স্টোরি ২৮ মার্চ মুক্তি পাচ্ছে। এটা আনুষ্ঠানিক ঘোষণা। আপনাদের সবার কাছে এটা পৌঁছে দিতে আমি উন্মুখ হয়ে আছি।’ 

উল্লেখ্য, উইল স্মিথ ২০০৫ সালের মার্চ মাসে তার গানের প্রথম অ্যালবাম ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ প্রকাশ করেছিলেন। 

/শাকিল  

শিল্পকলায় বাচসাস’র ইফতার অনুষ্ঠিত

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৫:০৬ পিএম
আপডেট: ১৬ মার্চ ২০২৫, ০৬:৩৭ পিএম
শিল্পকলায় বাচসাস’র ইফতার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় এই সংগঠনটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে গেল। 

সংগঠনটির প্রয়াত সদস্যদের স্মরণে এবং অসুস্থ সদস্যদের আরোগ্য কামনা করে মূলত এই আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে যেখানে টেলিভিশন ও সংগীত জগতের অনেক তারকারা উপস্থিত ছিলেন। 

আয়োজন নিয়ে বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘প্রতি বছরের মতো এবারও বাচসাস প্রয়াত সদস্যদের স্মরণ ও জ্যেষ্ঠদের আরোগ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার চেষ্টা করেছি। আমরা নির্বাচিত হওয়ার পরপরই বড় বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছি। তার মধ্যে কয়েকটি উদ্যোগ এরই মধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। বাচসাসকে এগিয়ে নেওয়ার আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ 

বাচসাসের ইফতারে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা দম্পতি আজিজুল হাকিম ও জিনাত হাকিম। এছাড়াও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, অভিনেতা শিবা শানু, চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, কোষাধ্যক্ষ কমল পাটেকর, নির্বাহী সদস্য রুমানা ইসলাম মুক্তি, সনি রহমান, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, সহ-সভাপতি রাশেদা আক্তার লাজুক, ফিল্ম ক্লাবের সভাপতি লায়ন এম নজরুল ইসলাম, চিত্রনায়ক শিপন মিত্র, কায়েস আরজু, সাঞ্জু জন, অভিনেতা আব্দুন নূর সজল, চিত্রনায়িকা তানিন সুবহা, নিঝুম রুবিনা, পরিচালক সাজ্জাদ হোসেন দোদুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, অনুষ্ঠানে চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের সকলের অংশগ্রহণে পুরো পরিবেশ উৎসবমুখর ও মিলনমেলায় পরিণত হয়েছিল। 

/শাকিল  

হাসপাতালে ভর্তি এ আর রহমান

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০১:২৯ পিএম
আপডেট: ১৬ মার্চ ২০২৫, ০৬:৩৪ পিএম
হাসপাতালে ভর্তি এ আর রহমান
অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। ছবি: সংগৃহীত

হঠাৎ বুকে ব্যথা নিয়ে অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (১৬ মার্চ) সকালে তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে,  সম্প্রতি লন্ডন সফরে গিয়েছিলেন এ আর রাহমান। সেখান থেকে ফেরার পরই অসুস্থ বোধ করেন তিনি। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। তার শরীরে এনজিওগ্রাম করার প্রক্রিয়া চলছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

ধারণা করা হচ্ছে, রোজা রেখে দীর্ঘ পথযাত্রার ধকলে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

চিকিৎসকেরা জানিয়েছেন, ডিহাইড্রেশনে ভুগছেন এ আর রহমান। তবে তিনি বর্তমানে ভালো আছেন এবং শিগগিরই বাড়ি ফিরতে পারবেন।

মেহেদী/

সত্যিটা কি বের করতে পারবেন মোশাররফ?

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৫৩ এএম
আপডেট: ১৬ মার্চ ২০২৫, ০৩:০৮ পিএম
সত্যিটা কি বের করতে পারবেন মোশাররফ?
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

'তোর মত প্রত্যেকটা মাল আইসাই কয় যে জানিনা কিছু, কিন্তু শেষ পর্যন্ত সত্যিটা আমরা বাইর করি' হ্যাঁ এটাই ছিলো মোশাররফ করিমের ঈদের সিনেমা 'চক্কর ৩০২' এর টিজারের শেষ সংলাপ।

গতকাল শনিবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পায় টিজারটি।

টিজারে দেখা যায় সিনেমাতে মোশাররফ করিম ধরা দেবেন গোয়েন্দা (ডিবি) পুলিশ হয়ে।

টানটান উত্তেজনাময় ব্যাকগ্রাউন্ড মিউজিকের সংগে ১ মিনিট ১৬ সেকেন্ডের টিজারের পুরোটাতেই ছিল রহস্যের গন্ধ। এ ছাড়া রয়েছে মোশাররফ করিমের অসাধারন অভিনয়ের এক ঝলক।

বোঝা গেছে মার্ডার মিস্ট্রি ঘরানার হবে সিনেমাটি। মোশাররফ করিমকে দেখা যাবে হত্যা রহস্য উদঘাটনে।

সরকারি অনুদানে নির্মিত  সিনেমাটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। সিনেমায় তাকে মোশাররফ  করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

এ ছাড়া রয়েছেন জনপ্রিয় ও গুণী অভিনেতা সুমন আনোয়ার।

সাধারণত এ ধরনের সিনেমা আমরা ভারতের সাউথ ইন্ড্রাস্টিতে দেখে থাকি। সেখানে এই ঘরানার সিনেমাই সফল। বর্তমানে বাংলাদেশে এই ঘরানার সিনেমা তৈরি হলেও তেমন সফল হতে পারেনি। 

তবে আশা করা যায় জনপ্রিয় নাট্যাভিনেতা শরাফ আহমেদ জীবন পরিচালিত ও মোশাররফ করিম অভিনিত চক্কর ৩২০ সিনেমাটি সাড়া জাগাবে দর্শকমহলে। 

আসন্ন রমজানের ঈদে সিনেমাহলে মুক্তি পাবে সিনেমাটি।

মেহেদী/