সব বাড়িতেই সোফা থাকে। এটি রুচিশীল আসবাবের মধ্যে পড়ে। ঘরের নান্দনিকতা ফুটিয়ে তুলতে সোফা অতুলনীয়। ঘরের আকার আর সোফার আকারের সমন্বয় অন্দরসজ্জাকে ছিমছাম আবহ এনে দেয়। তাই রুমের আকার ও ব্যবহার যোগ্যতা বিবেচনায় রেখে সোফা বেছে নেওয়া উচিত। এ সম্পর্কে লিখেছেন তামিম হাসান
বর্তমানে বাসা যেমনই হোক ড্রইংরুমে এক সেট সোফা ছাড়া বাসার সাজ যেন পূর্ণতা পায় না। বসার ঘর দেখেই একজন মানুষের রুচির পরিচয় পাওয়া যায়। সেই জায়গাকে তাই সুন্দর করে সাজিয়ে রাখা জরুরি। অতিথি এবং পরিবারের সদস্যদের নিয়ে আলাপন ও টেলিভিশনে কোনো অনুষ্ঠান বা সিনেমা উপভোগ করার জন্য আমরা বসার ঘরেই সোফার অবস্থান লক্ষ করি কিন্তু এখন আর এটি শুধু বসার ঘরে সীমাবদ্ধ নেই। শোবার ঘর, অতিথি কক্ষ, এমনকি বারান্দায়ও শোভা পায় সুসজ্জিত রঙিন সব সোফা। আজকাল বাজারে নানান আকার ও ডিজাইনের সোফা পাওয়া যায়। কক্ষের আকার, ছাদ ও মেঝের দৈর্ঘ্য, জানালা উচ্চতা, দরজার অবস্থানের দিকে খেয়াল রেখে সোফা বেছে নিতে হবে।
বেডরুম যদি বড় হয় তাহলে বিছানার বিপরীত পাশের দেয়াল ঘেঁষে দুই থেকে তিন আসনের সোফা রাখতে পারেন। শোবার ঘর ছোট হলে সিঙ্গেল সোফা বেছে নিতে পারেন। এ ছাড়া ডিভান ব্যবহার করতে পারেন। আসবাবটি কিছুটা দেখতে সোফার মতো, কিন্তু খাট হিসেবেও ব্যবহার করতে পারেন। দেয়ালের রং, পর্দা, ঘরের অন্যান্য ফার্নিচারের সঙ্গে মিল রেখে ডিভান নির্বাচন করা ভালো। সাজানোর ক্ষেত্রে ডিভান যদি দেয়ালের পাশে হয় তবে দেয়াল চিত্রকর্ম, ডেকোরেটিভ আয়না বা ছবি দিয়ে সাজিয়ে তুলুন। কক্ষ বড় হলে লেদার, কাপড় ও ফোমের ভারী সোফা ব্যবহার করতে পারেন। কক্ষ ছোট হলে হালকা ডিজাইনের কাঠ, বেত, ফেব্রিক, লেদার, রেক্সিন, শৈল্পিক ডিজাইনের বাঁশ বা আয়রনের হালকা সোফা বেছে নিতে পারেন। ঘরের ফাঁকা জায়গা, দেয়ালের রং ও অন্যান্য আসবাবের সঙ্গে মিলিয়ে সোফা নির্বাচন করতে পারেন।
আধুনিকভাবে সাজাতে চাইলে কাঠ, রড, আয়রনের সোফা আর ঐতিহ্যগত সাজের বেত বা বাঁশের সোফা ভালো দেখাবে। ঘরের আকার বড় হলে সোফা কেনার আগে কেন কিনছেন, কোথায় রাখবেন, কাদের জন্য- এসব বিষয় খেয়াল রাখুন। ড্রইংরুম ও অভ্যর্থনা কক্ষের জন্য এমন সোফা বেছে নিন যেগুলো মজবুত এবং সহজে দাগ পড়ে না এমন ধরনের। বসার ঘর যদি একটু বড় হয় তাহলে একপাশে উঁচু সোফা ব্যবহার করতে পারেন। এটা আপনার বসার ঘরকে আরও আকর্ষণীয় করে তুলবে।
ড্রইংরুম, বারান্দা ও বেডরুমে ব্যবহারের সোফার কুশনে নান্দনিক আলপনা, হ্যান্ড এমব্রয়ডারি, আর্টিস্টিক নকশা রাখতে পারেন। দেখতে বেশ ভালো লাগবে। ড্রইংরুম বড় হলে এবং পর্যাপ্ত আলো-বাতাসের সুব্যবস্থা থাকে তাহলে কুশনের জন্য সিল্কের কাপড় বেছে নিতে পারেন। নানা রঙের একরঙা কুশন কভার বেছে নিন। ঘরের দেয়ালে যদি হালকা রং থাকে তাহলে গাঢ় রঙের মধ্যে শেডগুলো বেছে নিতে পারেন। এ ক্ষেত্রে সোফার কভারের রং ও প্রিন্টের বিষয়ও মাথায় রাখতে হবে। যে রুমেই সোফা ব্যবহার করুন না কেন সোফার গদির কাপড়ের জন্য অবশ্যই গাঢ় রং ব্যবহার করুন।
অফিসে কর্মপরিবেশ বজায় রাখতে সোফা গুরুত্বপূর্ণ একটি উপাদান। অতিথি আপ্যায়ন কিংবা কাজের ফাঁকে একটু বিশ্রামের জন্য সোফার ব্যবহার করা হয়ে থাকে। তাই অফিসের সোফা কেনার ক্ষেত্রে ফেব্রিক ও নকশাকে গুরুত্ব দিন, যাতে ব্যবহারের ফলে সহজে নষ্ট না হয়ে যায়।
কলি