চিংড়ি ছোট-বড় সবার পছন্দ। চিংড়ি দিয়ে নানা রকম খাবার ভিন্নভাবে তৈরি করা যায়। চিংড়ির কয়েকটি মজাদার রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর
ডাব চিংড়ি
উপকরণ
গলদা চিংড়ি ৫০০ গ্ৰাম, ডাবের শাঁস বাটা ২ টেবিল চামচ (নরম অংশ), পেঁয়াজ বাটা ১ টেবিলচামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ৫-৬টি, চিনি সামান্য, তেল ২ টেবিল চামচ নারিকেল দুধ হাফ কাপ।
প্রণালি
চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তার পর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে বাটা মসলাগুলো একে একে দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে, তার পর হাফ কাপ পানি ও নারিকেল দুধ দিয়ে ১০ মিনিট রান্না করতে হবে। মাখা মাখা হলে চিনি দিয়ে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
চিংড়ি মাছের রসা ভাজা
উপকরণ
বড় চিংড়ি মাছ ১ কেজি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি হাফ কাপ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, সরিষা বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদমতো, জিরা বাটা হাফ চা চামচ, কাঁচা মরিচ ৬-৭টি, চিনি সামান্য, ধনেপাতা কুচি প্রয়োজনমতো, সরিষা তেল হাফ কাপ, পানি প্রয়োজনমতো।
প্রণালি
বড় চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মাছের খোসাসহ নিতে হবে তাহলে ভেতরটা জুসি থাকে, তার পর হলুদ লবণ মেখে কড়াইয়ে তেলে গরম করে ভেজে নিতে হবে, মাছ ভাজা হলে তুলে রেখে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বাটা একে একে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর সরিষা বাটা এক কাপ পানির মধ্যে গুলিয়ে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে কড়াইয়ের মধ্যে দিতে হবে। কিছুক্ষণ জাল দিয়ে ভেজে রাখা মাছগুলো দিতে হবে, মাখা মাখা হলে চিনি ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
বাগদা চিংড়ি আর মোচার দোপেঁয়াজা
উপকরণ
বাগদা চিংড়ি ৫০০ গ্রাম, কলার মোচা একটি কুচি করে নেওয়া, পেঁয়াজ কুচি হাফ কাপ, নারিকেল বাটা এক টেবিল চামচ, আদা বাটা এক চা চামচ, রসুন কুচি এক চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, কাঁচা মরিচ চার-পাঁচটি, লবণ স্বাদমতো, চিনি সামান্য, তেল ৩ টেবিল চামচ, পানি প্রয়োজনমতো, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ।
প্রণালি
প্রথমে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে, তার পর কলার মোচা কুচি করে কড়াইয়ে পানি দিয়ে কিছুটা হলুদ দিয়ে কলার মোচা সেদ্ধ করে নিতে হবে। পানি ছেকে নিয়ে অন্য কড়াইয়ে তেল গরম করে সব মসলা একে একে দিয়ে তার পর চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তার পর কলার মোচা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে একটু পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে ১০ মিনিট। ধনেপাতা কুচি দিয়ে চিনি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করুন।
কলি