শরীরের বাড়তি ওজন ঝেরে ফেলতে কিছু খাবার বেশ কার্যকর। ইচ্ছাশক্তি আর বুঝে খেলে ঘরোয়া খাবারেই কমবে ওজন কমবে। সহজ উপকরণে তৈরি খাবারের রেসিপি দিয়েছেন শেফ ফারহানা কুনতুম
পালং খিচুড়ি
উপকরণ
পোলাওর চাল ১ কাপ, মুগ ডাল আধা ১/২ কাপ, পানি ১/২ কাপ, পালং শাক ২ কাপ, পেঁয়াজ বড় ১টি কুচি করা, রসুন ১টি কুচি করা, আদা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১/২ এক কাপ, লবণ ১ কাপ, টমেটো ১টি কুচি করা, জিরা আস্ত ১ টেবিল চামচ, শুকনো মরিচ আস্ত ৩টি, তেল ১ টেবিল চামচ, ধনিয়া পাতা ১/২ কাপ।
প্রণালি
শাক ভালো করে ধুয়ে গরম পানিতে ৩০ সেকেন্ড সেদ্ধ করে ঠাণ্ডা পানিতে ভেজাতে হবে। এরপর ভালোভাবে পেস্ট করে নিতে হবে। চাল এবং ডাল ধুয়ে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। একটি হাড়ি চুলায় দিয়ে তাতে চাল, ডাল, লবণ, পানি দিয়ে ভালো করে সেদ্ধ করুন। অন্য একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, হলুদ, ধনিয়া দিয়ে কষিয়ে নিতে হবে এর মধ্যে টমেটো কুচি এবং পেস্ট করে রাখা পালং শাক ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন, এর মধ্যে সেদ্ধ করা চাল ও ডাল দিয়ে ৫ মিনিট রান্না করুন। একটি ফ্রাই প্যানে তেল দিয়ে আস্ত জিরা ও শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিন। এরপর ধনিয়া, পাতা কুচি দিয়ে নামিয়ে নিন পরিবেশন করুন পালং খিচুড়ি।
মিক্সড ফ্রুট সালাদ
উপকরণ
আনারস ১ কাপ, আপেল ১ কাপ, আম ১ কাপ, আঙ্গুর ১ কাপ, মাল্টা ১ কাপ, ডালিম ১ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ রস, মধু ১ টেবিল চামচ, লবণ ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, চাট মসলা ১ টেবিল চামচ, লেবুর খোসা গ্রেট করা ১ টেবিল চামচ
প্রণালি
সব ফল ধুয়ে কিউব করে কেটে নিন। একটি পাত্রে লেবুর রস, মধু, লবণ, লেবুর খোসা, গোলমরিচ গুঁড়া ও চাট মসলা দিয়ে ভালো করে বিট করে সস তৈরি করে নিন। এর মধ্যে সব ফল দিয়ে মিক্সড করে নিতে হবে। অন্য একটি পরিবেশন পাত্রে ঢেলে নিন এবং পরিবেশন করুন মজাদার ও স্বাস্থ্যকর মিক্সড ফ্রুট সালাদ।
ক্লিয়ার ভেজিটেবল স্যুপ
উপকরণ
বাঁধাকপি ১ কাপ, গাজর ১ কাপ, ফুলকপি ১ কাপ, পেঁপে ১ কাপ, চিচিঙ্গা ১/২ কাপ, চাল কুমড়া ১/২ কাপ, পেঁয়াজ বড় একটি কুচি করা, রসুন কুচি ১/২ টেবিল চামচ, বাটার ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লবণ ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, সয়াসস আধা টেবিল চামচ, সেসেমি অয়েল ৫-৭ ফোঁটা, গরম পানি ৬ কাপ।
প্রণালি
একটি প্যানে বাটার গরম করুন এবং রসুন ও পেঁয়াজ দিয়ে ৩ মিনিট ভেজে নিন। এর মধ্যে বাঁধাকপি ছাড়া সব সবজি ২ মিনিট ভেজে নিন। এর মধ্যে গরম পানি, লবণ দিয়ে হাই হিটে রান্না করুন ৫ মিনিট। সবজি প্রায় সেদ্ধ হয়ে এলে বাঁধাকপি, গোল মরিচ, চিনি, সয়াসস দিয়ে আরও ৪ মিনিট রান্না করুন। সেসেমি অয়েল দিয়ে নামিয়ে নিন। পরিবেশন পাত্রে গরম পরিবেশন করুন ক্লিয়ার ভেজিটেবল স্যুপ।
কলি