হলিউড ও বলিউড তারকারা একটা সময় প্রেগন্যান্সি বা মাতৃত্বের সময়টাকে আড়ালে রাখতেই পছন্দ করতেন। কিন্তু বর্তমানে তারকারা এ নিয়ে খুব একটা রাখঢাক করেন না।। তারা নিজেদের মতো করে সাজগোজ করে অন্তঃসত্ত্বা অবস্থায় দাপিয়ে বেড়াচ্ছেন শুটিং ফ্লোর থেকে র্যাম্পের মঞ্চ। মাতৃত্বকে উপভোগ করছেন তারা। তাদের মাতৃত্বকালীন পোশাক নিয়ে লিখেছেন তামান্না মুন
দীপিকা পাডুকোন
বর্তমানে অন্তঃসত্ত্বা হয়েও সব জায়গায় অবাধ বিচরণ করছেন দীপিকা পাড়ুকোন। একেক ইভেন্টে একেক লুকে ধরা দিচ্ছেন তিনি। কখনো হলুদ রঙের ঘের দেওয়া গাউনে, আবার কখনো শাড়িতে, কখনো-বা কালো রঙের পোশাকে চমৎকার সব লুকে হাজির হচ্ছেন তিনি। তার প্রতিটি পোশাকে ফুটে ওঠে মাতৃত্বকালীন সৌন্দর্য। এসব পোশাকে স্পষ্ট বোঝা যাচ্ছে দীপিকার বেবি বাম্পও। এদিকে তার ম্যাটারনিটি ফ্যাশন মুগ্ধ করেছে ফ্যাশনিস্টদেরও। কোনো কোনো ড্রেস বডিফিট প্যাটার্নে, আবার কিছু পোশাকে ওয়েস্ট থেকে ফ্লেয়ার যোগ করা হয়েছিল। মাতৃত্বকালীন ঠিক কেমন ধরনের পোশাক পরা উচিত, তাকে দেখে আরও একবার স্পষ্ট হয়েছে। পোশাকের সঙ্গে সাজেও এলিগেন্সের ছোঁয়া রাখছেন দীপিকা। কোনো সাজে অতিরিক্ত গহনা পরে নিজের লাবণ্যকে আড়াল করেননি।
আলিয়া ভাট
২০২২ সালে মা হয়েছেন আলিয়া ভাট। মাতৃত্বকালীন তিনি কাজে কোনো প্রকার বিরতি নেননি। পুরো সময়টাতে তিনি সিনেমার শুটিং করেছেন, ছবির প্রমোশনের কাজ করেছেন। প্রচুর ব্যস্ত সময় কাটানোর পরও সেই সময় প্রতিদিন সুন্দর করে সেজেছেন। বাম্প ফ্রেন্ডলি সোয়েট শার্ট, ফ্লোয়িং ড্রেস, ইজি বিজি ড্রেস, ফ্লেয়ারড গাউন, লাউঞ্জ সেট বানিয়ে পরেছিলেন। এ ছাড়া পেটের ওপর চাপ না পড়ে সেজন্য ডেনিম প্যান্টে ইলাস্টিক লাগিয়ে আরামদায়ক করেছিলেন। ইজি বিজি ড্রেসের সঙ্গে নিজের পুরোনো শার্ট দিয়ে কুল-ক্যাজুয়াল লুক আনার চেষ্টা করেছিলেন। এ ছাড়া আনারকলি চুড়িদার, ঢোলা ঢোলা টি-শার্ট সবই ছিল তার ফ্যাশনে। আলিয়া নিজেই স্বীকার করেছেন তার ম্যাটারনিটি ওয়ার্ডরোব ছিল দেখার মতো। তার ফ্যাশন সেন্স মুগ্ধ করেছিল সবাইকে।
আনুশকা শর্মা
অভিনেত্রী আনুশকা শর্মা দুইবার মা হয়েছেন। শরীরের পরিবর্তন তিনি সহজভাবে নিয়েছিলেন। মাতৃত্বকালীন আনুশকা এমন পোশাক বেছে নিয়েছিলেন, যাতে তার ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছিল। আনুশকাকে কখনো সাদা টি-শার্ট- সঙ্গে কেডস, সালমন গোলাপি ডুঙ্গারি, আবার কখনো কোমরের বোতলযুক্ত সাদা ব্যালন স্লিভ টি-শার্ট, কখনো কালো সুইমস্যুট, চুড়িদারের সঙ্গে আনারকলি পোশাক পরতে দেখা গিয়েছিল। উরুর কাছে শেষ হয়ে যাওয়া জামা কিংবা ভেলভেটের জ্যাকেট- সব পোশাকেই নিজেকে মেলে ধরেছিলেন তিনি। মাতৃত্বের সময়ে শরীরকে আরাম দেওয়ার জন্য ঢিলেঢালা পোশাক পরেছিলেন। নিয়মিত করেছিলেন ওয়ার্ক আউট।
কারিনা কাপুর
কারিনা কাপুর খান গর্ভাবস্থায় বলিউডে সবচেয়ে সাহসী নায়িকার পরিচয় দিয়েছেন। কারণ তার আগে অভিনেত্রীরা তাদের বেবি বাম্প লুকানোর জন্য আলগা সিলুয়েট এবং ঢিলেঢালা আনারকলি পরতেন। ক্যামেরার সামনেও খুব কম আসতেন। কারিনাই তার গর্ভাবস্থায় স্টেরিওটাইপ ভাঙার জন্য শিরোনাম হয়েছিলেন। স্টাইলিশ পোশাকে তার বেবি বাম্পকে প্রকাশ করেছিলেন। কারিনাকে প্রথমবার নানারকম পোশাকে দেখা গেলেও দ্বিতীয়বার গর্ভাবস্থার বেশির ভাগ সময়ে কাফতান পরেছেন তিনি। যোগব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের দিকে ব্যাপক খেয়াল রেখেছিলেন।
সোনম কাপুর
প্রেগন্যান্সির সময়টা সোনম কাপুর তার স্টাইল এবং পোশাক ফ্যাশনকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন। বেবি বাম্প দেখাতে আরাম এবং ক্ল্যাসিক পোশাক বেছে নিয়েছিলেন। উজ্জ্বল নীল পাওয়ার স্যুটে ড্যাপার, এম্পয়ার কাটের সুতির মিডি লেন্থ ড্রেসগুলো তার সৌন্দর্যকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। লো কাট নেকলাইন দেওয়া, কাট আউট স্লিভ ডিটেলিং পোশাকগুলো ছিল দেখার মতো। প্রতিটি পোশাকে উজ্জ্বল হয়ে উঠেছিল সোনমের প্রেগন্যান্সি গ্লো।
জেনিফার লরেন্স
হলিউড নায়িকা জেনিফার লরেন্স বেবি বাম্প নিয়েই রিওডি কার্পেট থেকে ছবির স্ক্রিনিং দাপিয়ে বেড়িয়েছিলেন। ‘ডোন্ট লুক আপ’ প্রিমিয়ারে একটি সোনালি রঙের স্টাইলিশ গাউন পরে সবার নজর কেড়েছিলেন তিনি। অন্তঃসত্ত্বার সময়ে ছিমছাম সাদা-কালো পোলকা ডট পোশাক বেছে নিয়েছিলেন। পুরো সময়টা হাসিমুখে হয়েছিলেন ক্যামেরাবন্দি।
রিহানা
মাতৃত্বের ফ্যাশন বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন সংগীতশিল্পী রিহানা। ডিওর ড্রেস, শ্যানেলের গোলাপি পাফার জ্যাকেট থেকে শুরু করে জিমি চু পাম্প এবং স্ট্রিট-স্টাইলের ক্রপ টপস ফ্যাশনে আলাদা ছাপ রেখেছিলেন। রিহানার গর্ভাবস্থার ফ্যাশন দেখে মুগ্ধ হয়েছিলেন সবাই।
কলি