মশার মাধ্যমে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীতজ্বর, জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে। স্প্রে, কয়েল, অ্যারোসল কোনো কিছুতেই মশা তাড়ানো সহজ নয়। আবার এসব দিয়ে মশা তাড়ালে আমাদের স্বাস্থ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরোয়াভাবে মশা তাড়ানোর টিপস দিচ্ছেন তামান্না মুন
কর্পূর
কর্পূরের গন্ধ মশা একেবারেই সহ্য করতে পারে না। একটি ৫০ গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। দুদিন পর পানি পরিবর্তন করুন। এ ছাড়া দরজা-জানালা বন্ধ করে ঘরে কর্পূরের ধোঁয়া দিলেও দূর হবে মশা।
নারিকেলের তেল ও এসেনশিয়াল অয়েল
পানির সঙ্গে নারিকেলের তেল ও এসেনশিয়াল অয়েল মিশিয়ে ঘরে স্প্রে করুন। এতে মশা ঘরে আসবে না। এসেনশিয়াল অয়েল হিসেবে ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েল কিংবা ল্যাভেন্ডার অয়েল।
পুদিনার ব্যবহার
ছোট গ্লাসে একটু পানি নিয়ে তাতে পাঁচ থেকে ছয় গাছি পুদিনা পাতা খাবার টেবিলে রেখে দিন। তিন দিন অন্তর পানি বদলে দেবেন। শুধু মশাই নয়, পুদিনার গন্ধে অনেক ধরনের পোকামাকড় ঘরে আসে না। এ ছাড়া পুদিনা পাতা ছেঁচে নিয়ে পানিতে ফুটিয়ে নিন। এই পানির ভাপ পুরো ঘরে ছড়িয়ে দিন। দেখবেন ঘরের সব মশা পালিয়েছে। চাইলে পুদিনা পাতার তেলও গায়ে মাখতে পারেন।
তুলসী গাছ
তুলসী গাছ ঔষধি গুণাগুণে ভরপুর। টব, জানালার পাশে বা বারান্দায় কয়েকটি তুলসী গাছ লাগিয়ে রাখলে ঘরে মশা আসবে না।
লেবু ও লবঙ্গ
লেবু ও লবঙ্গ মশা তাড়ানোর ক্ষেত্রে বেশ কার্যকর। একটি বা দুটি লেবু মাঝামাঝি কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লবঙ্গের ফুলের অংশটুকু বাইরে থাকবে আর পেছনের অংশ লেবুতে গেঁথে থাকবে। সেই লেবুর টুকরাগুলো প্লেটে করে ঘরের কোণে রেখে দিন। চাইলে জানালার পাশে রেখে দিতে পারেন। এতে করে ঘর থেকে মশা একেবারেই চলে যাবে।
সুগন্ধি
মশা সুগন্ধি অপছন্দ করে। মশা তাড়াতে দেহে বা জামায় আতর, সুগন্ধি বা লোশন ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগেও শরীরে মাখতে পারেন। এতে করে মশা আর আপনাকে কামড়াতে আসবে না।
রসুনের স্প্রে
রসুনের স্প্রে মশা তাড়াতে খুবই কার্যকর প্রাকৃতিক উপায়। ৫ ভাগ পানিতে ১ ভাগ রসুনের রস মিশিয়ে নিন। মিশ্রণটি একটি বোতলে ভরে শরীরের যেসব স্থানে মশারা কামড়াতে পারে, সেসব স্থানে স্প্রে করুন। এতে করে মশা আর আপনাকে কামড়াতে পারবে না।
চা পাতা পুড়িয়ে
ব্যবহার করা চা পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন। একটি মাটির পাত্রে সেই চা পাতা পুড়িয়ে ধুনোর মতো করে সারা ঘরে ধোঁয়া দিতে পারেন। চা পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের মশা, মাছি পালিয়ে যাবে। এতে মশা তাড়ানো অনেক সহজ হয়।
নিম পাতার ব্যবহার
নিমের তেলের রয়েছে অসংখ্য উপকারিতা। এটি মশা তাড়াতেও সাহায্য করে। নিমের তেল ত্বকে ম্যাসাজ করলে গায়ে মশা বসে না। এতে মশার উৎপাত কমে আসবে। কয়লা বা কাঠ-কয়লার আগুনে নিমপাতা পোড়ালে যে ধোঁয়া হবে তাতেও মশা তাড়ানো সহজ হয়।
সূত্র: ইন্টারনেট
কলি