অবসর আর আনন্দদায়ক মুহূর্তকে আরও রঙিন করে তুলে বাড়িতে বানানো নাশতার কোনো জুড়ি নেই। মাংস মাছ দিয়ে বানাতে পারেন মুখরোচক নাশতা। ঝটপট সহজেই বানিয়ে নিতে পারেন এমন কিছু নাশতার রেসিপি, যা দিয়েছেন কলকাতার রন্ধনশিল্পী সুতপা দে
মাছের পিঁয়াজু
উপকরণ
পেঁয়াজ ২০০ গ্রাম, চিংড়ি ২৫০ গ্রাম, ৩টি কাঁচামরিচ (কুচি), আদা রসুন কুচি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, বেসন ৪ টেবিল চামচ, কালো জিরা ১/৪ চা-চামচ, হলুদ গুঁড়ো ১/৪ চা-চামচ, সাদা তেল পরিমাণমতো (ভাজার জন্য )
প্রণালি
প্রথমে পেঁয়াজ, লবণ, আদা, রসুন কুচি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। (লবণ দেওয়ার পর যে পানি বের হবে, সেই পানিই মাখিয়ে নিতে হবে। প্রয়োজন হলে সামান্য পানি দেওয়া যেতে পারে)। এরপর ৫ মিনিট রেখে দিতে হবে। ৫ মিনিট পর চিংড়ি, কালো জিরা, হলুদ গুঁড়ো, বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম হলে পিঁয়াজু আকারে বানিয়ে লাল করে ভেজে নিতে হবে। এরপর সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মাছের পিঁয়াজু।
চিকেন মোমো
উপকরণ
চিকেন কিমা ১ কাপ, ময়দা ১ কাপ, আদা বাটা ১/৪ চা-চামচ, রসুন বাটা ১/৪ চা-চামচ, গোলমরিচ গুঁড়ো ১/৪ চা-চামচ, সয়াসস ১ চা-চামচ, পেঁয়াজ বাটা আধা চা-চামচ, পানি ১/৪ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি
প্রথমে ময়দা তেল আর লবণ দিয়ে ভালো করে মাখতে হবে। ময়ান যত ভালো হবে মোমো তত নরম হবে। এবার প্যানে তেল দিয়ে একটু গরম করে তাতে কিমা আর বাকি সবকিছু একে একে দিয়ে একটু নেড়ে নামাতে হবে। একটি বাটিতে কিমা ঢেলে ঠান্ডা করতে হবে। এবার ময়দা মাখাটা দিয়ে লুচির মতো ছোট ছোট লেচি কেটে বেলতে হবে। আর তার ভেতর একটু করে কিমার পুর দিয়ে মুখ বন্ধ করতে হবে। এরপর চুলায় স্টিমারে পানি দিয়ে ফুটতে দিতে হবে। পানি ফুটে উঠলে তাতে মোমোগুলো সাজিয়ে ঢাকনা দিয়ে ১০/১২ মিনিট ভাপ দিতে হবে। ভাপ হয়ে গেলে প্লেটে সাজিয়ে গরম গরম সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন চিকেন মোমো।
মাংসের পিঁয়াজু
উপকরণ
পেঁয়াজ ৪টা (বড়ো সাইজের স্লাইস করে কাটা), কাঁচামরিচ ৪টি (মিহি করে কুচানো), মাংস ২৫০ গ্রাম (কুচি করে কাটা), রসুন কুচি ২ টেবিল চামচ (মিহি করে কাটা), মসুর ডালের গুঁড়ো ১ কাপ, ধনেপাতা সামান্য পরিমাণ, লবণ পরিমাণমতো, তেল পরিমাণমতো (ভাজার জন্য )
প্রণালি
প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ লবণ দিয়ে মেখে নিতে হবে। মাংস, মসুর ডালের গুঁড়ো ও ধনেপাতাসহ সব উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে (পানি দেওয়ার প্রয়োজন নেই, পেঁয়াজের সঙ্গে লবণ মাখার সময় যে পানি বের হবে, সেই দিয়ে মাখিয়ে নিতে হবে)। তারপর একটা কড়াইয়ে তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে মিশ্রণটি পেঁয়াজুর মতো বানিয়ে লাল করে ভেজে নিলেই হয়ে গেল মাংসের পিঁয়াজু। সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।