দীর্ঘকাল ধরেই উপমহাদেশের নারীদের কাছে শাড়ির আলাদা কদর আছে। বিভিন্ন দেশের অভিনেত্রীদের কাছেও আছে শাড়ির আলাদা আবেদন। বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের পশ্চিমা পোশাকের পাশাপাশি শাড়ির লুকে দেখা যাচ্ছে। যেকোনো উৎসব, অনুষ্ঠান আর বিশেষ দিনে চোখ ধাঁধানো শাড়ির সাজে হাজির হচ্ছেন তারা।
কারিনা কাপুর খান
বলিউড ডিভা কারিনা কাপুর খানের যেকোনো পার্টিতে লুক থাকে দেখার মতো। তাকে বিভিন্ন অনুষ্ঠানে শাড়িতে দেখা যায়। সানশাইন হলুদ রঙ, গোলাপি শাড়ির সঙ্গে কারিনা ফুল স্লিভ বা বড় হাতার করসেট স্টাইলের ব্লাউজ পরে প্রশংসা পেয়েছেন। মাঝে মাঝে গতানুগতিক স্টাইলে শাড়ি না পরে কোমরের পাশে ঝুলিয়ে আঁচল রাখেন। তার ওয়ারড্রোবের একটি অংশ শাড়ির দখলে।
আলিয়া ভাট
অভিনেত্রী আলিয়া ভাট তো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেওয়ার সময় বিয়ের শাড়ি পরে ছিলেন। শাড়ির যেকোনো লুকে সব সময় মঞ্চে জাদু ছড়ান আলিয়া। শাড়িতে তাকে বেশ সুন্দর ও মার্জিত দেখায়।
কৃতি শ্যানন
কৃতি শ্যাননের শাড়িপ্রীতির কথা সবারই জানা। কৃতি শ্যানন নিজের শাড়ি লুক নিয়ে খুব খুঁতখুঁতে। নিজের সাজ-পোশাক নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন। শাড়িতে এই অভিনেত্রীকে সব সময় চমৎকার লাগে। কৃতির শাড়ি পরা ছবিগুলো ভক্তদের মুগ্ধ করে।
দীপিকা পাড়ুকোন
বলিউড ইন্ডাস্ট্রিতে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা শাড়িতে বেশি মোহনীয় হয়ে ওঠেন। শাড়িতে দীপিকার ভাবটাই যেন বারবার ফুটে ওঠে। সুযোগ পেলে শাড়ি পরতে ভুল করেন না তিনি।
প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া শাড়িতে যেন আরও দেশি হয়ে যান। শাড়ি পরার বেলায় তিনি আধুনিক স্টাইল ধারণ করেন প্রায় সময়। শাড়িতে অপ্রতিরোধ্য প্রিয়াঙ্কার সংগ্রামী রূপটাই যেন ফুটে ওঠে। তার শাড়িতে বারবার ভক্তদের মুগ্ধ করেন।
ক্যাটরিনা কাইফ
শাড়ি ক্যাটরিনা কাইফের পছন্দের পোশাক। বিভিন্ন অনুষ্ঠানে নিজের শ্রেষ্ঠ লুক তৈরি করতে পিছপা হন না। পারিবারিক কিংবা সিনেমার যেকোনো অনুষ্ঠানে এই অভিনেত্রীকে নিয়মিত শাড়ি পরতে দেখা যায়। তিনি নিজের জন্য় এমন শাড়ি বেছে নেন সেটাই হয়ে ওঠে আলোচনার বিষয়। ফ্লোরাল প্রিন্ট, নেটের শাড়ি, জর্জেটের শাড়ি সব শাড়িতে সহজে চোখ ফেরানো যায় না তার থেকে।
অনন্যা পাণ্ডে
বর্তমানে অনন্যা পাণ্ডেকে প্রায়ই শাড়িতে দেখা যায়। শাড়িতে ভক্তদের মন জয় করেছেন এই বলি তারকা। অনন্যার শাড়ির সংগ্রহও বেশ চমৎকার। ফুলস্লিভ ম্যাচিং ব্লাউজের সঙ্গে জমকালো কাজের লাল শাড়ির দারুণ মানায় অনন্যাকে। ক্ল্যাসিক হলুদ শিফন শাড়ির সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজে অনন্যা পাণ্ডে হয়ে ওঠেন অসাধারণ।
তৃপ্তি দিমরি
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। আবেদনময় শারীরিক সৌন্দর্য আর স্নিগ্ধ মুখশ্রীর জন্যই শাড়িতে হয়ে ওঠেন দুর্দান্ত। প্রতিটি শাড়ির লুকে নিজের লাবণ্য ও সৌন্দর্য মেলে ধরেন তিনি। সাদা শাড়ির সঙ্গে নজরকাড়া স্ট্র্যাপের স্লিভলেস, ব্যাকলেস ব্লাউজ কিংবা জর্জেট শাড়ির সঙ্গে আকর্ষণীয় ব্লাউজ পরা তৃপ্তি ভক্তদের হৃদস্পন্দন বাড়িয়ে দেন বহুগুণ।
সারা আলি খান
সারা আলি খান শাড়িতে নজর কেড়েছেন সবার। এই ডিভার শাড়ির প্রতি রয়েছে অন্যরকম ভালোবাসা। শাড়ির পাশাপাশি তিনি চুলের স্টাইল এবং মেকআপ খুব সাধারণ রাখেন। শাড়িতে পরা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন।
জুলিয়া রবার্টস
হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টসকে মাঝে মাঝেই দেখা গিয়েছে শাড়িতে। জুলিয়া পোশাক হিসেবে শাড়ি পরতে ভালোবাসেন। বিভিন্ন কারণে বারবার শাড়িতেই দেখা যায় তাকে।
প্যারিস হিলটন
মার্কিন এই তারকা ভারতে গিয়েছেন শাড়ি পরে। শিল্পী তরুণ তাহিলিয়ানির তৈরি গোলাপি শাড়িতে তিনি সবাইকে মুগ্ধ করেছিলেন।
ইউমনা জাইদি
পাকিস্তানি অভিনেত্রী ইউমনা জাইদি 'তেরে বিন' সিরিয়াল দিয়ে দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন। ইউমনাকে প্রায়ই শাড়িতে দেখা যায়। বেজ এমব্রয়ডারি, শিফন, সুতি শাড়ি তাকে অসাধারণ করে তোলে। নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে পোশাক হিসেবে তার প্রথম পছন্দ হলো শাড়ি।
আয়েজা খান
পাকিস্তানি অভিনেত্রী আয়েজা খানের শাড়ির মার্জিত লুক সবাইকে মুগ্ধ করেছে। শাড়ি শুধু ফ্যাশনে তুলে ধরেননি, নিজের ব্যক্তিত্বকে তুলে ধরেছেন তিনি। শাড়ি তার সৌন্দর্যে যোগ করেছে আলাদা মাত্রা।
হানিয়া আমির
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির শাড়ি পরে নজর কেড়েছেন সবার। লাল, সবুজ সাদা শাড়িতে তিনি তার ভক্তদের মুগ্ধ করেছেন।
কলি