পাতুরির কথা শুনলে বাঙালির জিভে জল আসবেই। মাছ কিংবা সবজি- যেকোনো কিছু দিয়েই তৈরি করা যায় পাতুরি। অনেক সাধারণ খাবার ও পাতুরি করলে খেতে লাগে অসাধারণ। মজাদার কয়েকটি পাতুরির রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ফারজানা রহমান তানিয়া।
কাজলি মাছের পাতুরি
উপকরণ
কাজলি মাছ ২৫০ গ্রাম, লাউপাতা ৪টি পেঁয়াজ আধা কাপ, টমেটো কুচি ২টি, কাঁচা মরিচ ফালি ৫/৬, ধনেপাতা কুঁচি ৪ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ হলুদ গুঁড়া ১ চা চামচ, সরিষার তেল ১/৪ কাপ লবণ স্বাদমতো।
প্রণালি
প্রথমে মাছ, লাউপাতা ভালো করে ধুয়ে নিন। এরপর পাতা ছাড়া সব উপকরণ মেখে পাতার মাঝখানে রেখে মুড়িয়ে কড়াইতে সামান্য সরিষার তেল দিয়ে দুপাশে ভালো করে ভেজে নিন, নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাজলি মাছের পাতুরি।
মাছের ডিমের পাতুরি
উপকরণ
মাছের ডিম ২৫০ গ্রাম, মাঝারি মাপের আলু ৩টি, মাঝারি মাপের পেঁয়াজ ৩টি, কাঁচা মরিচ কুচি ৭-৮টি, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১/২ চা চামচ, কালো সরষে বাটা ২ চা চামচ, শুকনো লাল মরিচ বাটা ২ চা চামচ, সরিষার তেল ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, চিনি সামান্য/স্বাদ মতো
প্রণালি
প্রথমে মাছের ডিম ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিন ও আলুগুলো ভালোভাবে ধুয়ে ঝিরি ঝিরি করে কেটে নিন। এবার মাছের ডিমের পাত্রে ঝিরি ঝিরি করে কাটা আলু দিয়ে একেক করে তাতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা মরিচ কুচি, কালো সরিষা বাটা, শুকনো লাল মরিচ বাটা, সরিষার তেল, হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ ও সামান্য চিনি দিয়ে ভালোভাবে মেখে নিন। এবার কলাপাতাগুলো ভালোভাবে ধুয়ে নির্দিষ্ট আকারে কেটে নিয়ে একেকটি কলাপাতায় পরিমাণমতো মাছের ডিমের মিশ্রণ দিয়ে ভালোভাবে বেঁধে নিন। এরপর একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল গরম করে একেক করে তাতে পুর ভরা কলাপাতাগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে ২০-৩০ মিনিটের জন্য অল্প আঁচে রান্না করুন ও মাঝে একবার ঢাকনা খুলে পাতুরিগুলো একেক করে উল্টে দিন। ৩০ মিনিট পর ফ্রাই প্যান থেকে নামিয়ে সরিষার তেল ও কাঁচা মরিচ দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মাছের ডিমের পাতুরি।
বাঁধাকপির পাতুরি
উপকরণ
মাঝারি বাঁধাকপি ১টি, সাদা সরিষা ২ চা চামচ, কালো সরিষা ১ চা চামচ, পোস্তদানা ২ চা চামচ, কাঁচা মরিচ ৩-৪টি, আতপ চাল (ভিজিয়ে রাখা) ১ চা চামচ, নারিকেল বাটা ১/২ কাপ, প্রয়োজন অনুযায়ী সরিষার তেল, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, মটরশুঁটি ১/২ কাপ, কলাপাতা কেটে রাখা ৪টি।
প্রণালি
প্রথমে কড়াইয়ে পানি লবণ দিয়ে গরম করে ঝিরি ঝিরি করে কাটা বাঁধাকপি দিয়ে ৫-৭ মিনিট ভাপিয়ে পানি ঝড়িয়ে নিন। সাদা সরিষা, কালো সরিষা, পোস্তদানা ও কাঁচা মরিচ একসঙ্গে ভালো করে বেটে নিন। ভিজিয়ে রাখা আতপ চাল ও ভালো করে বেটে নিতে হবে। এরপর একটি পাত্রে ভাপিয়ে রাখা বাঁধাকপি, লবণ, হলুদ গুঁড়া, সরিষা ও পোস্তদানা বাটা, নারিকেল বাটা, মটরশুঁটি, আতপ চাল বাটা ও সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিন। চুলায় কলাপাতাগুলো হালকা সেঁকে তার মধ্যে মেখে রাখা বাঁধাকপির মিশ্রণ দিয়ে ভাজ করে সুতা দিয়ে বেঁধে নিন। ফ্রাই প্যানে তেল গরম করে কম আঁচে ১০-১২ মিনিট উল্টে পাল্টে পাতুরিগুলো ভেজে নিন। ১০-১২ মিনিট পর নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বাঁধাকপির পাতুরি।
কলি