
রাজধানীর আলোকি কনভেনশনের প্রাঙ্গণ রবিবার (১৯ জানুয়ারি) ছিল মিলেনিয়াল, জেন জি ও জেন আলফা—ফ্যাশনপ্রেমী নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত। সমাপনী দিনেও জমজমাট ছিল আয়োজনের মার্কেটপ্লেস, ডিজাইন ল্যাব ও ফুড জোন।
দর্শনার্থীদের মধ্যে থেকে আগ্রহীদের নিয়ে প্রথম দিন থেকেই মার্কেটপ্লেসের বাইরের আলো ঝলমলে ওয়াকওয়েতে করা হচ্ছে ফ্ল্যাশ রানওয়ে। মাঘের হিমেল সন্ধ্যায় গতকালের ফ্ল্যাশ রানওয়ে ছিল বেশ উপেভাগ্য। চারটি থিমে ভাগ করা চার দিনের আর্কা ফ্যাশন উইকের চতুর্থ দিনের থিম ‘সাসটেইনেবিলিটি’। থিমের সঙ্গে মিল রেখে গতকালও দর্শনার্থীদের পোশাকে দেখা গেছে ভিন্নতা।
আর্কা ফ্যাশন উইকের সমাপনী দিনের রানওয়েতে ঢং, তাসা, উড়ুক্কু বাংলাদেশ, ফ্রেন্ডশিপ-কালার অব চরস, গ্রীষ্ম বাই সৌহার্দ্য, ব্লিস ক্লদিং, তান, অরণ্য ও কুহু- ওয়্যারেবল আর্ট তাদের সাসটেইনেবল কালেকশন প্রদর্শনী করে। ৪টি স্লটে মোট ৯টি শো হয়।
.jpg)
প্রথম স্লটে অংশগ্রহণ করে ঢং। এথনিক আমেজের নবাবিয়ানা দেখা গিয়েছে তাদের কালেকশনে। পপিং কালার প্যালেটের শর্ট প্যান্ট ও প্রিন্স কোটের ফিউশন স্টাইল স্যুট, লং কোট, প্রিন্স কোট, সুফি আমেজের আর ওমর খৈয়াম স্টাইল লং কোট ছিল এই কালেকশনে।
পরের শোতে তাসা প্রদর্শন করে তাদের সিগনেচার বোহো কালেকশন। শাড়ি, কাফতান, টপ্স, হাফপ্যান্ট, প্যান্ট, স্কার্ট, সি থ্রু শার্ট, চটের হুডেড গাউন, শার্ট ও প্যান্ট ছিল। সুতি, বেনারসি, ডেনিমের উপর কড়ি, ফ্রিল ও পমপম নজর কেড়েছে পোশাকগুলোতে।
রিসাইকেল ও আপসাইকেল কালেকশন নিয়ে দ্বিতীয় স্লটের প্রথম শো করে উড়ুক্কু বাংলাদেশ। কাফতান, শ্রাগ, হারেম প্যান্ট, স্লিটেড স্কার্ট, স্ট্রেপলেস টপ, জাম্পস্যুট, জ্যাকেট, ওয়াইড লেগ প্যান্টও প্লাস সাইজ ড্রেস ছিল এই কালেকশনে। ‘শ্রমিকের সম্মান দেশের সম্মান’, ‘আমাদের ভূমিকা নিয়ে ভাবি’, ‘যাপন হোক পরিবেশবান্ধব’- শোতে এই বার্তাগুলো উপস্থাপন করেছে উড়ুক্কু। প্যাচ ও কাঁথাসেলাই দিয়ে নকশা করা ছিল তাদের পোশাক।
দ্বিতীয় শোতে ছিলো ফ্রেন্ডশিপ, যারা প্রাকৃতিক রঙ নিয়ে কাজ করে। শাড়ি, থ্রিপিস, কো-অর্ড সেট, কাফতান, শ্রাগ, মিনিড্রেস, শার্ট, ফতুয়া ও টপ ছিল এই কালেকশনে। সুতি, মসলিন, সিল্ক ও খাদি ফেব্রিকে তৈরি করা হয়েছে এই পোশাকগুলো।
তৃতীয় স্লটে ফিউশন ও নিরীক্ষাধর্মী ওয়েস্টার্ন কালেকশন নিয়ে অংশগ্রহণ করে গ্রীষ্ম বাই সৌহার্দ্য। কাট ও প্যাটার্নে ছিল বৈচিত্র্য। ধুতি, মিনি ড্রেস, শার্ট, প্লিটেড বটম, টপ, মিনি স্কার্টে সাজানো এই সংগ্রহ। সাদা, কালো ও বেগুনি রঙ প্রাধান্য পেয়েছে তাদের কালেকশনে। ফারদিন বায়েজিদের ব্লিস ছিল সাসটেইনেবল কালেকশন নিয়ে পরের শোতে।
চতুর্থ স্লটের শো শুরু হয় তানের পরিবেশনা দিয়ে৷ শুরুতেই সকলকে চমকে দিয়ে শোস্টপার হিসেবে র্যাম্প মাতান জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। স্কার্ট, কাট আউট স্ট্রেপলেস টপ, ওয়াইড লেগ প্যান্ট, স্যুট ছিল এই কালেকশনে। অ্যাপলিকে ও ডিজিটাল প্রিন্টে নকশা করা হয়েছে পোশাকগুলো।
অরণ্য শো করে ক্যাজুয়াল ও ফিউশনওয়্যারের কালেকশন নিয়ে। বিভিন্ন দৈর্ঘ্যের ও প্যাটার্নের স্কার্ট, শ্রাগ, স্ট্রেপলেস টপ, বোম্বার্ড, কার্গো প্যান্ট, লং কোট, হারেম প্যান্ট, অ্যাসেমিট্রিক টপ দেখা যায় এই সংগ্রহে। সবগুলো পোশাকই মিনিমাল কিন্তু ট্রেন্ডি। পোশাকগুলোর সজ্জায় ব্যবহার করা হয়েছে লেইস ও কাঁথাসেলাই। নওশিন খায়ের-এর এই পুরো সংগ্রহটিতে ইন্ডিগোর ব্যবহার হয়েছে সবচেয়ে বেশি।
আর্কা ফ্যাশন উইকের পর্দা নামে কুহুর রানওয়ের মাধ্যমে। ইউনি সেক্স পোশাকে সাজানো এই কালেকশন। ডিজাইনার কুহুর অনুপ্রেরণা মোগল আর্ট। ফেলে দেওয়া কাপড়ের টুকরোও কাজে লাগায় তারা৷ শাড়ি,পাঞ্জাবি, বিভিন্ন দৈর্ঘ্যের ও শ্রাগ, কামিজ, শর্ট টপ, কাউল নেকের ফিউশনধর্মী কাফতানে সাজানো এই কালেকশন। কাটের বৈচিত্র্য নজরকেড়েছে সবার।
ফ্যাশন উইকের সমাপনী দিনেও যথারীতি ছিল মাস্টারক্লাস। আর গতকালের সঙ্গীতায়োজনে অংশ নেয় ইন্ডেলো ও দ্য ড্রেসট্রয়ার। তাদের গানগুলোর পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হয়েছেন।
হাসান