
তৃতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে সৃজনশীলতা ও কারুশিল্পের বড় উৎসব ঢাকা মেকার্স ৩। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আগামী ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ উৎসব চলবে।
এবারের উৎসবে থাকছে নতুন আইডিয়া, উদ্ভাবনী অভিজ্ঞতা এবং নির্মাতা ও দর্শদের মধ্যে সংযোগ তৈরির সুযোগ। এটি এমন একটি উৎসব যেখানে শিল্প, নকশা এবং কারুশিল্পকে কাছ থেকে দেখা এবং অনুভব করা যাবে।
দেশের ঐতিহ্যবাহী কারুশিল্প নিয়ে কাজ করা শিল্পীদের সবচেয়ে বড় মিলনমেলা ঢাকা মেকার্স। এক ছাদের নিচে আর্ট, ক্র্যাফটের অনেক কিছুর সমন্বয়।
প্রতি বছর শিল্পীরা নতুনত্ব ও ব্যতিক্রমী ভাবনার শিল্পকর্ম নিয়ে হাজির হবেন উৎসবে। এবারের উৎসবে যুক্ত হচ্ছেন প্রায় ৮০ জন নবীন ও প্রবীণ শিল্পী। তাদের হাতে গড়ে তুলা দশটির ও বেশি ঐতিহ্যবাহী কারুশিল্প, তিনশ’র ও বেশি শিল্পকর্মের পসরা বসবে। এবারের শিল্পকর্মে এমব্রয়ডারি, সিরামিক, চামড়াজাত ও পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরির প্রাধান্য দেখা যাবে। সেইসঙ্গে প্রদর্শিত হবে বাঁশের পণ্য, নকশি কাঁথা জামদানি পণ্য ও এসবের বুনন প্রক্রিয়া।
কারুশিল্প বাণিজ্যে আগ্রহী তরুণদের জন্য থাকবে মোট ১৯ টি ওয়ার্কশপ। যেখানে আগ্রহী প্রার্থীরা অভিজ্ঞ কারিগরদের কাছে শিখতে পারবেন টাইপোগ্রাফি ডিজাইন, পটচিত্র, নকশি কাঁথা ও জামদানি বুনন। এছাড়াও বৈচিত্র্যময় কর্মশালাগুলোর মাধ্যমে নিজেদের সৃজনশীলতা সবার কাছে শেয়ার করতে পারবেন শিল্পী ও আর্টিজানরা।
চিত্রশিল্পের বাজারকে সহজলভ্য করতে উৎসবে থাকছে নবীন ও অভিজ্ঞ শিল্পীদের হাতে আঁকা পেইন্টিং, পটচিত্র ও ফটোগ্রাফির বাজার।
প্রতি রাতেই বাড়তি আকর্ষণ হিসেবে থাকবে সঙ্গীতায়োজন। সঙ্গীত পরিবেশন করবেন মুইজ মাহফুজ, কৃষ্ণকলি, রেহমান ডুয়ো, সাবকনশাস, মেট্রোলাইফ, কফিল আহমেদ প্রমুখ। এছাড়া থাকবে খাবারের প্যাভিলিয়ন। জনসাধারনের জন্য প্রবেশ মূল্য হল ৩০০ টাকা।
পাঁচ দিনব্যাপী সঙ্গীত, শিল্পীকর্ম ও শিল্পানুরাগীদের সম্মিলিত এই উৎসবের পৃষ্ঠপোষকতা করেছে সিটি ব্যাংক পিএলসি। ওয়ার্কশপ ও এন্ট্রি টিকিট কিনতে ভিজিট করুন
কলি