
প্যারিস কতুর উইক ২০২৫ শেষ হলো ৩০ জানুয়ারি। বিশ্বের বিখ্যাত সব ফ্যাশন ব্র্যান্ডের এই ফ্যাশন সপ্তাহ উপলক্ষে প্যারিস সেজেছিল উৎসবের রঙে। ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া স্প্রিং/সামার এডিশনের এই কতুর উইকের পোশাক প্রদর্শন করে বিখ্যাত ব্র্যান্ডগুলো। চোখধাঁধানো ট্রেন্ডি পোশাক আর মেকআপে আলোড়ন তুলেছে নেটজুড়ে। বিখ্যাত তারকাদের পদচারণে মুখর হয়ে ওঠে প্যারিস ফ্যাশন উইক।
শিয়াপারেল্লি
শিয়াপারেল্লি প্রতিবারের মতো এবারও তাদের সংগ্রহে চমক নিয়ে এসেছিলেন। স্কাল্পচারাল গাউন পরে র্যাম্প মাতিয়েছেন সুপার মডেল কেন্ডাল জেনার। কোরসেট গাউনটিতে যোগ করা হয়েছে ড্রামাটিক প্রসিউডিং হিপ। ২০২৫ সালের প্যানটোন কালার মোকা মুস থেকে পোশাকটির রঙ নির্বাচন করা হয়েছে। এ ছাড়া পোশাকটিতে বিশেষ ধরনের সিনওয়াজেরি এমব্রয়ডারি নকশা করা হয়েছে। এ ছাড়া বাদামি, পেস্ট রঙয়ের পোশাকগুলো ছিল আলোচনায়।
ডিওর
কালো কুচকুচে সিসিলিয়ান ব্ল্যাক উইডো কস্টিউমকে গ্ল্যামারাস রূপ দেওয়া একমাত্র ডিওরের পক্ষেই সম্ভব। ডিওরের কালো রঙের শিয়ার পোশাকে হাজির হয়েছেন বলিউড ডিভা সোনম কাপুর। অ্যানিমেল ফারের ওভারকোটটি সোনমের স্টাইল স্টেটমেন্টে যোগ করেছে বিশেষত্ব। এ ছাড়া কালো লং ফ্রকের সঙ্গে কালোবোম্বার কলার লেদার জ্যাকেটে প্যারিস কতুর উইকে হাজির হয়েছেন কে পপ তারকা জিসু। ক্যাজুয়াল স্টাইলের এই পোশাকটিতে তার লুক ছিল অসাধারণ।
শ্যানেল
মডেল কাইলি জেনার, যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী দুয়া লিপা শ্যানেলের শোতে হাজির হয়েছিলেন। কাইলি জেনার শ্যানেলের রাউন্ড সাদা মিনি স্কাট এবং টুইডে ম্যাচিং ক্রপড জ্যাকেট বেছে নিয়েছিলেন। ব্লাশ করা গাল এবং প্রবাল-টোনড লিপস্টিক পরে নজর কেড়েছেন সবার। দুয়া লিপা সম্পূর্ণ কালো পোশাকে নজর কেড়েছে সবার।
জর্জিও আরমানি
জর্জিও আরমানি প্যারিসের হাউট ক্যুচারে তাদের ২০ বছর পূর্তি করেছেন। এবারের পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণের ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে পোশাক ডিজাইন করা হয়েছে। পোশাকগুলো জাপানির কিমোনো আদলে নকশা করা হয়েছে। পলিনেশিয়া, উত্তর আফ্রিকা, চীন ভারতের ব্যবহৃত রং এবং সিলুয়েট বেছে নেওয়া হয়েছে। সংগ্রহের শিরোনাম নাম ‘Lumierès’ মানে আলো। সমগ্র সংগ্রহজুড়ে মুক্তার ব্যবহার ফুটে উঠেছে, যা অলঙ্করণ এবং প্রশান্তির প্রতীক, হিসেবে আরমানি মোটিফ ব্যবহার করা হয়েছে। এশিয়া থেকে অনুপ্রাণিত হয়ে কালো গাউনে চকচকে রুপালি সুতোর কাজ করা হয়েছে। ফিট করা জ্যাকেটগুলোতে জটিল সুচিকর্মের সঙ্গে ঝলমলে, শোটির সেটিং, পালাজো আরমানির মধ্যে ডেমি মুর এবং জেসিকা বিয়েলসহ অনেকে হাজির হয়েছেন।
রাহুল মিশ্র
ভারতীয় ডিজাইনার রাহুল মিশ্র এবারের ফ্যাশন উইকে জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগানের প্যাল ব্লু ডট কবিতা এবং হিন্দু ধর্মগ্রন্থ দ্বারা অনুপ্রাণিত হয়ে পোশাক ডিজাইন করেছেন। তার পোশাকের স্পার্কিং স্ট্রাকচারালগুলো বেশ আকর্ষণীয়। কালো জাম্প স্যুটে কাক দিয়ে ডিজাইন করা হয়েছে। তার এই সংগ্রহের জন্য রংয়ের ক্ষেত্রে বাড়াবাড়ি করেননি। কালো রং বেশি দেখা গেছে।
এলি সাব
প্যারিস ফ্যাশন উইকে বসন্ত ও গ্রীষ্মের গরমে ফ্যাশনপ্রেমীরা স্টাইলিশ ও আরামদায়ক পোশাক পরতে পছন্দ করেন। তেমন পোশাকই তৈরি করেছেন লেবানিজ ডিজাইনার এলি সাব। তার সংগ্রহে আধুনিক রাজকুমারী গাউন, সূক্ষ্ম সুচিকর্ম এবং অনবদ্য লাইন দিয়ে সজ্জিত গাউনগুলো বেশ প্রশংসা পেয়েছে। এ ছাড়া মিনি ড্রেস, স্লিপ ড্রেস, শর্ট-স্যুট, ফ্রিঞ্জ দেওয়া স্কার্ট, থাই স্লিট স্কার্ট, জিনস, জ্যাকেট, ওভারকোট, ফ্রিঞ্জ সব পোশাক নজর কেড়েছে। আরামদায়ক পার্টি ড্রেস ও লেসের সিম্পল স্লিপ ড্রেসগুলো বেশ সাড়া ফেলেছে। বলিউড তারকা সোনম কাপুর ২৯ জানুয়ারি শোতে এলি সাবের সংগ্রহ থেকে একটি সম্পূর্ণ সাদা পোশাক পরেছিলেন।
কলি