
ভালোবাসা দিবসে সবাই তাদের কাছের মানুষকে উপহার দিয়ে নিজের মনের ভালোবাসা জানান দেন। প্রেমিক-প্রেমিকারা এই দিনে ভালোবাসা উদযাপন করে বলে, সিঙ্গেলরা দিনটি এড়িয়ে যান। ভালোবাসা দিবসে না হয় নিজেকে ভালোবাসলেন। নিজের জন্য সময় বের করে নিজেকে সময় দিলেন। নিজের মতো করে দিনটি উদযাপন করলেন।
নিজেকে সময় দিন
ভালোবাসা দিবসে নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন। সারা দিন আনন্দের সঙ্গে থাকুন। একাই চলে যেতে পারেন পছন্দের রেস্টুরেন্টে। খেতে পারেন পছন্দের খাবার। হাতে সময় থাকলে নিজের পছন্দের কাজগুলো করতে পারেন। বাগানের গাছ, পোষা প্রাণী কিংবা নিজের প্রতিও ভালোবাসা প্রকাশ করতে পারেন। এতে আপনি ভালো বোধ করবেন। এ ছাড়া নিজের প্রশংসা করুন। পরবর্তী সময়ে কী করতে চান তার পরিকল্পনা করুন, যা করতে ভালো লাগে এই দিনে তা-ই করুন। ভালোবাসা দিবসে নিজেকে নিজে ভালোবাসুন।
উপহার দিন
ভালোবাসা দিবসে আপনার প্রিয়জনকে কিছু উপহার দিতে পারেন। প্রিয়জন মানে প্রেমিক/প্রেমিকা নয়, প্রিয়জন যে কেউ হতে পারেন। পরিবারের সদস্য, বন্ধু, শিক্ষক কিংবা অন্য যে কাউকেই উপহার দিতে পারেন।
সিঙ্গেল বন্ধুর সঙ্গে সময় কাটানো
যে বন্ধুরা আপনার মতো সিঙ্গেল, তাদেরকে নিয়ে আজ ডিনার পার্টির আয়োজন করুন। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারলে আপনার মনও ভালো হয়ে যাবে। একই সঙ্গে নাচ-গানের ব্যবস্থা থাকলে আড্ডা আরও জমে উঠবে এবং মন খারাপও কাটবে। এ ছাড়া দুজন মজা করে দিনটি কাটিয়ে দিন। ঘুরে আসতে পারেন প্রিয় কোনো জায়গা থেকে, কিংবা ঘরে বসেই আড্ডা দিতে পারেন। বন্ধু পাশে থাকলে একঘেয়ে লাগার কোনো সুযোগই নেই।
নতুন কোনো খাবার রান্না করা
যারা রান্না করতে ভালোবাসেন, তারা এই দিনে বিশেষ রান্না করতে পারেন। পরিবার-পরিজন না থাকলে নিজের জন্য চমৎকার কোনো আইটেম রান্না করে নিজেকে খুশি করতে পারেন। এতে নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যাবে। চাইলে নিজের পরিজনদের সঙ্গে সময়টা উপভোগ করতে দাওয়াতও দিতে পারেন।
পরিবারের সঙ্গে সময় কাটানো
ভালোবাসার দিনটি পরিবারের সদস্যদের জন্য রাখুন। বাড়ির সবাই মিলে রান্না করুন অথবা বাইরে থেকে ঘুরেও আসতে পারেন। বাসায় বসে পুরোনো দিনের স্মৃতিচারণ করে সময়টা স্মরণীয় করে রাখতে পারেন।
কাছের মানুষদের খোঁজ নেওয়া
কাছের মানুষ, অসংখ্য স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা প্রিয়মুখ, কিন্তু ব্যস্ততার কারণে খোঁজ নেওয়া হয় না- এমন বাস্তবতার সঙ্গে পরিচিত আমরা সবাই। ভালোবাসা দিবসে সেসব কাছের মানুষের খোঁজ নিন, তাদের ভালোবাসা জানান।
পছন্দের সিনেমা দেখা
বাড়িতে বসে পছন্দের সিনেমা দেখে নিতে পারেন। বাড়িতেই বানিয়ে নিতে পারেন সিনেমা হলের আবহ। পপকর্ন, কোল্ড ড্রিংক খেতে খেতে সিনেমার পর্দায় চোখ রাখলে, দেখবেন মনখারাপ মেঘের মতো কোথায় ভেসে গেছে।
সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা
এই দিনে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। ফেসবুক ফিডে শুধু দম্পতিদের ছবিই দেখা যাবে, যা দেখে আপনার মন খারাপ হতে পারে। এ কারণে নিজেকে আজ এসব থেকে দূরে রাখুন ও ইতিবাচক চিন্তা করুন।
বইয়ের সঙ্গে থাকা
সারা দিন বন্ধু, আড্ডা আর অন্তর্জালের দুনিয়ায় ঘুরে, অফিসের ঝামেলা থাকে বলে নিজের পছন্দের বই পড়তে পারেন না। বিশেষ দিনে বেছে নিতে পারেন কিছু বই। ভালোবাসা দিবসে বইয়ের মাঝে হারিয়ে যেতে পারেন। এই দিনে নিজেকে ব্যস্ত রাখতে ডুব দিতে পারেন বইয়ের পাতায়। সময়টাও ভালো কাটবে।
কলি