
এবারের ভালোবাসা দিবসে হোক ভিন্ন কিছু। কেক ও চকলেটের পাশাপাশি মাংস, সবজি দিয়ে বানাতে পারেন নানা পদ। ভালোবাসা দিবস উপলক্ষে ভিন্ন ধরনের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা
মচমচে চিকেন
উপকরণ
চিকেন ১টি (১২০০ গ্রাম), আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, ধনে ও জিরা গুঁড়া ১ চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়া ১ চা চামচ, সয়া সস ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, ডিম ১টি, লবণ স্বাদমতো, কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, সয়াবিন তেল ভাজার জন্য।
প্রণালি
মুরগি ৮ টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পরে আদা ও রসুন বাটা সয়াসস, লেবুর রস, ধনে ও জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, কাশ্মীরি মরিচ গুঁড়া, চিনি, লবণ, গরম মসলা গুঁড়া দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। পরে ঢাকনাসহ তাপে ৫/৭ কম তা হলে কর্নফ্লাওয়ার মিনিট সেদ্ধ করে নিন। পরে ঠাণ্ডা ও ডিম ভেঙে দিয়ে আলত হাতে হাতে মাখিয়ে ডুবা তেলে সোনালি করে ভেজে নিন। তৈরি হয়ে গেল মচমচে চিকেন।
ফুলেল পোলাও
উপকরণ
পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, ডিম ২টি, ফুলকপি ২ কাপ, গাজর ১ কাপ, পেয়াজ কুচি ২ টেবিল চামচ, চিনি ও লবণ স্বাদমতো, ক্যাপসিকাপ কুচি আধা কাপ, সয়া সস ২ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ, সাদা গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, ঘি ২ টেবিল চামচ সয়াবিন তেল আধা কাপ।
প্রণালি
গাজর ও ফুলকপি ফুটন্ত পানিতে বেকিং পাউডার ভেতর দিয়ে ৫ মিনিট সেদ্ধ করে নিন। চাল ১ ঘণ্টা ভিজিয়ে রেখে ফুটন্ত পানিতে হাফ সেদ্ধ করে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি সামান্য ভেজে ডিম দিয়ে ঝুড়ি করে ভেজে গাজর ও ফুলকপি দিয়ে সয়া সস, চিনি, টোস্টিং সল্ট, লবণ দিয়ে নেড়ে সেদ্ধ করা চাল দিয়ে ঢাকনাসহ ৫/৭মিনিট রান্না করে ঘি, গোল মরিচ গুঁড়া, ক্যাপসিকাপ দিয়ে নেড়ে আবারও ৫ মিনিট রান্না করে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ফুলেল পোলাও।
বিটের রঙিন জুস
উপকরণ
বিট ৩টি, বিট লবণ আধা চামচ, চিনি আধা কাপ, টক দই আধা কাপ, গুঁড়া দুধ ২ কাপ, পানি ৩ কাপ, আইস কিউব প্রয়োজনমতো, পুদিনা পাতা সামান্য, সাদা গোল মরিচ গুঁড়া ১/৪ চামচ।
প্রণালি
বিট ভালো করে ধুয়ে খোসা ফেলে কুচি করে কোট নিন। এরপর ব্লেন্ডারে বিট কুচি, পানি আর সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন। পরে গ্লাসে ঢেলে আইস কিউব আর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গলে বিটের রঙিন জুস।
কলি