আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী। আসুন, জেনে নিই আজকের রাশিফল-
মেষ : (২১ মার্চ-২০ এপ্রিল)
চলাফেরায় সতর্ক থাকা প্রয়োজন। পারিবারিক ও সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। কর্মসংক্রান্ত যোগাযোগ শুভ। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। প্রতিটি কাজ ধৈর্যের সঙ্গে সম্পন্ন করুন।
বৃষ : (২১ এপ্রিল-২০ মে)
পারিবারিক সহানুভূতি ও সহনশীলতা বাড়বে। কোনো ধরনের অলসতাকে প্রশ্রয় না দেওয়াই ভালো হবে। সম্পর্কের ক্ষেত্রে সন্দেহপ্রবণ মানসিকতা পরিহার করুন। কাজের জায়গায় আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে। আর্থিক যোগাযোগ বাড়বে।
মিথুন : (২১ মে-২০ জুন)
পারিবারিক জীবন আনন্দঘন হবে। প্রিয়জনদের সঙ্গে প্রীতিপূর্ণ সম্পর্ক হবে। পেশাগত কাজে ধৈর্য ও একাগ্রতা বৃদ্ধি করুন, সফলতা পাবেন। হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে রাখতে হবে। আর্থিক যোগাযোগ বাড়বে। ভ্রমণ শুভ।
কর্কট : (২১ জুন-২০ জুলাই)
উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ। কারও কারও কর্মসংক্রান্ত বিষয় শুভ। বিদেশসংক্রান্ত যোগাযোগ শুভ। পেশায় সফলতা পাবেন। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। স্বাধীন পেশায় সফলতা পাবেন। মানসিক অস্থিরতা ও উদ্বিগ্নতা পরিহার করুন।
সিংহ : (২১ জুলাই-২০ আগস্ট)
বৈদেশিক কর্মসংস্থান ও ভ্রমণ আপনার জন্য শুভ। কাজের জায়গায় মানিয়ে চলার চেষ্টা করুন। রাগ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। আত্মীয়স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। গবেষণামূলক কাজে সফলতা পাবেন। সামাজিক যোগাযোগ বাড়বে। পেশাগত জীবনে সম্মান পাবেন। আপনার সামাজিক পরিমণ্ডলে ভাবমূর্তি ইতিবাচক হবে। ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে।
কন্যা : (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কর্মব্যস্ততা বাড়বে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে। আর্থিক ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে। মানসিক অস্থিরতা কমবে। পারিবারিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন।
তুলা : (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পেশাগত কাজে আপনার গৃহীত পদক্ষেপ ইতিবাচক হবে। যেকোনো বিষয় নিয়ে কৌশলী হলে ভালো হবে। রাগ বা জেদ নিয়ন্ত্রণে রাখা উচিত হবে। বুদ্ধিবৃত্তিক ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। দাম্পত্য ও পারিবারিক বিষয় নিয়ে ইতিবাচক থাকার চেষ্টা করুন। সম্পত্তিসংক্রান্ত বিনিয়োগে সতর্ক থাকা প্রয়োজন। প্রেম ও রোমান্টিক যোগাযোগ শুভ।
বৃশ্চিক : (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কাজের মধ্যেই জীবনের অর্থ খুঁজে পাবেন। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা ও অনুপ্রেরণা পাবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। যানবাহন চলাচলে সাবধানে থাকতে হবে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। ভ্রমণ শুভ।
ধনু : (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। চলাফেরায় সতর্ক থাকা প্রয়োজন। পারিবারিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। আপনার গৃহীত সিদ্ধান্ত ইতিবাচক হবে। আর্থিক যোগাযোগ বাড়বে। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। মানসিক অস্থিরতা ও চাপ নিয়ন্ত্রণের জন্য কিছুটা সময় মৌন থাকুন।
মকর : (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। দাম্পত্য ও পারিবারিক বিষয় আপনার জন্য শুভ। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। সামাজিক যোগাযোগ বাড়বে। ভ্রমণ শুভ।
কুম্ভ : (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দাম্পত্য ও পারিবারিক বিষয় আপনার জন্য শুভ। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। সামাজিক যোগাযোগ বাড়বে। ভ্রমণ শুভ।
মীন : (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। স্বাধীন পেশায় জড়িতদের সুনাম ও মর্যাদা বাড়বে। দূর থেকে কোনো সুখবর পেতে পারেন। ভ্রমণ শুভ।