অন্যান্য দিনের মতো আজকের দিনটিও ভালমন্দ মিশিয়ে কাটবে। কোন রাশির জন্য দিনটি কেমন? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী-
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
মানসিক অস্থিরতা বাড়বে। নেতিবাচক মন্তব্য বর্জন করুন। কাজকর্মে আরও মনোযোগ বৃদ্ধি করুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। উত্তেজিত অবস্থায় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
কেউ কেউ স্থায়ীভাবে বিদেশ যাওয়ার সুযোগ পাবেন। পারিবারিক বিষয়ে উত্তেজিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না। বয়োজ্যেষ্ঠর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
মিথুন | ২১ মে-২০ জুন
ধৈর্য ও ধারাবাহিকতার অভাব দেখা দিতে পারে। পেশাগত অগ্রগতি হবে। পারিবারিক ও প্রিয়জনের সঙ্গে আরও নিবেদিত হতে হবে। তবে আপনি মাধুর্যমণ্ডিত ব্যক্তিত্ব দ্বারা প্রিয়জনকে আকর্ষিত করতে পারবেন।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
গোপনীয়তা বজায় রাখুন। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সংযত রাখতে পারলে আপনি সুখী হবেন। জনকল্যাণমূলক কাজে গভীর আগ্রহবোধ করবেন।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
হিসেবি ও কুশলী হতে হবে। আর্থিক অবস্থা ওঠানামা করবে। ভুল বোঝাবুঝি ও শত্রুতা সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভসূচনা হওয়ার যোগ লক্ষ করা যায়।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
কাউকে নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকুন। দূর থেকে কোনো সংবাদ আপনাকে বিচলিত করতে পারে। শরীর ভালো যাবে না। বিদেশ যাত্রা এবং বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
আবেগ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে সতর্ক হতে হবে। প্রেম-রোমাঞ্চ শুভ। প্রিয়জন কারও সহযোগিতা উন্নতির সহায়ক হবে।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
মানসিক উদ্যম, সাহস, উৎসাহ বাড়বে। শুরুতে কর্মব্যস্ততা বাড়বে। পারিবারিক শান্তি অনুভব করবেন। সামাজিক যোগাযোগ বাড়বে। রোমান্টিক সম্পর্ক শুভ।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
প্রিয়জন কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। পেশাগত কাজে কিছুটা সফল হতে পারেন। চাকরিজীবীদের ব্যস্ততা বাড়বে। তবে আর্থিক চাপে থাকতে পারেন।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
কোনোরকম রাগ-জেদ ক্ষতির কারণ হতে পারে। প্রেমসংক্রান্ত যোগাযোগ শুভ। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যেকোনো বিষয় ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিলে ভালো হবে।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে। পেশাগত কাজে ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখুন। যানবাহন চলাচলে সতর্ক থাকুন।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
অমিতব্যয়িতা নিয়ন্ত্রণ করুন। আপনার ইচ্ছাশক্তি বৃদ্ধি করুন। ভ্রমণে সুযোগ থাকলেও খুবই সতর্ক থাকতে হবে। সুযোগকে কাজে লাগাতে হবে। প্রেমের ব্যাপারে মান-অভিমান চলবে।