ঢাকা ২৯ অগ্রহায়ণ ১৪৩১, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

সোমবার কেমন কাটবে কোন রাশির জাতকদের, জানুন রাশিফলে

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৮:১০ এএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৮:১০ এএম
সোমবার কেমন কাটবে কোন রাশির জাতকদের, জানুন রাশিফলে
রাশিফল

অন্যান্য দিনের মতো আজকের দিনটিও ভালমন্দ মিশিয়ে কাটবে। কোন রাশির জন্য দিনটি কেমন? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী-

মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
কর্মক্ষেত্রে ঝামেলা এড়িয়ে চলুন। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। তবে প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পেশাগত কাজে দায়িত্ব বাড়বে। ভ্রমণ শুভ।

বৃষ | ২১ এপ্রিল-২০ মে
আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। আয় উন্নতির সুযোগ পাবেন। ভ্রমণের সুযোগ তৈরি হবে। পারিবারিক বিষয়ে যত্নশীল হোন।

মিথুন | ২১ মে-২০ জুন
ব্যবসায় বিনিয়োগের জন্য বেশ ভালো সময়। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। নিজের ভুল সিদ্ধান্তের জন্য অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

কর্কট | ২১ জুন-২০ জুলাই
ব্যবসায় বিনিয়োগের জন্য বেশ ভালো সময়। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। নিজের ভুল সিদ্ধান্তের জন্য আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। দেয় নিয়ন্ত্রণ করা কঠিন হবে। প্রেমে সফলতা পাবেন।

কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিগত প্রচেষ্টায় সফলতা পাবেন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। আর্থিক পরিস্থিতি ওঠানামা করবে।

তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
অপ্রিয় সত্য কথা বলা থেকে বিরত থাকুন। পারিবারিক বিষয়ের মতের অমিল ও ভুল বোঝাবুঝি বাড়বে। দাম্পত্য জীবনে সংযমী আচরণ করা উচিত।

বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
মানসিক অবসাদগ্রস্ততায় ভুগবেন। আয় পর্যন্ত ভালো হবে। নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মসূত্র ভ্রমণের যোগাযোগ তৈরি হবে। বিনিয়োগের জন্য ভালো সময়।

ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
মন-মেজাজ খারাপ হতে পারে। কোনো কারণে হতাশায় ভুগতে পারেন। অনিয়ন্ত্রিত ব্যয়ের কারণে মানসিক অস্থিরতা তৈরি হবে।

মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
অর্থ ভাগ্য মধ্যম। সুনাম ও মর্যাদা বাড়বে। বিনিয়োগে লাভবান হবেন। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে না।

কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
জীবনকে গভীরভাবে উপলব্ধি করুন। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। প্রেমে ভুল বোঝাবুঝি হবে।

মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
অসুস্থতা জনিত ব্যয় বাড়বে। প্রেম-রোমাঞ্চ শুভ। পারিবারে শান্তির আমেজ বজায় থাকবে। অবিবাহিতদের বিয়ের যোগাযোগ বাড়বে। পরিকল্পনা অনুযায়ী সফলতা পাবেন।

ছুটির দিন শুক্রবার কোন রাশির জাতকদের কেমন কাটবে?

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:১১ এএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:১২ এএম
ছুটির দিন শুক্রবার কোন রাশির জাতকদের কেমন কাটবে?
রাশিফল

রাশিফল জ্যোতিষশাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে ভবিষ্যৎবাণী করা হয়। রাশিফল ​​ভবিষ্যদ্বাণী করে যে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি আপনার জীবনকে কীভাবে প্রভাবিত করবে। আপনার ক্যারিয়ার, অর্থভাগ্য, প্রেমজীবন এবং স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্রী? জেনে নিন এক নজরে-

মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
সব বিবেচনায় ভালো থাকবেন। বুদ্ধির ভুলে প্রেমে ভুল বোঝাবুঝি। পেশাগত শত্রুতা বাড়বে। ব্যবসাসংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন। প্রিয়জনের সঙ্গে আনন্দ অনুভব করবেন। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

বৃষ | ২১ এপ্রিল-২০ মে
মানসিক চঞ্চলতার জন্য প্রেমে ব্যর্থ হবেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। স্বাস্থ্যে মনোযোগী হোন। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন। বিনিয়োগসংক্রান্ত বিষয় আপনার অনুকূলে থাকবে। ভ্রমণ শুভ।

মিথুন | ২১ মে-২০ জুন
প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। কাজের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হবে। ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন। আর্থিক বিষয়ে যত্নশীল হোন।

কর্কট | ২১ জুন-২০ জুলাই
প্রিয়জন সম্পর্কে ইতিবাচক থাকুন। ব্যয় নিয়ন্ত্রণ করুন। নিজের সন্তানের প্রতি যত্নশীল হোন। স্পষ্ট কথা বলার জন্য মতানৈক্য হবে। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন।

সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
সুস্বাস্থ্যের জন্য ইন্দ্রিয় সংযম প্রয়োজন। প্রয়োজনে গুরুগম্ভীর হোন। রাগ খুব জমিয়ে রাখবেন না। শত্রু সম্পর্কে সচেতন হোন। প্রেমে সফলতা পাবেন।

কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। আয় উন্নতির সুযোগ পাবেন। ভ্রমণের সুযোগ তৈরি হবে। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন।

তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
পারিবারিক জীবনে পজিটিভ থাকুন। শারীরিক সুস্থতার জন্য নিয়মিত ব্যয়াম করুন। ব্যয় নিয়ন্ত্রণ করুন। নিজের সন্তানের প্রতি যত্নশীল হোন। যানবাহন চলাচলে সতর্ক হোন। স্পষ্ট কথা বলার জন্য মতানৈক্য হবে। 

বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
সঠিক ডায়েট মেনে চলুন। মানসিকতা ও শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। অফিসে ইতিবাচক মনোভাব পোষণ করুন। প্রেমে মানসিক অস্থিরতা বাড়বে।

ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
মানসিক দৃঢ়তাবৃদ্ধি করুন। নেতিবাচক পরিবেশ থেকে নিজকে সরিয়ে রাখুন। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।

মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
ব্যবসায়িক যোগাযোগ শুভ। স্বাস্থ্যে মনোযোগী হোন। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন। বিনিয়োগসংক্রান্ত বিষয় আপনার অনুকূলে থাকবে। ভ্রমণ শুভ।

কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
মন-মেজাজ তেমন ভালো যাবে না। পারিবারিক কোনো সমস্যা সমাধানের দিকে যেতে পারে। গোপন শত্রুতা পিছু হটবে। আয় উন্নতি হবে।

মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
মন-মেজাজ ভালো যাবে। ব্যয় বেশি হবে, আয় কম হবে। সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। ব্যবসায় ভালো করবেন। দাম্পত্য জীবন গতানুগতিক চলবে। বন্ধুত্বে ভুল বোঝাবুঝি হতে পারে।

কেমন কাটবে বৃহস্পতিবার, জানুন রাশিফল দেখে

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ এএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ এএম
কেমন কাটবে বৃহস্পতিবার, জানুন রাশিফল দেখে
রাশিফল

আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চৌধুরী। কোন রাশির জাতকদের আজ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই প্রতিবেদনে দেখে নিন।

মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল 
প্রত্যয় ও ধৈর্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। অফিশিয়াল নিয়মকানুন সম্পর্কে সচেতন হোন। পারিবারিক জীবনে পারস্পরিক সমঝোতা ও সহমর্মিতা বাড়ান। স্বাস্থ্যে সচেতন হোন।

বৃষ | ২১ এপ্রিল-২০ মে
প্রত্যেকটি বিষয়ে আশাবাদী থাকুন। পারিবারিক জীবনে আনন্দ অনুভব করবেন। অফিশিয়াল বিষয় নিয়ে জটিলতা বাড়তে পারে। আর্থিক বিষয় আপনার অনুকূলে থাকবে না। কর্মব্যস্ততা বাড়বে। দক্ষতার জন্য অফিসে আপনার মূল্যায়ন বাড়বে।

মিথুন | ২১ মে-২০ জুন  
পরিবারে প্রত্যেককে তার নিজস্ব বৈশিষ্ট্য দিয়ে মূল্যায়ন করুন। ব্যবস্যা-বাণিজ্যে সফলতা আসবে। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে।

কর্কট | ২১ জুন-২০ জুলাই
আপনার ভাগ্য বেশ সুপ্রসন্ন। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। নানামুখী চাপে থাকবেন। প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন।

সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
মানসিকভাবে উৎফুল্ল থাকার চেষ্টা করুন। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। অতিরিক্ত ব্যয়ের কারণে মানসিক অস্থিরতা বাড়বে। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন। কর্মে পরিপূর্ণতা পাবেন।

কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বরs
শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। আর্থিক ও মানসিক চাপে থাকতে পারেন। বিদেশসংক্রান্ত যোগাযোগ শুভ। অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে। মানসিক অস্থিরতা বাড়বে।

তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। অফিসে কাজের চাপ বাড়বে। ব্যবসায়িক সফলতা আসবে। পারিবারিক বিষয়ে মানসিক চাপে থাকবেন।

বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। সম্পত্তিসংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়। চাকরিজীবীদের কাজের চাপ বাড়বে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
মানসিকভাবে প্রাণবন্ত থাকবেন। উচ্চশিক্ষার জন্য শুভ সময়। সব ধরনের দ্বন্দ্ব এড়িয়ে চলুন। ব্যবসা-বাণিজ্যে দারুণ উন্নতির সুযোগ পাবেন। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
নেতিবাচক চিন্তা পরিত্যাগ করুন। আর্থিক বিষয় নিয়ে টেনশন বাড়বে। মাতৃস্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে। মার্কেটিং পেশায় যুক্তদের জন্য শুভ সময়। সম্পর্কে দৃঢ়তা বাড়বে। যাত্রা শুভ।

কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
অপ্রত্যাশিত কোনো ঝামেলায় পড়তে পারেন। পারিবারিক জীবনে অনেক উৎসাহ ও উদ্দীপনা বাড়বে। বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্তদের জন্য ভালো সময়। আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
শরীরের প্রতি যত্মবান হোন। ব্যবসায়ীদের জন্য শুভ সময়। আপনার আয়-উপার্জন বৃদ্ধি পাবে। প্রিয়জনের সঙ্গে সখ্য বাড়বে। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

সিংহ রাশি লেনদেনে সচেতন থাকুন, রাগ নিয়ন্ত্রণে রাখুন ধনু

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ এএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ এএম
সিংহ রাশি লেনদেনে সচেতন থাকুন, রাগ নিয়ন্ত্রণে রাখুন ধনু
রাশিফল

আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চৌধুরী। কোন রাশির জাতকদের আজ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই প্রতিবেদনে দেখে নিন।

মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল  
শারীরিক সুস্থতায় মনোযোগী হোন। কথাবার্তায় যথেষ্ট সচেতন হোন। প্রতিযোগিতামূলক কাজে সফলতার সম্ভাবনা আছে। এ সপ্তাহে অনেকের শুভ পরিণয়ের সম্ভাবনা আছে। রোমান্স শুভ।

বৃষ | ২১ এপ্রিল-২০ মে
বিনোদন ও সৃজনশীল কাজে সফলতা পাবেন। বাণিজ্যিক-সংক্রান্ত বিষয়ে ও বিনিয়োগের জন্য অনুকূল সময়। চাকরি ও প্রতিযোগিতামূলক কাজে সফলতা আসার সম্ভাবনা আছে। আর্থিকভাবে সমৃদ্ধ থাকবেন।

মিথুন | ২১ মে-২০ জুন
সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকুন। ব্যবসায়িক ও আর্থিক যোগাযোগ শুভ। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজে পজিটিভ থাকার চেষ্টা করুন। 

কর্কট | ২১ জুন-২০ জুলাই
পারিবারিক বন্ধন দৃঢ় হবে। ব্যবসায়িক ও চাকরি ক্ষেত্রে নতুন যোগসূত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক কাজে নতুন পণ্য কেনার সম্ভাবনা আছে। রোমান্টিক যোগাযোগ শুভ।

সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
আর্থিক লেনদেন ও বিনিয়োগে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করুন। অতিরিক্ত দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকুন। ভ্রমণে সতর্ক থাকুন। প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখুন।

কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
দম্পতিদের সন্তান লাভের সহায়ক সময়। প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক স্থাপনে সচেষ্ট হোন। সব ধরনের মতবিরোধ এড়িয়ে চলুন। শিল্পী-কলাকুশলীদের জন্য ভালো সময়। সামাজিক যোগাযোগ বাড়বে। তথ্য আদান-প্রদানে সতর্ক থাকুন।

তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
আর্থিকভাবে সমৃদ্ধ থাকবেন। প্রিয়জনের সঙ্গে রোমান্টিক ও আন্তরিক সম্পর্ক বাড়বে। কর্মপ্রত্যাশীরা কোনো সুখবর পেতে পারেন। আপনার গৃহে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে। সবমিলিয়ে বেশ সম্ভাবনাময় সপ্তাহ আপনার জন্য।

বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
আমদানি ও রপ্তানি কাজে যুক্তদের জন্য ভালো সময় যাবে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। যেকোনো ধরনের পরিবর্তনকে পজিটিভভাবে গ্রহণ করুন। আর্থিক যোগাযোগ শুভ।

ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
আবেগের বশে কোনো কমিটমেন্ট করবেন না। আর্থিকভাবে সমৃদ্ধ থাকবেন। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় যুক্তদের জন্য বেশ ভালো সময়। অতিরিক্ত রাগ ও ক্রোধ আপনার জন্য ক্ষতিকর হতে পারে।

মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
সাংসারিক কারণে পারিবারিক কলহের পরিবেশ তৈরি হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন। অতিরিক্ত সতর্ক মানসিকতা পরিহার করুন।

কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি 
সবার সঙ্গে সহজ ও সুন্দর সম্পর্ক তৈরি করুন। শারীরিক ও মানসিক দিক বেশ ভালো কাটবে। আর্থিক যোগাযোগ শুভ। কর্মক্ষেত্রে সুনাম ও মর্যাদা বাড়বে।

মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
পারিবারিক জীবন ভালো যাবে। তবে নেতিবাচক পরিবেশ ও মানুষ থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। কর্মবিমুখ সহকর্মীর কারণে আপনার সমস্যা তৈরি হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।

অর্থ প্রেম যশ মিলিয়ে কেমন কাটবে মঙ্গলবার?

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ এএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ এএম
অর্থ প্রেম যশ মিলিয়ে কেমন কাটবে মঙ্গলবার?
রাশিফল

আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী।  আসুন, জেনে নিই আজকের রাশিফল-

মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
রোমান্টিক যোগাযোগ বৃদ্ধি পাবে। তবে অস্থিরতা ও হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। পারিবারিক সুখসমৃদ্ধি ও আনন্দময় সময় কাটবে। চাকরিপ্রত্যাশীদের জন্য অনুকূল সময়।

বৃষ | ২১ এপ্রিল-২০ মে
রোমান্টিক যোগাযোগ শুভ। ধৈর্যশীল ও পরিশ্রমী মানসিকতার জন্য পেশাগত সুনাম বাড়বে। তবে ব্যক্তিগত বিষয় অন্যের সঙ্গে আলোচনা থেকে বিরত থাকুন। উচ্চশিক্ষায় অগ্রগতি হবে।

মিথুন | ২১ মে-২০ জুন
সবদিক থেকে নিজেকে উপভোগ করবেন। বিনিয়োগ ও বাণিজ্যিক সংক্রান্ত বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে। পেশাগত যোগাযোগ শুভ। তবে আপনার ভাবাবেগ নিয়ন্ত্রণ করতে পারলে ভালো হবে। 

কর্কট | ২১ জুন-২০ জুলাই
আর্থিক প্রতিষ্ঠানে যুক্তদের জন্য কোনো সুসংবাদ মানসিক পরিতৃপ্তি দেবে। বিনিয়োগসংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। বৈদেশিকসংক্রান্ত যোগাযোগ শুভ। প্রতিপক্ষ সম্পর্কে সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।

সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
বিনিয়োগসংক্রান্ত বিষয়ে সফলতা আসবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তাভাবনা করুন। সব ধরনের অস্থিরতা নিয়ন্ত্রণে রাখুন। রোমান্টিক যোগাযোগ শুভ। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে।

কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
বিনিয়োগ ও আর্থিক বিষয়ে সফলতা আসবে। পারিবারিক জীবনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সচেষ্ট হোন। কর্মপ্রত্যাশীদের জন্য বেশ ভালো সময়। শারীরিক বিষয়ে যত্নশীল হোন।

তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর 
বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন। দাম্পত্য ও পারিবারিক জীবনে মতানৈক্য এড়িয়ে চলুন। সব ধরনের পরিস্থিতি অনুযায়ী নিজেকে পজিটিভ থাকুন। আর্থিক সফলতা পাবেন।

বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর 
বিনিয়োগসংক্রান্ত যোগাযোগ শুভ। নেতিবাচক চিন্তাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করুন। আর্থিক যোগাযোগ শুভ। পেশাগত কাজে সহকর্মীর সঙ্গে সমঝোতা প্রয়োজন। প্রেম ও রোমান্স শুভ।

ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
বিনিয়োগসংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। পেশাগত কাজে ভ্রমণ হতে পারে। যানবাহন চলাচলে সতর্ক হোন। শারীরিক বিষয়ে সতর্ক থাকুন। শিক্ষাসংক্রান্ত বিষয়ে সফলতা আসবে। পরিবারে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন।

মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
আর্থিক যোগাযোগ শুভ। পারিবারিক ও দাম্পত্য জীবনে ইতিবাচক মনোভাব বজায় রাখুন। পারিবারিক প্রতিটি বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। কারও কারও ক্ষেত্রে দূরবর্তী ও বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। বিনিয়োগসংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা আছে।

কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি 
বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। প্রতিটি কাজের ধারাবাহিকতা বজায় রাখুন। আর্থিকভাবে বেশ ভালো থাকবেন। ভ্রমণের যোগাযোগ শুভ।

মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
সব ধরনের অস্থিরতা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক তৈরি করুন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। অহেতুক উদ্বেগ পরিহার করুন। পেশাগতভাবে বেশ ভালো থাকবেন। বন্ধুমহলে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে।

সোমবার দিনটি কেমন কাটবে এক নজরে দেখে নিন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ এএম
আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ এএম
সোমবার দিনটি কেমন কাটবে এক নজরে দেখে নিন
রাশিফল

আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী।  আসুন, জেনে নিই আজকের রাশিফল-

মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
যুক্তিতর্কে যাবেন না, ভুল বোঝাবুঝি হতে পারে। বিনিয়োগে সতর্ক হোন। আর্থিক ভাগ্য শুভ। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে। কর্মক্ষেত্রে আপনার মূল্যায়ন বাড়বে।

বৃষ | ২১ এপ্রিল-২০ মে
অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে। আর্থিক লেনদেনে সফলতা পাবেন। কর্মে পরিপূর্ণতা পাবেন। জমিসংক্রান্ত বিষয় সফলতা পাবেন।

মিথুন | ২১ মে-২০ জুন
দিনটি আপনার জন্য বেশ সম্ভাবনাময়। পেশাগত কাজে সফলতা পাবেন। কাজের প্রতিকূলতাকে জয় করতে পারবেন। পারিবারিক ও কর্মজীবনে নাম-যশ বৃদ্ধি পাবে।

কর্কট | ২১ জুন-২০ জুলাই
নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে বিভিন্ন মুখে চাপের সম্মুখীন হবেন। পারিবারিক ও বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি ও মানুষের দূরত্ব দূর হতে পারে।

সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
শারীরিক বিষয়ে সাবধানে থাকবেন। চাকরিসংক্রান্ত যোগাযোগ শুভ। প্রিয়জনদের কারও দ্বারা মানসিক কষ্ট পাবেন। পেশাজীবীদের সুনাম বাড়বে।

কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
দ্বিধাদ্বন্দ্ব বাড়বে। ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে বিভিন্নমুখী চাপে থাকবেন। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলতে হবে। অপ্রত্যাশিত কারণে আর্থিক ক্ষতি হতে পারে।

তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। মনোবল চাঙ্গা থাকবে। রোমাঞ্চ শুভ। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। কর্মক্ষেত্র শুভ। নাম-যশ বৃদ্ধি পাবে।

বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
কর্মক্ষেত্রে বিভিন্নমুখী চাপের সম্মুখীন হবেন। পারিবারিক ও বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি ও মানুষের দূরত্ব দূর হতে পারে।

ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
শারীরিক বিষয়ে সচেতনতা প্রয়োজন। শিক্ষা-গবেষণামূলক কাজে সফলতা পাবেন। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।

মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
কাজে বিরক্তি বোধ করবেন।  মেজাজ চড়া থাকতে পারে। মানসিক অস্থিরতা থাকবে। সামাজিক কাজে ব্যস্ততা থাকবে।  মনের কোনো আশা পূরণ হতে পারে।

কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। কেউ শারীরিক সমস্যায় ভুগতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। গৃহে আত্মীয়স্বজনের সমাগম হবে।

মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি করুন। প্রেমে সফলতা পাবেন। বুদ্ধিবৃত্তিক কাজে সফলতা পাবেন। জনসংযোগমূলক কাজে ব্যস্ততা বাড়বে। চাকরিক্ষেত্রে মানিয়ে চলতে হবে।

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });