ভারতের হিমাচল প্রদেশের একটি গ্রাম বন্যায় নিশ্চিহ্ন হয়ে গেছে। চোখের সামনে ভেসে গেছে ঘরের পর ঘর। বন্যার তোড়ে ভেসে গেছে মানুষজন।
নিশ্চিহ্ন হওয়া গ্রামটির নাম সামেজ। এটি হিমাচল প্রদেশের শিমলা জেলার একটি গ্রাম। গত ৩১ জুলাই বৃষ্টির পর থেকেই সেখানে অন্তত ৩৩ জন নিখোঁজ। জলের তোড়ে ভেসে গেছে ৩৮টি ঘর। দুটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা গ্রামে কেবল একটি বাড়িই কোনোভাবে দাঁড়িয়ে রয়েছে। আর প্রাণে বেঁচে গেছেন কয়েকজন গ্রামবাসী। তাদেরই একজন অনিতা দেবী।
সংবাদমাধ্যমের কাছে দুর্যোগের রাতের ভয়াবহ অভিজ্ঞতা বলতে গিয়ে অনিতা বলেন, ‘বুধবার রাতে পরিবারের সঙ্গে ঘুমিয়েছিলাম, হঠাৎই বিকট শব্দে ঘরবাড়ি কেঁপে উঠল। বাইরে তাকিয়ে দেখি, পুরো গ্রাম ভেসে গেছে।’
আতঙ্কে তারা কয়েকজন স্থানীয় একটি মন্দিরে আশ্রয় নেন। সেখানেই বাকি রাতটা কাটে তাদের। অনিতা বলেন, ‘শুধু আমাদের বাড়িটাই কোনোভাবে এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছে। কিন্তু চোখের সামনে বাকি সবকিছু ভেসে গেছে।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা