ঢাকা ১ আশ্বিন ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

ভারতে বন্যায় নিশ্চিহ্ন একটি গ্রাম

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৮:৩৪ এএম
ভারতে বন্যায় নিশ্চিহ্ন একটি গ্রাম
ছবি: সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশের একটি গ্রাম বন্যায় নিশ্চিহ্ন হয়ে গেছে। চোখের সামনে ভেসে গেছে ঘরের পর ঘর। বন্যার তোড়ে ভেসে গেছে মানুষজন। 

নিশ্চিহ্ন হওয়া গ্রামটির নাম সামেজ। এটি হিমাচল প্রদেশের শিমলা জেলার একটি গ্রাম। গত ৩১ জুলাই বৃষ্টির পর থেকেই সেখানে অন্তত ৩৩ জন নিখোঁজ। জলের তোড়ে ভেসে গেছে ৩৮টি ঘর। দুটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা গ্রামে কেবল একটি বাড়িই কোনোভাবে দাঁড়িয়ে রয়েছে। আর প্রাণে বেঁচে গেছেন কয়েকজন গ্রামবাসী। তাদেরই একজন অনিতা দেবী। 

সংবাদমাধ্যমের কাছে দুর্যোগের রাতের ভয়াবহ অভিজ্ঞতা বলতে গিয়ে অনিতা বলেন, ‘বুধবার রাতে পরিবারের সঙ্গে ঘুমিয়েছিলাম, হঠাৎই বিকট শব্দে ঘরবাড়ি কেঁপে উঠল। বাইরে তাকিয়ে দেখি, পুরো গ্রাম ভেসে গেছে।’

আতঙ্কে তারা কয়েকজন স্থানীয় একটি মন্দিরে আশ্রয় নেন। সেখানেই বাকি রাতটা কাটে তাদের। অনিতা বলেন, ‘শুধু আমাদের বাড়িটাই কোনোভাবে এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছে। কিন্তু চোখের সামনে বাকি সবকিছু ভেসে গেছে।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা

ইরানে ৩৪ নারী কারাবন্দির অনশন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ এএম
ইরানে ৩৪ নারী কারাবন্দির অনশন
ইরানে ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে অনশন করেছেন এভিন কারাগারে বন্দি ৩৪ নারী কারাবন্দি। ছবি: সংগৃহীত

ইরানের একটি কারাগারে ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে ৩৪ নারী কারাবন্দি অনশন করেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপিকে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদী ফাউন্ডেশন এ কথা জানিয়েছে।

দেশটিতে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাশা আমিনিকে ঠিকভাবে হিজাব না পরার অপরাধে পুলিশ গ্রেপ্তার ও নির্মমভাবে নির্যাতন করে। গ্রেপ্তারের তিনদিন পর পুলিশি হেফাজতে তার মৃত্যু ঘটে।

এ হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ১৫ সেপ্টেম্বর থেকে ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘নারী, জীবন, স্বাধীনতা’ নামে তীব্র আন্দোলন শুরু হয়। এতে নির্মমভাবে দমনপীড়ন চালায় কর্তৃপক্ষ। হাজার হাজার লোককে গ্রেপ্তার ও অসংখ্য লোককে হত্যার অভিযোগ ওঠে।

ফাউন্ডেশন থেকে বলা হয়েছে, ‘আজ, ১৫ সেপ্টেম্বর, এভিন কারাগারে ৩৪ জন নারী রাজনৈতিক বন্দী ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী এবং মাশা (জিনা) আমিনি হত্যার স্মরণে অনশনে নেমেছে।’

এ দিকে ৫২ বছর বয়সী নার্গিস মোহাম্মদী ২০২১ সালের নভেম্বর থেকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী রয়েছেন। তিনি গত এক দশকের বেশির ভাগ সময় কারাগারে এবং কারাগারের বাইরে কাটিয়েছেন এবং বারবার অনশন করেছেন। সূত্র: এএফপি

সাদিয়া নাহার/অমিয়/

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৬৪ জনের প্রাণহানির আশঙ্কা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ এএম
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৬৪ জনের প্রাণহানির আশঙ্কা
শনিবার নাইজেরিয়ার জামফারা প্রদেশের নৌকা ডুবে ৬৪ জন মারা যাওয়ার আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় জামফারা প্রদেশের যাত্রীবোঝাই নৌকা ডুবে ৬৪ জনেরও বেশি লোক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ খবর জানায়।

যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স জানায়, শনিবার ৭০ জন কৃষক নিয়ে নৌকাটি জামফারা রাজ্যের গুম্মি নদীর ওপারে তাদের খামারে যাচ্ছিল। এ সময় নৌকাটি ডুবে যায়।

বন্যাকবলিত গুম্মি জেলার রাজনৈতিক প্রশাসক না'আল্লাহ মুসা বলেন, ‘দুর্ঘটনার পর ছয়জনকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ সেখানে যাত্রীদের মরদেহ সন্ধান করছে। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।’

মুসা আরও বলেন, ‘নৌকাটি ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী বহন করছিল। তাই এটি উল্টে যায়।

রবিবার এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু বন্যা ও কৃষকদের মৃত্যুতে সমবেদনায় প্রকাশ করেছেন। টিনুবু ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

সম্প্রতি গুম্মি এলাকায় বন্যার পানি বেড়ে যাওয়ায় ১০ হাজারের বেশি লোক অন্যত্র সরে গিয়েছে। সূত্র: রয়টার্স

সাদিয়া নাহার/অমিয়/

দুই ভুল থেকে বের না হলে হেরে যেতে পারেন কমলা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ এএম
দুই ভুল থেকে বের না হলে হেরে যেতে পারেন কমলা
ডেমোক্র্যাটিক পার্টি মনোনীত প্রার্থী কমলা হ্যারিস

৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি মনোনীত প্রার্থী কমলা হ্যারিস হেরে যেতে পারেন, যদি না তিনি দুটি ভুল থেকে বেরিয়ে আসেন। এমনটাই বলছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত কিম ডরিচ। আটলান্টিকের উভয় পাড়ে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তিনি সম্প্রতি জনপ্রিয়তা লাভ করেছেন।

ডরিচ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওয়াশিংটনে ব্রিটিশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। একটি রাষ্ট্রীয় গোপন ই-মেইল ফাঁস হওয়ার জেরে তিনি ২০১৯ সালে পদত্যাগ করেন, যেখানে তিনি তৎকালীন ট্রাম্প প্রশাসনকে ‘আনাড়ি এবং অযোগ্য’ বলে সমালোচনা করেছিলেন। বর্তমানে ট্রাম্প সম্পর্কে ডরিচের এই ধারণার কোনো পরিবর্তন হয়নি বরং আরও নেতিবাচক হয়েছে। ডেইলি অবজার্ভারে প্রকাশিত এক নিবন্ধে আগের তুলনায় ট্রাম্প এখন ‘খুবই দুর্বল প্রচারক’ আখ্যা দিয়ে ডরিচ বলেন, ‘২০১৬ সালের তুলনায় এখন তিনি খর্ব শক্তির, বিভ্রান্তিকর, অভিযোগে ভরা একটি বিশৃঙ্খল হৃদয়ের অধিকারী। এখনও তার নীতি বা কৌশল বলে কিছু নেই।’ তবে এই ট্রাম্পই আবার ক্ষমতায় আসতে পারেন যদি কমলা দুটি ভুলের পুনরাবৃত্তি করতে থাকেন।

কিম ডরিচের মতে, প্রথমত কমলা ট্রাম্পের তুলনায় দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর (সুইং স্টেট) বিষয়ে কম মনোযোগী। তিনি মনে করেন, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের মতো রাজ্যগুলোর মানুষের উদ্দেশে যদি ‘কিছু মুখরোচক প্রতিশ্রুতি এবং তাদের প্রত্যাশা সম্পর্কে যদি নির্দিষ্ট ও লক্ষ্যপ্রসূত কোনো কৌশল হাজির করতে না পারেন তবে এসব অঙ্গরাজ্যের মানুষ ট্রাম্পের দিকে ঝুঁকে পড়তে পারেন।’ যারা ২০২০ সালের নির্বাচনে বাইডেনকে ভোট দিয়েছিলেন।

ডরিচের মতে কমলার দ্বিতীয় ভুল হচ্ছে তিনি মিডিয়ার চৌহদ্দি থেকে পালিয়ে বেড়াচ্ছেন, যে ভুলটি ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটন করেছিলেন। ২০১৬ সালে মিডিয়ায় ট্রাম্পের সর্বময় উপস্থিতি তাকে নির্বাচনে জেতাতে ভূমিকা রেখেছিল বলে মনে করেন ডরিচ। ডরিচের মতে, ‘কমলা যেন হিলারির নির্দেশিত পথই অনুসরণ করছেন।’  সূত্র: দ্য গার্ডিয়ান

এবার ইসরায়েলি ভূখণ্ডে হুতিদের হামলা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ এএম
এবার ইসরায়েলি ভূখণ্ডে হুতিদের হামলা
হুতি বিদ্রোহীদের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের নিকটস্থ লদ এলাকায় আগুন ধরে যায়। ছবিতে আগুন নেভাতে ব্যস্ত কয়েকজন দমকল কর্মীকে দেখা যাচ্ছে

যুদ্ধক্ষেত্রে একটি চ্যালেঞ্জিং দিন কাটিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। রবিবার (১৫ সেপ্টেম্বর) একই সঙ্গে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি, হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে তারা। 

হুতিরা দাবি করেছে, তারা ইসরায়েলের জাফা শহরে একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সফল সামরিক অভিযান চালিয়েছে। একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি। তবে ক্ষেপণাস্ত্রটি একটি খোলা জায়গায় আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ঘটনায় ৯ ইসরায়েলির আহত হওয়ার খবর পাওয়া গেছে। 
 
হুতি মুখপাত্র সারি জানিয়েছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি মাত্র সাড়ে ১১ মিনিটে ২ হাজার ৪০ কিমি পথ পাড়ি দিয়ে জাফায় লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই হামলার পর ২০ লাখ ইসরায়েলি নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এত সংখ্যক মানুষের একই দিনে বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ইসরায়েলের ইতিহাসে প্রথম বলে দাবি করেছেন সারি। ইসরায়েলকে আর বড় পরিসরের হামলার জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এদিকে উত্তর ইসরাইলে একের পর এক রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গতকাল রবিবার একাধিক আত্মঘাতী ড্রোনযোগে ইসরায়েলের মাতলা এবং আল মালাকিয়া সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে তারা। হামলায় মালাকিয়ার একটি সামরিক প্রযুক্তি অবকাঠামো ধ্বংসের দাবি করেছে হিজবুল্লাহ। তার আগেরদিনও ব্যাপক রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনটি। 

ইসরাইলি সেনাবাহিনীর বরাতে মিডিল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার লেবানন থেকে উত্তর ইসরাইলের গ্যালিলে অঞ্চলে প্রায় ৫৫টি রকেট ছোড়া হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের ভূখণ্ড থেকে ছোড়া প্রায় ৩৫টি রকেট শনাক্ত করা হয়। কয়েকটি রকেট ভূপাতিত করা হলেও বেশির ভাগ রকেট খোলা জায়গায় আঘাত হেনেছে।

এদিকে গাজার পূর্ব রাফা এলাকায় হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীর একটি বুলডোজার গুঁড়িয়ে দিয়েছে আল-কাসাম ব্রিগেড। হামাসের এই সশস্ত্র শাখা হামলার কথা জানিয়েছে। এদিকে বেইত লাহিয়া অঞ্চল থেকে স্থানীয়দের পালানোর নির্দেশ দেওয়ার পরপরই সেখানে হামলা চালিয়ে কমপক্ষে ২৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী।

পদত্যাগ করবেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ এএম
পদত্যাগ করবেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

জেল থেকে বের হওয়ার দুই দিন পরই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। স্থানীয় সময় গতকাল রবিবার বিকেলে দলীয় সভায় আম আদমি পার্টির এই নেতা এই ঘোষণা দেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে ভাষণে কেজরিওয়াল বলেন, ‘দুই দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চলেছি। মানুষ রায় না দেওয়া পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না। আইনি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি, এখন জনতার আদালত থেকে ন্যায়বিচার পেতে চাই।’  

কেজরিওয়াল আরও বলেন, ‘আমি পদত্যাগ করার পর আম আদমি পার্টির কাউকে মুখ্যমন্ত্রী করা হবে। এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হবে।’

৬ মাস কারাবন্দি থাকার পর গত শুক্রবার জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেন। সূত্র: এনডিটিভি