ঢাকা ১৯ আশ্বিন ১৪৩১, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

অন্তর্বর্তী সরকার নির্বাচন দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা: জয়

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৩:৪৭ পিএম
আপডেট: ০৯ আগস্ট ২০২৪, ০৪:০৩ পিএম
অন্তর্বর্তী সরকার নির্বাচন দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা: জয়
শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) আপাতত ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখন নির্বাচনের সিদ্ধান্ত নেবে, তখন তিনি বাংলাদেশে ফিরবেন।’

বর্তমান মেয়াদের পরই তিনি অবসর নিতেন বলে জানিয়েছেন জয়। তবে ৭৬ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না তা তিনি স্পষ্ট করেননি।

রাজনীতিতে যুক্ত হওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘রাজনীতিতে আসার কোনো ইচ্ছা কখনো ছিল না বলেই আমি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করি। তবে গত কয়েক দিনের ঘটনায় দলে নেতৃত্বশূন্যতা দেখা দিয়েছে। তাই দলের স্বার্থে আমাকে এগিয়ে আসতে হয়েছে।’

কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বর্তমানে তিনি নয়াদিল্লির একটি সেফ হাউসে আছেন।

অন্যদিকে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। গঠন করা হয় ১৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ। সূত্র: রয়টার্স।

সাদিয়া নাহার/

ইউক্রেনে রাশিয়ার বড় আকারের ড্রোন হামলা

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১০:৩২ এএম
ইউক্রেনে রাশিয়ার বড় আকারের ড্রোন হামলা
ইউক্রেনের ১৫টি অঞ্চলজুড়ে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে শহরগুলোর বিদ্যুৎ পরিবহন লাইন এবং বেশকিছু বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: সংগৃহীত

ইউক্রেনের ১৫টি অঞ্চলজুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। গত বুধবার সারা রাত ধরে জ্বালানি অবকাঠামো এবং আবাসিক ভবন লক্ষ্য করে এই হামলা চালায় তারা। তবে রাশিয়ার ছোড়া ১০৫টি ড্রোনের ৭৮টি ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩ অক্টোবর) জানিয়েছে, ড্রোন হামলার ফলে সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানী কিয়েভ, ওডেসা এবং ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহরের বিদ্যুৎ পরিবহন লাইন এবং বেশকিছু বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ওডেসা অঞ্চলে রেল পরিবহন ব্যবস্থা সাময়িক ব্যাহত হয় এবং হাজারও মানুষ বিদ্যুৎহীন অবস্থায় থাকে। তিন হাজার গ্রাহকের কাছে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হলেও দুই হাজার গ্রাহক এখনো বিদ্যুৎহীন অবস্থায় আছেন বলে জানিয়েছেন ওডেসার গভর্নর ওলে কিপার। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, রুশ সেনারা ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে যেখান থেকে ইউক্রেনীয় বাহিনীকে অপারেশন পরিচালনার সময় জ্বালানি সরবরাহ করা হতো। ইউক্রেন শিবির খারকিভ শহরের কিছু আবাসিক ভবনে রুশ হামলার অভিযোগ করলেও তা নাকচ করেছে মস্কো। সূত্র: রয়টার্স

মেক্সিকোতে সৈন্যদের গুলিতে ৬ অভিবাসী নিহত

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১০:২২ এএম
মেক্সিকোতে সৈন্যদের গুলিতে ৬ অভিবাসী নিহত
মেক্সিকোর গুয়াতেমালা সীমান্তে সৈন্যদের গুলিতে ছয় অভিবাসী নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

মেক্সিকোতে সৈন্যদের গুলিতে ছয় অভিবাসী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে সংবাদমাধ্যম বিবিসি। দেশটির দক্ষিণে ৩৩ জন অভিবাসীর একটি দলকে বহনকারী গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পরে ছয় অভিবাসী নিহত হয়েছেন।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গুয়াতেমালা সীমান্তের প্রায় ২৫ মাইল উত্তরে গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে, এতে আরও ১০ জন অভিবাসী আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাড়িটি চেকপোস্টে না থেমে গতি বাড়িয়ে পালাতে চাইলে সেনাদলের দুই কর্মকর্তা গুলি চালান। তদন্ত চলাকালীন ওই দুই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। 

এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, গাড়িটিকে থামাতে ব্যর্থ হয়ে থামানোর উদ্দেশ্যে তারা গুলি ছুড়েছিলেন।

প্রতিবছর অসংখ্য মানুষ মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে যায়। এ নিয়ে কয়েক বছর ধরেই চাপে রয়েছে মেক্সিকো। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, অভিবাসীরা মিসর, নেপাল, কিউবা, ভারত ও পাকিস্তান থেকে এসেছিল। তবে যারা মারা গেছে তাদের জাতীয়তা প্রকাশ করেনি দেশটি। সূত্র: বিবিসি

আদালতের নথি প্রকাশ গত নির্বাচনে ‘অপরাধের আশ্রয়’ নিয়েছিলেন ট্রাম্প

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১০:০৯ এএম
আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ১০:০৯ এএম
গত নির্বাচনে ‘অপরাধের আশ্রয়’ নিয়েছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি তিনি সে সময় হার আসন্ন দেখে জেনেশুনে ভোট জালিয়াতির মিথ্যা দাবি তুলে সমর্থকদের লেলিয়ে দিয়েছিলেন। তিনি ক্ষমতা ধরে রাখার ব্যর্থ প্রচেষ্টা হিসেবে ‘অপরাধের আশ্রয় নিয়েছিলেন’। 

গত বুধবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে ২০২০ সালে দায়ের করা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে যুগান্তকারী ফৌজদারি মামলায় এসব অভিযোগের বিপরীতে নতুন প্রমাণ উপস্থাপন করেছেন আইনজীবীরা।

বিচারক তানিয়া চুটকান আদালতে ১৬৫ পৃষ্ঠার একটি নথি উপস্থাপন করেন যেখানে ট্রাম্পের এই মামলার বিচারকার্যের যাবতীয় যুক্তি-প্রমাণ রয়েছে। সেখানে বলা হয়েছে, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদকালের শেষ মাসে নির্বাচনের ফল জালিয়াতির যে চেষ্টা করেছিলেন তা তিনি নিতান্তই ব্যক্তিগত জায়গা থেকে করেছিলেন। বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ পুনরায় বলেছেন, ট্রাম্পের এই ধরনের কাজগুলো প্রেসিডেন্ট হিসেবে তাকে কখনোই দায়মুক্তি দেয় না। এর আগে ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছিলেন, তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বে তখনো বর্তমান ছিলেন বিধায় যাবতীয় অভিযোগ থেকে তার দায়মুক্তি পাওয়া উচিত। তাদের দাবি, ট্রাম্প যা করেছেন তা প্রেসিডেন্ট হিসেবে তার কর্মকাণ্ডের মধ্যেই পড়ে।

আইনজীবীরা অভিযোগ করেন, ট্রাম্প তার পরিবারের সদস্যদের বলেছিলেন; ‘আমরা হারি বা জিতি তাতে কিছু আসে যায় না, তোমাদের এখনো নারকীয় কায়দায় লড়ে যেতে হবে।’ এতে আরও বলা হয়, ২০২০ সালের নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট জো বাইডেন কারচুপি করে জিতেছেন বলে ট্রাম্প বারবার যে অভিযোগ করেছিলেন, তার কোনো প্রমাণ নেই। তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তা করেছিলেন।

আদালতের নথিতে বলা হয় ট্রাম্প একটি ব্যক্তিগত ষড়যন্ত্রকারী দলের সঙ্গে কাজ করেছিলেন। বিভিন্ন অপরাধের মাধ্যমে তিনি একটি সরকারি অনুষ্ঠানকে বিতর্কিত প্রমাণের চেষ্টা করেছিলেন যেটি প্রতারণার শামিল। একজন প্রেসিডেন্টের এমন কোনো দাপ্তরিক কাজ নেই। সূত্র: আল-জাজিরা, এপি

বাড়ির বেজমেন্টে মিলল পিকাসোর চিত্রকর্ম

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ এএম
বাড়ির বেজমেন্টে মিলল পিকাসোর চিত্রকর্ম
ইতালির এক ভিলার বেজমেন্ট পাবলো পিকাসোর আঁকা একটি ছবি পান বাতিল পণ্যের আড়তদার লুইজি লো রসো। পরে তার ছেলে এই চিত্রকর্মের আসল পরিচয় খুঁজে বের করে। ছবি: সংগ্রিহীত

ছয় দশক আগে ইতালির এক ভিলার বেজমেন্টে কিম্ভূত দর্শনের এক চিত্রকর্ম খুঁজে পান বাতিল পণ্যের চুক্তিভিত্তিক আড়তদার লুইজি লো রসো। তার মনে হয়েছিল এটি বিক্রি করে খুব একটা অর্থ পাওয়া যাবে না। তা-ই চিত্রকর্মটা তিনি ঝুলিয়ে রেখেছিলেন পারিবারিক বাড়ির দেয়ালে। সেখানেই চিত্রকর্মটি রয়ে যায় ৫০ বছর।

এত বছর পর এসে বিশেষজ্ঞরা বলছেন, ওই চিত্রকর্মটি পাবলো পিকাসোর আঁকা। এখন এর দাম হতে পারে কয়েক লাখ ডলার। লুইজি লো রসো জীবদ্দশায় এটির কথা জেনে যেতে পারেননি। তিনি মারা যান ২০২১ সালে। চিত্রকর্মটির আসল পরিচয় সামনে এসেছে তার ছেলে আন্দ্রেয়া লো রসোর হাতে যাওয়ার পর।  

কাপ্রি দ্বীপের কাছাকাছি বাড়ির বেজমেন্টে চিত্রকর্মটি মিলেছিল ১৯৬২ সালে। বিশেষজ্ঞরা বলছেন, ওই চিত্রকর্মটি ফরাসি আলোকচিত্রী ও কবি ডোরা মারের বিকৃত ছবি বলেই মনে হচ্ছে। ডোরা মার এক সময় পিকাসোর প্রেমিকা ছিলেন বলেও দাবি করেছেন এক চিত্রশিল্প বিশেষজ্ঞ। 

মজার ব্যাপার হলো, লুইজি লো রসোর জন্য চিত্রকর্মটির মূল্য বোঝা খুব একটা কঠিন কিছু ছিল না। এটির এক কোণায় পিকাসোর নামও লেখা ছিল। কিন্তু সে সময় ২৪ বছর বয়সী লো রসোর কাছে ‘পিকাসো’ নামটি খুব একটা বোধগম্য হয়নি। আন্দ্রেয়া লো রসোর বরাতে জানা গেছে তথ্যটি। সূত্র: সিএনএন 

বৈরুতের কেন্দ্রে হামলা, নিহত ৯

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৫০ এএম
বৈরুতের কেন্দ্রে হামলা, নিহত ৯
লেবাননের বৈরুতে ইসরায়েলি বাহিনীর হামলায় ৯জন নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের তেল আবিবে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। ছবি: সংগৃহীত

লেবাননের বৈরুতে বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রথমভাগে আক্রমণ চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৯জন মারা গেছেন, আহত হয়েছেন ১৪ জন। এর আগের দিন লেবাননে স্থল অভিযানে তীব্র প্রতিরোধের মুখে পড়েছিল ইসরায়েলি বাহিনী।

ইসরায়েল জানিয়েছে, তারা লেবাননের রাজধানীকে লক্ষ্য করে সুনিপুণ বিমান হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন। নিরাপত্তা এক সূত্র জানান, দেশটির পার্লামেন্টের কাছে বাচৌরা জেলার এক ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। 

হামলার ছবিও ছড়িয়ে পড়েছে লেবাননের অভ্যন্তরের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে। সে ছবিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত এক ভবন দেখা গেছে। ভবনের প্রথম তলায় আগুন জ্বলতে দেখা গেছে। 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেবাননে নিযুক্ত জাতিসংঘের বিশেষ সমন্বয়ক জেনিন হেনিস-প্লাসশায়ের্ট বলেন, ‘বৈরুতে আরও একটি বিনিদ্র রজনী। শহর কাঁপিয়ে দেওয়া বিস্ফোরণগুলো গুনছি। পরে কী হবে জানি না। শুধু জানি সামনে রয়েছে অনিশ্চয়তা। উদ্বেগ ও ভয়ও ছড়িয়ে আছে সব স্থানে।’

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি লেবাননে ইসরায়েলি আগ্রাসন থামানোর জন্য প্রয়োজনীয় যুদ্ধবিরতি চেষ্টার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র নির্মাণ ব্যতিত মধ্যপ্রাচ্যে কোনো শান্তি আসা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা ‘সমষ্টিগত গণহত্যা’। তিনি আরও জানান, তার দেশ সবসময়ই ইসরায়েলি দায়মুক্তির বিষয়টি নিয়ে সতর্কবার্তা জানিয়ে এসেছেন। 

লেবাননের দক্ষিণের এলাকায় দাহিয়েহতেও তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ওই অঞ্চলেই গত সপ্তাহে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ মারা গেছেন। লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেখান থেকে।  

তেল আবিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতিরা
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতায় যে কয়টি বাহিনী ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে, তার মধ্যে ইয়েমেনের হুতি গোষ্ঠী একটি। বরাবর তারা লোহিত সাগরে জাহাজ চলাচলের পথে আক্রমণ চালিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন তৈরি করে থাকে। তবে গতকাল তারা জানিয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে। 

হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ‘অভিযানের লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে। ড্রোনগুলো শনাক্ত হওয়া ছাড়াই পৌঁছাতে পেরেছে এবং সেগুলো শত্রুরা গুলি করে নামায়নি।’

তবে ইসরায়েল বৃহস্পতিবার দাবি করেছে, তারা একটি সন্দেহজনক বস্তু আটকে দিয়েছে।

ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) লেবাননের কয়েকটি গ্রামের বাসিন্দাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিজ বাড়িতে ফিরতে নিষেধ করেছে। ইসরায়েলি মুখপাত্র আভিচে আদ্রায়ি বলেছেন, আইডিএফের অভিযান অব্যাহত রয়েছে।

লেবানন সরকারের দেওয়া তথ্যানুসারে, লেবাননে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ৯০০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৯ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জানিয়েছেন, ইসরায়েলি হামলায় প্রায় ১২ লাখ লেবানিজ বাস্তুচ্যুত হয়েছেন। সূত্র: রয়টার্স