লেবাননের বৈরুতে বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রথমভাগে আক্রমণ চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৯জন মারা গেছেন, আহত হয়েছেন ১৪ জন। এর আগের দিন লেবাননে স্থল অভিযানে তীব্র প্রতিরোধের মুখে পড়েছিল ইসরায়েলি বাহিনী।
ইসরায়েল জানিয়েছে, তারা লেবাননের রাজধানীকে লক্ষ্য করে সুনিপুণ বিমান হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন। নিরাপত্তা এক সূত্র জানান, দেশটির পার্লামেন্টের কাছে বাচৌরা জেলার এক ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।
হামলার ছবিও ছড়িয়ে পড়েছে লেবাননের অভ্যন্তরের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে। সে ছবিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত এক ভবন দেখা গেছে। ভবনের প্রথম তলায় আগুন জ্বলতে দেখা গেছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেবাননে নিযুক্ত জাতিসংঘের বিশেষ সমন্বয়ক জেনিন হেনিস-প্লাসশায়ের্ট বলেন, ‘বৈরুতে আরও একটি বিনিদ্র রজনী। শহর কাঁপিয়ে দেওয়া বিস্ফোরণগুলো গুনছি। পরে কী হবে জানি না। শুধু জানি সামনে রয়েছে অনিশ্চয়তা। উদ্বেগ ও ভয়ও ছড়িয়ে আছে সব স্থানে।’
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি লেবাননে ইসরায়েলি আগ্রাসন থামানোর জন্য প্রয়োজনীয় যুদ্ধবিরতি চেষ্টার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র নির্মাণ ব্যতিত মধ্যপ্রাচ্যে কোনো শান্তি আসা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা ‘সমষ্টিগত গণহত্যা’। তিনি আরও জানান, তার দেশ সবসময়ই ইসরায়েলি দায়মুক্তির বিষয়টি নিয়ে সতর্কবার্তা জানিয়ে এসেছেন।
লেবাননের দক্ষিণের এলাকায় দাহিয়েহতেও তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ওই অঞ্চলেই গত সপ্তাহে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ মারা গেছেন। লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেখান থেকে।
তেল আবিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতিরা
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতায় যে কয়টি বাহিনী ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে, তার মধ্যে ইয়েমেনের হুতি গোষ্ঠী একটি। বরাবর তারা লোহিত সাগরে জাহাজ চলাচলের পথে আক্রমণ চালিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন তৈরি করে থাকে। তবে গতকাল তারা জানিয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে।
হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ‘অভিযানের লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে। ড্রোনগুলো শনাক্ত হওয়া ছাড়াই পৌঁছাতে পেরেছে এবং সেগুলো শত্রুরা গুলি করে নামায়নি।’
তবে ইসরায়েল বৃহস্পতিবার দাবি করেছে, তারা একটি সন্দেহজনক বস্তু আটকে দিয়েছে।
ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) লেবাননের কয়েকটি গ্রামের বাসিন্দাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিজ বাড়িতে ফিরতে নিষেধ করেছে। ইসরায়েলি মুখপাত্র আভিচে আদ্রায়ি বলেছেন, আইডিএফের অভিযান অব্যাহত রয়েছে।
লেবানন সরকারের দেওয়া তথ্যানুসারে, লেবাননে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ৯০০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৯ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জানিয়েছেন, ইসরায়েলি হামলায় প্রায় ১২ লাখ লেবানিজ বাস্তুচ্যুত হয়েছেন। সূত্র: রয়টার্স