বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে জানান তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
শনিবার (১০ আগস্ট) ওয়াশিংটন থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘আমার মা (শেখ হাসিনা) কখনোই পদত্যাগ করেননি। তিনি দেশ ছাড়ার আগে একটি বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু তিনি সময় পাননি। তিনি ব্যাগ গোছানোর সময়টুকুও পাননি। সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।’
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে। বর্তমান সরকারকে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। না হলে আমরা বিরোধী দল হব।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রশংসা করে জয় বলেন, ‘আমি খালেদা জিয়ার বক্তব্য শুনে খুশি হয়েছি। আসুন আমরা অতীতের প্রতিহিংসার রাজনীতি ভুলে যাই। আমরা কোনো প্রতিশোধের রাজনীতি চাই না। বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক... বাংলাদেশে গণতান্ত্রিক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে এবং শান্তিপূর্ণ গণতন্ত্র পুনরুদ্ধার করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’
তিনি বলেন, আমি বিশ্বাস করি যে রাজনীতি এবং আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। ‘আমরা বিতর্ক করতে পারি। আমরা একমত হতে পারি আবার না-ও হতে পারি। তবে আমরা সবসময় একটি সমঝোতায় যেতে পারি।’
শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হবেন কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মা এই মেয়াদের পরই অবসর নিতে যাচ্ছেন। দল যদি আমাকে চায়, আমি অবশ্যই বিবেচনা করব।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের দাবি অনুযায়ী মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে সব সময় প্রস্তুত। গ্রেপ্তার বা বিচারকাজকে আমার মা কখনোই ভয় পাননি। তিনি কোনো অন্যায় করেননি। তার দলের লোকেরা অন্যায় করেছে। তার মানে এই নয় যে তিনি আদেশ দিয়েছেন বা এর জন্য দায়ী।’
আন্দোলনে গুলি করার নির্দেশ দেওয়ার জন্য কে বা কারা দায়ী তা তিনি উল্লেখ করেননি। তবে তিনি বলেন, ‘যেসব পুলিশের বিরুদ্ধে ছাত্রদের ওপর গুলি করার অভিযোগ ছিল- তাদের আমরা বরখাস্ত করেছি।’
তিনি আরও বলেন, ‘আপনারা আমাদের নিশ্চিহ্ন করতে পারবেন না। আমাদের সাহায্য ছাড়া, আমাদের সমর্থন ছাড়া আপনারা বাংলাদেশে স্থিতিশীলতা আনতে পারবেন না।’ সূত্র: রয়টার্স
সাদিয়া নাহার/অমিয়/