ঢাকা ১ আশ্বিন ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

রাশিয়ার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনীয় সেনা

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৮:০৯ এএম
রাশিয়ার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনীয় সেনা
রাশিয়ার কারস্কে ইউক্রেনীয় বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন থেকে বেরিয়ে এসেছেন বাসিন্দারা সংগৃহীত

টানা ছয়দিন ধরে রুশ ভূখণ্ডে অভিযান চালাচ্ছে ইউক্রেন। ২০২২ সালে আগ্রাসন শুরুর পর এবারই প্রথম রাশিয়ার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেন। গত মঙ্গলবার থেকে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার কারস্কে আকস্মিক হামলা শুরু করে এবং এবার ১০ কিলোমিটার ভেতরে ঢুকে অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। যার ফলে বিশেষ প্রতিরোধ ব্যবস্থা হাতে নিতে বাধ্য হয়েছে মস্কো।

গত শনিবার (১০ আগস্ট) প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার পশ্চিমের কারস্ক অঞ্চলে হামলা চালাচ্ছে। স্থানীয় সময় শনিবার রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের সামরিক বাহিনী এই যুদ্ধকে আগ্রাসনকারীদের অঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে। এটি নিশ্চিত করার জন্য আমি প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি ইউনিটের কাছে কৃতজ্ঞ। ইউক্রেন প্রমাণ করছে যে তারা প্রকৃতপক্ষে ন্যায়বিচার পুনরুদ্ধার করতে পারে এবং আগ্রাসনকারীদের ওপর প্রয়োজনীয় চাপ প্রয়োগ করতে পারে।’ 

রাশিয়ার কাছে ইউক্রেনের এই হামলা ছিল অপ্রত্যাশিত। তারা নিরাপত্তার জন্য সীমান্তের দুই পাশ থেকেই প্রচুর মানুষকে সরিয়ে নিচ্ছে। ইতোমধ্যে ৭৬ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। কারস্ক অঞ্চলের প্রতিরক্ষায় রাশিয়া ট্যাংক ও রকেট লঞ্চিং সিস্টেম পাঠিয়েছে বলেও জানায় তারা।

ইউক্রেন সীমান্তবর্তী তিন অঞ্চলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে মস্কো। এ অঞ্চলগুলো হলো কারস্ক, বেলগোরদ ও ব্রিয়ানস্ক। এসব অঞ্চলে কর্তৃপক্ষ সম্ভাব্য হামলা ঠেকাতে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে। যার মধ্যে আছে যানবাহন ও নাগরিকদের চলাচলের ওপর বিধিনিষেধ এবং ফোনে আড়ি পাতা ইত্যাদি।

রাশিয়া জানিয়েছে, মঙ্গলবার সকালে ১ হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনা কারস্ক অঞ্চলে প্রবেশ করে। তাদের সঙ্গে ট্যাংক ও সাঁজোয়া যানও ছিল। ইউক্রেনের বাহিনী বেশ কয়েকটি গ্রাম দখলে নেয় এবং প্রাদেশিক শহর সুদজা দখলেরও সম্ভাবনা তৈরি করে। 

রবিবার (১১ আগস্ট) দিনের শুরুতেই ইউক্রেনের রাজধানী কিয়েভ ও সুমি অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় এ পর্যন্ত চার বছর বয়সী এক শিশু ও তার বাবার নিহতের খবর পাওয়া গেছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গতকাল কারস্কে তারা ইউক্রেনের ১৪টি ড্রোন এবং চারটি তচকা-ইউ মডেলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্চকো বলেন, শহরে বিমান হামলার বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছে এবং এ ধরনের হামলা ঠেকাতে কাজ করছে আকাশ হামলা প্রতিরক্ষা ইউনিট। 

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি বেসামরিক নাগরিকদের সতর্ক করে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ করেন।

যুদ্ধের শুরু থেকেই ‘প্রতিরক্ষায়’ ব্যস্ত থাকলেও সাম্প্রতিক সময়ে একাধিকবার রুশ ভূখণ্ডে হামলা ও অভিযানের চেষ্টা চালিয়েছে কিয়েভ। সূত্র: রয়টার্স ও বিবিসি

ইরানে ৩৪ নারী কারাবন্দির অনশন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ এএম
ইরানে ৩৪ নারী কারাবন্দির অনশন
ইরানে ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে অনশন করেছেন এভিন কারাগারে বন্দি ৩৪ নারী কারাবন্দি। ছবি: সংগৃহীত

ইরানের একটি কারাগারে ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে ৩৪ নারী কারাবন্দি অনশন করেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপিকে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদী ফাউন্ডেশন এ কথা জানিয়েছে।

দেশটিতে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাশা আমিনিকে ঠিকভাবে হিজাব না পরার অপরাধে পুলিশ গ্রেপ্তার ও নির্মমভাবে নির্যাতন করে। গ্রেপ্তারের তিনদিন পর পুলিশি হেফাজতে তার মৃত্যু ঘটে।

এ হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ১৫ সেপ্টেম্বর থেকে ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘নারী, জীবন, স্বাধীনতা’ নামে তীব্র আন্দোলন শুরু হয়। এতে নির্মমভাবে দমনপীড়ন চালায় কর্তৃপক্ষ। হাজার হাজার লোককে গ্রেপ্তার ও অসংখ্য লোককে হত্যার অভিযোগ ওঠে।

ফাউন্ডেশন থেকে বলা হয়েছে, ‘আজ, ১৫ সেপ্টেম্বর, এভিন কারাগারে ৩৪ জন নারী রাজনৈতিক বন্দী ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী এবং মাশা (জিনা) আমিনি হত্যার স্মরণে অনশনে নেমেছে।’

এ দিকে ৫২ বছর বয়সী নার্গিস মোহাম্মদী ২০২১ সালের নভেম্বর থেকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী রয়েছেন। তিনি গত এক দশকের বেশির ভাগ সময় কারাগারে এবং কারাগারের বাইরে কাটিয়েছেন এবং বারবার অনশন করেছেন। সূত্র: এএফপি

সাদিয়া নাহার/অমিয়/

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৬৪ জনের প্রাণহানির আশঙ্কা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ এএম
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৬৪ জনের প্রাণহানির আশঙ্কা
শনিবার নাইজেরিয়ার জামফারা প্রদেশের নৌকা ডুবে ৬৪ জন মারা যাওয়ার আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় জামফারা প্রদেশের যাত্রীবোঝাই নৌকা ডুবে ৬৪ জনেরও বেশি লোক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ খবর জানায়।

যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স জানায়, শনিবার ৭০ জন কৃষক নিয়ে নৌকাটি জামফারা রাজ্যের গুম্মি নদীর ওপারে তাদের খামারে যাচ্ছিল। এ সময় নৌকাটি ডুবে যায়।

বন্যাকবলিত গুম্মি জেলার রাজনৈতিক প্রশাসক না'আল্লাহ মুসা বলেন, ‘দুর্ঘটনার পর ছয়জনকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ সেখানে যাত্রীদের মরদেহ সন্ধান করছে। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।’

মুসা আরও বলেন, ‘নৌকাটি ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী বহন করছিল। তাই এটি উল্টে যায়।

রবিবার এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু বন্যা ও কৃষকদের মৃত্যুতে সমবেদনায় প্রকাশ করেছেন। টিনুবু ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

সম্প্রতি গুম্মি এলাকায় বন্যার পানি বেড়ে যাওয়ায় ১০ হাজারের বেশি লোক অন্যত্র সরে গিয়েছে। সূত্র: রয়টার্স

সাদিয়া নাহার/অমিয়/

চীনে বাড়ির দাম ৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি কমেছে

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ এএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম
চীনে বাড়ির দাম ৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি কমেছে
চীনের শানডং প্রদেশে আবাসন খাতের কেনাকাটার একটি কার্যালয়ে দর্শনার্থীরা।  ছবি: সংগৃহীত

চলতি বছরের আগস্টে চীনের নতুন বাড়ির দাম গত ৯ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি কমেছে। গত শনিবার দেশটির একটি সরকারি পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির। ব্রিটিশ সম্প্রচারমাধ্যমটির খবরে বলা হয়, আবাসন খাতের উন্নতিতে চীন সরকারের প্রণোদনাসহ সহায়ক পদক্ষেপগুলো সত্ত্বেও অর্থপূর্ণ পুনরুদ্ধার করতে ব্যর্থ হয় খাতটি। এই কারণে দেশটিতে বাড়ির দাম কমেছে।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) তথ্যের ওপর ভিত্তি করে রয়টার্সের পরিসংখ্যান বলছে, চলতি বছরের আগস্টে দেশটিতে নতুন বাড়ির দাম গত বছরের তুলনায় ৫ দশমিক ৩০ শতাংশ কমেছে। সে হিসাবে ২০১৫ সালের মে মাসের পর এবার দাম সবচেয়ে বেশি কমেছে। এর আগে জুলাই মাসে দাম কমেছিল ৪ দশমিক ৯০ শতাংশ। মাস অনুযায়ী দেখলে নতুন বাড়ির দাম ১৪ মাস ধরে ধারাবাহিকভাবে কমছে। এমনকি চলতি মাসেই দাম প্রায় দশমিক ৭০ শতাংশ কমেছে, যা গত জুলাই মাসের একই সময়ের সমান।

খবরে বলা হয়, আবাসন বাজার বেশ কয়েকটি কারণে ভুগছে। এর মধ্যে রয়েছে চরমভাবে ঋণগ্রস্ত ডেভেলপার, অসম্পূর্ণ অ্যাপার্টমেন্ট এবং ক্রেতার আস্থা হ্রাস। এর ফলে দেশটির আর্থিক ব্যবস্থা কিছুটা চাপে পড়েছে এবং চলতি বছরের জন্য নির্ধারিত ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে দূরে সরে গেছে চীন।

রয়টার্সের একটি জরিপে ভবিষ্যদ্বাণী করে বলা হয়, চীনের বাড়ির দাম ২০২৪ সালে ৮ দশমিক ৫০ শতাংশ কমবে এবং ২০২৫ সালে এটি কমবে ৩ দশমিক ৯০ শতাংশ। কারণ বর্তমানে আবাসন খাতটি স্থিতিশীল হওয়ার জন্য সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে।

আবাসন খাাতের কোম্পানি সেন্টালাইনের প্রধান বিশ্লেষক ঝাং দাওয়েই বলেছেন, চীনের আবাসন বাজার এখনো ধীরে ধীরে নিচের দিকে নেমে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। কারণ বাড়ির ক্রেতাদের চাহিদা, আয় ও আস্থা পুনরুদ্ধার হতে কিছুটা সময় লাগবে। তিনি আরও বলেন, বাজারটি একটি শক্তিশালী নীতির জন্য উন্মুখ হয়ে আছে।

শনিবার প্রকাশিত সরকারি তথ্য অনুসারে বিবিসি জানায়, আগস্টে চীনের আবাসন খাতের বিনিয়োগ কমেছে ১০ দশমিক ২০ শতাংশ এবং প্রথম আট মাসে বাড়ির বিক্রি এক বছর আগের তুলনায় ১৮ শতাংশ কমেছে।

চীনের নীতিনির্ধারকরা বন্ধকি ঋণের (মর্টগেজ) সুদহার কমানো এবং বাড়ি কেনার খরচ কমানোসহ এই খাতে সহায়তা করার প্রচেষ্টা জোরদার করেছে, যা আংশিকভাবে প্রধান শহরগুলোতে চাহিদা পুনরুজ্জীবিত করেছে। যেসব ছোট শহরে বাড়ি কেনার ক্ষেত্রে কম বিধিনিষেধ রয়েছে এবং যেখানে অবিক্রীত বাড়ির সংখ্যা বেশি, সেসব শহর বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে। এটি বিভিন্ন অঞ্চলে চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষায় কর্তৃপক্ষের সম্মুখীন চ্যালেঞ্জগুলোকে আরও স্পষ্ট করেছে।
 
এনবিএসের সমীক্ষা করা ৭০টি শহরের মধ্যে মাত্র দুটিতে আগস্টে মাসিক ও বার্ষিক উভয় ক্ষেত্রেই বাড়ির মূল্যবৃদ্ধির কথা জানানো হয়েছে।

এক বিবৃতিতে জাপানভিত্তিক বৃহত্তম বিনিয়োগ ব্যাংক ও ব্রোকারেজ গ্রুপের মালিকানাধীন আবাসন খাতের কোম্পানি নোমুরা হোল্ডিংস বলেছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে নতুন নতুন সমস্যার কারণে চীনের অর্থনীতির বৃদ্ধির হার আরও কমে যাবে। এই পরিস্থিতিতে বেইজিংকে বাধ্য হয়ে আগাম বিক্রি হওয়া আবাসিক প্রকল্পগুলোতে অর্থ দিয়ে সাহায্য করতে হবে। অর্থাৎ যখন আর কেউ এই প্রকল্পগুলোকে টাকা দেবে না, তখন চীনের সরকারকেই এই প্রকল্পগুলোতে অর্থ বরাদ্দ দিতে হবে।

ব্লুমবার্গ নিউজ অনুসারে চলতি মাসের প্রথম দিকে চীন বকেয়া থাকা মর্টগেজের ওপর সুদের হার ৫ ট্রিলিয়ন ডলারের বেশি পরিমাণে কমাতে পারে।

অস্ট্রেলিয়াভিত্তিক বহুজাতিক ব্যাংকিং ও আর্থিক পরিষেবা সংস্থা এএনজেডের অর্থনীতিবিদরা গত শুক্রবার প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বলেছেন, মর্টগেজের সুদের হার কমানোর জন্য সেপ্টেম্বরে ৫ বছর মেয়াদি লোন প্রাইম রেট (একটি নির্দিষ্ট সময়ের জন্য সর্বনিম্ন সুদহারে দেওয়া ঋণ) কমানোর সম্ভাবনা রয়েছে, যার সঙ্গে মধ্যম মেয়াদি ঋণ সুবিধা (এমএলএফ) ২০ বেসিস পয়েন্ট এবং রিজার্ভ রিকোয়ারমেন্ট অনুপাত (কেন্দ্রীয় ব্যাংকগুলোতে রাখা বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানতের শতকরা হার) ৫০ বেসিস পয়েন্ট কমানো হতে পারে।

দুই ভুল থেকে বের না হলে হেরে যেতে পারেন কমলা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ এএম
দুই ভুল থেকে বের না হলে হেরে যেতে পারেন কমলা
ডেমোক্র্যাটিক পার্টি মনোনীত প্রার্থী কমলা হ্যারিস

৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি মনোনীত প্রার্থী কমলা হ্যারিস হেরে যেতে পারেন, যদি না তিনি দুটি ভুল থেকে বেরিয়ে আসেন। এমনটাই বলছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত কিম ডরিচ। আটলান্টিকের উভয় পাড়ে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তিনি সম্প্রতি জনপ্রিয়তা লাভ করেছেন।

ডরিচ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওয়াশিংটনে ব্রিটিশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। একটি রাষ্ট্রীয় গোপন ই-মেইল ফাঁস হওয়ার জেরে তিনি ২০১৯ সালে পদত্যাগ করেন, যেখানে তিনি তৎকালীন ট্রাম্প প্রশাসনকে ‘আনাড়ি এবং অযোগ্য’ বলে সমালোচনা করেছিলেন। বর্তমানে ট্রাম্প সম্পর্কে ডরিচের এই ধারণার কোনো পরিবর্তন হয়নি বরং আরও নেতিবাচক হয়েছে। ডেইলি অবজার্ভারে প্রকাশিত এক নিবন্ধে আগের তুলনায় ট্রাম্প এখন ‘খুবই দুর্বল প্রচারক’ আখ্যা দিয়ে ডরিচ বলেন, ‘২০১৬ সালের তুলনায় এখন তিনি খর্ব শক্তির, বিভ্রান্তিকর, অভিযোগে ভরা একটি বিশৃঙ্খল হৃদয়ের অধিকারী। এখনও তার নীতি বা কৌশল বলে কিছু নেই।’ তবে এই ট্রাম্পই আবার ক্ষমতায় আসতে পারেন যদি কমলা দুটি ভুলের পুনরাবৃত্তি করতে থাকেন।

কিম ডরিচের মতে, প্রথমত কমলা ট্রাম্পের তুলনায় দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর (সুইং স্টেট) বিষয়ে কম মনোযোগী। তিনি মনে করেন, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের মতো রাজ্যগুলোর মানুষের উদ্দেশে যদি ‘কিছু মুখরোচক প্রতিশ্রুতি এবং তাদের প্রত্যাশা সম্পর্কে যদি নির্দিষ্ট ও লক্ষ্যপ্রসূত কোনো কৌশল হাজির করতে না পারেন তবে এসব অঙ্গরাজ্যের মানুষ ট্রাম্পের দিকে ঝুঁকে পড়তে পারেন।’ যারা ২০২০ সালের নির্বাচনে বাইডেনকে ভোট দিয়েছিলেন।

ডরিচের মতে কমলার দ্বিতীয় ভুল হচ্ছে তিনি মিডিয়ার চৌহদ্দি থেকে পালিয়ে বেড়াচ্ছেন, যে ভুলটি ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটন করেছিলেন। ২০১৬ সালে মিডিয়ায় ট্রাম্পের সর্বময় উপস্থিতি তাকে নির্বাচনে জেতাতে ভূমিকা রেখেছিল বলে মনে করেন ডরিচ। ডরিচের মতে, ‘কমলা যেন হিলারির নির্দেশিত পথই অনুসরণ করছেন।’  সূত্র: দ্য গার্ডিয়ান

এবার ইসরায়েলি ভূখণ্ডে হুতিদের হামলা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ এএম
এবার ইসরায়েলি ভূখণ্ডে হুতিদের হামলা
হুতি বিদ্রোহীদের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের নিকটস্থ লদ এলাকায় আগুন ধরে যায়। ছবিতে আগুন নেভাতে ব্যস্ত কয়েকজন দমকল কর্মীকে দেখা যাচ্ছে

যুদ্ধক্ষেত্রে একটি চ্যালেঞ্জিং দিন কাটিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। রবিবার (১৫ সেপ্টেম্বর) একই সঙ্গে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি, হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে তারা। 

হুতিরা দাবি করেছে, তারা ইসরায়েলের জাফা শহরে একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সফল সামরিক অভিযান চালিয়েছে। একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি। তবে ক্ষেপণাস্ত্রটি একটি খোলা জায়গায় আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ঘটনায় ৯ ইসরায়েলির আহত হওয়ার খবর পাওয়া গেছে। 
 
হুতি মুখপাত্র সারি জানিয়েছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি মাত্র সাড়ে ১১ মিনিটে ২ হাজার ৪০ কিমি পথ পাড়ি দিয়ে জাফায় লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই হামলার পর ২০ লাখ ইসরায়েলি নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এত সংখ্যক মানুষের একই দিনে বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ইসরায়েলের ইতিহাসে প্রথম বলে দাবি করেছেন সারি। ইসরায়েলকে আর বড় পরিসরের হামলার জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এদিকে উত্তর ইসরাইলে একের পর এক রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গতকাল রবিবার একাধিক আত্মঘাতী ড্রোনযোগে ইসরায়েলের মাতলা এবং আল মালাকিয়া সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে তারা। হামলায় মালাকিয়ার একটি সামরিক প্রযুক্তি অবকাঠামো ধ্বংসের দাবি করেছে হিজবুল্লাহ। তার আগেরদিনও ব্যাপক রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনটি। 

ইসরাইলি সেনাবাহিনীর বরাতে মিডিল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার লেবানন থেকে উত্তর ইসরাইলের গ্যালিলে অঞ্চলে প্রায় ৫৫টি রকেট ছোড়া হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের ভূখণ্ড থেকে ছোড়া প্রায় ৩৫টি রকেট শনাক্ত করা হয়। কয়েকটি রকেট ভূপাতিত করা হলেও বেশির ভাগ রকেট খোলা জায়গায় আঘাত হেনেছে।

এদিকে গাজার পূর্ব রাফা এলাকায় হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীর একটি বুলডোজার গুঁড়িয়ে দিয়েছে আল-কাসাম ব্রিগেড। হামাসের এই সশস্ত্র শাখা হামলার কথা জানিয়েছে। এদিকে বেইত লাহিয়া অঞ্চল থেকে স্থানীয়দের পালানোর নির্দেশ দেওয়ার পরপরই সেখানে হামলা চালিয়ে কমপক্ষে ২৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী।