যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে স্থানীয় সময় গত শনিবার একটি সমাবেশের মাধ্যমে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও তার রানিংমেট মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ প্রচারের প্রথম সপ্তাহ শেষ করেছেন। সমাবেশে কমলা গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। শনিবার ওই হামলা করা হয়। হামলায় শতাধিক বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটে। আহত হয়েছেন আরও কয়েক ডজন লোক।
টিম ওয়ালজকে রানিংমেট হিসেবে নির্বাচিত করার পর কমলা গত সপ্তাহে টানা পাঁচ দিনে পাঁচটি অঙ্গরাজ্যে নির্বাচনি সমাবেশে অংশ নেন। সমাবেশে তিনি কিছু ভোটার ও সংগঠকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ডেমোক্র্যাটিক পার্টি তার ভিত্তিকে আরও শক্তিশালী করতে এবং নেভাদার মতো যুদ্ধক্ষেত্রের রাজ্যগুলোতে নিরপেক্ষ ভোটারদের সমর্থন পেতে চায়। খবর দ্য গার্ডিয়ানের।
সমাবেশে সমর্থকদের উদ্দেশে কমলা বলেন, ‘তিনি মজুরির ওপর কর বাদ দেওয়াকে সমর্থন করেন।’ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনি এলাকার পরিষেবা কর্মীদের সমর্থন আদায়ে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের অনুরূপ অবস্থান গ্রহণ করেন তিনি।
কমলা আরও বলেন, ‘এখানে প্রত্যেকের কাছে আমার প্রতিশ্রুতি হলো- আমি যখন প্রেসিডেন্ট হব তখন ন্যূনতম মজুরি বাড়ানো, পরিষেবা কর্মী ও স্বেচ্ছাসেবীদের জন্য মজুরির ওপর ট্যাক্স বাদ দেওয়াসহ শ্রমজীবী পরিবারের জন্য লড়াই চালিয়ে যাব।’
সমাবেশে গাজার স্কুলে ইসরায়েলি হামলা প্রসঙ্গে কমলা হ্যারিস বলেন, ‘গাজায় আরও একবার অনেক বেসামরিক লোকের প্রাণহানি ঘটল।’
এদিকে ফিনিক্স, অ্যারিজোনায় কমলার সঙ্গে ভ্রমণকারী সাংবাদিকদের বলেন, ‘আবারও অনেক বেসামরিক লোক নিহত হয়েছে। আমাদের একটি জিম্মি চুক্তি দরকার। আমাদের একটি যুদ্ধবিরতি দরকার। চুক্তিটি এখনই করা দরকার।’
তিনি আরও বলেন, ‘হামাসকে মোকাবিলা করার অধিকার ইসরায়েলের রয়েছে। কিন্তু বেসামরিক লোকজনের প্রাণহানি এড়ানোর গুরুত্বপূর্ণ দায়দায়িত্বও আছে তাদের।’