ঢাকা ২৬ কার্তিক ১৪৩১, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

লেবাননে ইসরায়েলি হামলায় হামাস নেতা নিহত

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৯:১০ এএম
লেবাননে ইসরায়েলি হামলায় হামাস নেতা নিহত
ইরায়েলি হামলায় লেবাননের বৈরুতে বিধ্বস্ত ভবন। ছবি : সংগৃহীত

লেবাননে গতকাল সোমবার ইসরায়েলি হামলায় হামাসের নেতা মারা গেছেন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী নিজেদের নেতা মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, বৈরুতে ইসরায়েলি হামলায় তাদের মোট তিন নেতা মারা গেছেন। প্রথম হামলাটি শহরের সীমার মধ্যে হয়েছে বলেও উল্লেখ করেছে তারা।  

হামাসের দেওয়া তথ্যানুসারে লেবাননে তাদের নেতা ফাতেহ শেরিফ আবু এল-এমিন মারা গেছেন। ওই নেতার স্ত্রী, ছেলেমেয়েও একই হামলায় মারা গেছেন। লেবাননের দক্ষিণের শহর টায়ারে এক ফিলিস্তিনি শরণার্থী শিবিরকে লক্ষ্য করে হামলা চালালে তারা মারা যান। সোমবার প্রথম ভাগে ঘটনাটি ঘটেছে বলে উল্লেখ করেছে রয়টার্স।  

ইসরায়েলিরা ওই অঞ্চলে ইরানের মিত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) জানিয়েছে, তাদের তিন নেতা বৈরুতের কোলা জেলায় ইসরায়েলের চালানো হামলায় মারা গেছেন। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা বলছেন, আবাসিক ভবনের ওপরের তলায় হামলা হয়েছিল। 

ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ হামলা চালায়নি। লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের তীব্রতা বাড়ছে ইসরায়েলের। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এসব ডামাডোলে উদ্বেগের মুখে রয়েছে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রও। যেকোনো সময় ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে পারে তারা এমন শঙ্কা ক্রমেই প্রবল হচ্ছে।  

রয়টার্সের প্রতিবেদন বলছে, পিএফএলপি আরেকটি সশস্ত্র গোষ্ঠী যা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। গত রবিবার ইসরায়েল ইয়েমেনের হুথি উগ্রপন্থি সংগঠন ও কয়েক ডজন হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।   

হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে, অন্তত চার ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন ২৯ জন। ইসরায়েলের দাবি হুথিদের ক্ষেপণাস্ত্র আক্রমণের জবাব দিতেই তারা হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১০৫ জন ইসরায়েলি হামলায় মারা গেছেন।   

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত দুই সপ্তাহে ইসরায়েলি হামলায় ১ হাজারেরও বেশি লেবানিজ নিহত ও ৬ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। তবে তাদের মধ্যে কতজন বেসামরিক তা এখনো জানায়নি কর্তৃপক্ষ। মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ বাস্তুচ্যুত হয়েছে বলেও উল্লেখ করেছে তারা।

গত দুই সপ্তাহে ইসরায়েলি বোমাবর্ষণে কয়েকজন শীর্ষ হিজবুল্লাহ কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের মধ্যে সায়েদ হাসান নাসরাল্লাহও রয়েছেন। ইসরায়েলের দাবি, তারা তাদের উত্তর এলাকা আবার নিরাপদ করতে চায়। হিজবুল্লাহর রকেট হামলায় সেখানে যেসব ইসরায়েলি বাস্তুচ্যুত হয়েছে, তাদের আবার ফিরিয়ে আনতে চায় তারা। এটি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত হামলা চালিয়ে যাবে তারা।  
   
গত রবিবারও বৈরুতের আকাশে ইসরায়েলি ড্রোন ঘুরে বেড়াতে দেখে গেছে। লেবাননের রাজধানীর বিভিন্ন স্থান থেকে নতুন নতুন বিমান হামলার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে লেবানন সংঘাতের কূটনৈতিক সমাধান চেয়েছেন। তবে ওই অঞ্চলের অন্যান্য স্থানে সামরিক বাহিনীও নিয়োজিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জিজ্ঞেস করেছিলেন, মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধ এড়ানো সম্ভব হবে কি না। উত্তরে তিনি বলেছেন, এটি হতেই হবে। বাইডেন আরও জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন তিনি। সূত্র: রয়টার্স 

মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলায় নিহত ১০

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১১:৫৬ এএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১২:১৬ পিএম
মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলায় নিহত ১০
মেক্সিকোর কোয়েরেটারো শহরে একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ছবি: রয়টার্স

মেক্সিকোর কোয়েরেটারো শহরে একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। শনিবার (৯ নভেম্বর) রাতের এই হামলার ঘটনাটি ঘটে।

স্থানীয় প্রধান নিরাপত্তা কর্মকর্তা হুয়ান লুইস ফেরাসকার তথ্যানুযায়ী, চারজন বন্দুকধারী হঠাৎ পানশালায় ঢুকে গুলি চালাতে থাকে। এতে তিন নারীসহ ১০ জন প্রাণ হারান এবং সাতজন আহত হন।

হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তদন্তকারীরা একটি গাড়ি অনুসন্ধান করছেন। যা হামলার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

কোয়েরেটারো সাধারণত মেক্সিকোর অন্যান্য এলাকার তুলনায় নিরাপদ এলাকা হিসেবে পরিচিত। তবে এই ঘটনার মাধ্যমে মেক্সিকোতে অপরাধের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে।

কোয়েরেটারো রাজ্যের গভর্নর মাউরিচিও কুরি সামািজক মাধ্যম এক্সে জানিয়েছেন, এই নৃশংস ঘটনায় জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হবে এবং নিরাপত্তার জন্য পাহারা অব্যাহত থাকবে।

মেক্সিকোতে বর্তমানে সংঘবদ্ধ অপরাধী চক্র ও মাদক কারবারীদের হামলার প্রবণতা বাড়ছে। যা নতুন প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শেইনবাম জানান, সহিংস অপরাধ মোকাবেলায় কঠোর নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। যার মধ্যে যুবকদের জন্য কাজের সুযোগ সৃষ্টি, গোয়েন্দা তথ্যের আদান-প্রদান বাড়ানো এবং ন্যাশনাল গার্ডকে আরও শক্তিশালী করার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র: রয়টার্স

তাওফিক/অমিয়/

ট্রাম্পকে হত্যাচেষ্টা ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার ইরানের

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ এএম
ট্রাম্পকে হত্যাচেষ্টা ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার ইরানের
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি

সদ্য নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে তেহরানকে জড়িয়ে যুক্তরাষ্ট্র যে অভিযোগ সামনে এনেছে তা প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরান এ ধরনের কোনো ষড়যন্ত্রে জড়িত নয় দাবি করে আরাকচি দুই দেশের মধ্যে আস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

গত শনিবার (৯ নভেম্বর) সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি বলেন, ‘এখন… নতুন একটি বানোয়াট দৃশ্যপট সামনে আনা হয়েছে… বাস্তব অস্তিত্ব নেই এমন একজনকে হত্যাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে, থার্ড ক্লাস কমেডি তৈরি করার জন্য স্ক্রিপ্টরাইটারদের আনা হয়েছে।’

তিনি ওই কথিত অভিযোগের দিকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন যেখানে ওয়াশিংটন বলেছে, ট্রাম্পকে হত্যা করার জন্য ইরানের রেভল্যুশনারি গার্ড এক আফগান নাগরিককে নির্দেশ দিয়েছে।

জানুয়ারিতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। আরাকচি এ প্রসঙ্গে বলেন, ‘আমেরিকার জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে। আর তাদের পছন্দমতো প্রেসিডেন্ট নির্বাচনের অধিকারকে ইরান শ্রদ্ধা করে। সামনে এগোনোর পথটিও একটি পছন্দের বিষয়। এটি শ্রদ্ধা দিয়ে শুরু হয়।’ সূত্র: রয়টার্স

যুদ্ধে কঠিনতম মাস পার করল রাশিয়া

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ এএম
যুদ্ধে কঠিনতম মাস পার করল রাশিয়া
যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া যানবাহন ও ট্যাংক। ছবি: সংগৃহীত

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সবচেয়ে খারাপ মাসের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে রাশিয়া। যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধান এডমিরাল স্যার টনি রাদাকিন বলেছেন, অক্টোবর মাসে প্রতিদিন গড়ে প্রায় দেড় হাজার রাশিয়ার সৈন্য নিহত ও আহত হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত রাশিয়ার প্রায় ৭ লাখ সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। যদিও যুদ্ধে মৃতের সংখ্যা প্রকাশ করে না রাশিয়া; তবে পশ্চিমা প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, অক্টোবর মাসে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ছিল।

গতকাল রবিবার সংবাদমাধ্যম বিবিসি ওয়ানের ‘সানডে উইথ লরা কুয়েনসবর্গ’ প্রোগ্রামে একটি সাক্ষাৎকারে স্যার টনি বলেন, রুশ জনগণ পুতিনের উচ্চাকাঙ্ক্ষামূলক আক্রমণের জন্য চড়া মূল্য দিতে হচ্ছে। সামন্য ভূমির জন্য এই ক্ষয়ক্ষতি। এতে কোনো সন্দেহ নেই যে, রাশিয়া কৌশলগত ও আঞ্চলিক সাফল্য লাভ করছে এবং তা ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করছে। তিনি আরও বলেন, রাশিয়া তার সরকারি ব্যয়ের ৪০ শতাংশেরও বেশি অর্থ প্রতিরক্ষা ও নিরাপত্তায় ব্যয় করছে। দেশটির জন্য এটি বিরাট বোঝা।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হয়তো সংঘর্ষ শেষ করতে ক্ষমতা ছেড়ে দিতে হতে পারেন। তবে স্যার টনি বলেছেন, পশ্চিমা মিত্ররা যত সময় প্রয়োজন ততদিন পর্যন্ত দৃঢ় অবস্থানে থাকবে। এই বার্তাটি প্রেসিডেন্ট পুতিনকে গ্রহণ করতে হবে এবং প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য এটি আস্থার বার্তা।

৩৪ ড্রোন দিয়ে মস্কোতে হামলা ইউক্রেনের
যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার রাজধানী মস্কোর ওপর সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গতকাল অন্তত ৩৪টি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার ফলে মস্কোর প্রধান তিনটি বিমানবন্দরের ফ্লাইট সরিয়ে নিতে বাধ্য হয় এবং একজন আহত হয়েছেন। 

একই দিনে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী তিন ঘণ্টার মধ্যে পশ্চিমাঞ্চলের অন্যান্য এলাকায় আরও ৩৬টি ড্রোন ধ্বংস করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ ভূখণ্ডে ড্রোন ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালানোর জন্য কিয়েভের একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সূত্র: বিবিসি

কপ-২৯ সম্মেলনে অংশ নিচ্ছেন তালেবান কর্মকর্তারা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ এএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৮:৪০ এএম
কপ-২৯ সম্মেলনে অংশ নিচ্ছেন তালেবান কর্মকর্তারা
আফগানিস্তান সরকার

আজারবাইজানের রাজধানী বাকুতে আজ সোমবার থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলনে (কপ-২৯) উপস্থিত থাকছেন আফগানিস্তানের তালেবান প্রশাসনের কর্মকর্তারা। 

রবিবার (১১ নভেম্বর) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ১১ থেকে ২২ নভেম্বর বাকুতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি জানিয়েছেন, কপ সম্মেলনে যোগ দিতে দেশটির জাতীয় পরিবেশ সুরক্ষা এজেন্সির কর্মকর্তারা আজারবাইজান গিয়েছেন।

আফগানিস্তানের তালেবান সরকার ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে এই প্রথমবারের মতো জাতিসংঘের জলবায়ু সম্মেলনে উপস্থিত থাকছেন। ২০ বছর ধরে ন্যাটো সমর্থিত বাহিনীগুলোর সঙ্গে লড়াই করার পর ওই বছর কাবুল দখল করে তারা। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্ষমতা গ্রহণের পর থেকে বাকুর কপ-২৯ জলবায়ু সম্মেলন হবে তালেবান প্রশাসনের কর্মকর্তাদের অংশ নেওয়া বহুপাক্ষিক অনুষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ পর্যায়ের।

জাতিসংঘ সাধারণ পরিষদের আফগানিস্তানের আসনটিতে তালেবান সরকারকে বসার অনুমতি দেওয়া হয়নি। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোও আফগানিস্তানের বর্তমান সরকারকে অনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। নারী শিক্ষা এবং তাদের চলাফেরার স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপকে এর মূল কারণ হিসেবে দেখা হয়। সূত্র: রয়টার্স

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৮:২২ এএম
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ায় হতাশা জানিয়ে রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। দেশটির নিউইয়র্ক ও সিয়াটলের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে গত শনিবার ট্রাম্পবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নারীদের প্রজনন অধিকার নিয়ে তৈরি হুমকি ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই যুক্তরাষ্ট্র থেকে গণহারে অভিবাসীদের বের করে দেওয়ার যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন সেই প্রেক্ষাপটে এ বিক্ষোভ হয়।

নিউইয়র্কে অংশ নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন বিভিন্ন পরামর্শক গ্রুপের কর্মীরাও। তারা কর্মীদের অধিকার ও অভিবাসীদের বিষয়ে ন্যায়বিচারের আশ্রয় নেওয়ার দাবি জানান। 

নিউইয়র্কের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের সামনে এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল, ‘আমরা আমাদের রক্ষা করি’, ‘মি. প্রেসিডেন্ট, নারীরা নিজেদের স্বাধীনতার জন্য আর কত দীর্ঘসময় অপেক্ষা করবেন?’, ‘আমরা পিছু হটব না’- এমন নানা স্লোগান লিখিত প্ল্যাকার্ড। কাউকে কাউকে স্লোগান দিতে শোনা যায়, ‘আমরা এখানে আছি এবং আমরা চলে যাচ্ছি না।’

একই ধরনের বিক্ষোভ হয়েছে ওয়াশিংটন ডিসিতেও। সেখানে হেরিটেজ ফাউন্ডেশনের বাইরে বিক্ষোভে অংশ নিয়েছেন সংগঠন ‘উইমেন্স মার্চ’-এর কর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিক্ষোভ নিয়ে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড। এর কোনোটিতে লেখা, ‘ভালো ব্যবহারকারী নারীরা ইতিহাস তৈরি করেন না’, ‘আপনারা কখনোই নিঃসঙ্গ নন’, ‘আমার স্বাধীনতা কোথায় যেখানে আমার পছন্দের অধিকার নেই?’ ইত্যাদি। এ ছাড়া বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘আমাদের বিশ্বাস, আমরা জিতব!’

গুরুত্বপূর্ণ শহর সিয়াটলেও মানুষ স্পেস নিডলের সামনে জড়ো হন। সেখানে বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘গণ-আন্দোলন গড়ে তুলুন যুদ্ধ, নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে’। এ সময় আন্দোলনকারীদের অনেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি ও গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ রেইনকোট ও খুফিয়া গায়ে জড়িয়ে উপস্থিত হন। 

আন্দোলনকারীদের একজন বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে যিনি ক্ষমতায় এসেছেন তিনিই শ্রমিকদের হতাশ করেছেন।’

এর আগে গত শুক্রবার ওরেগনের পোর্টল্যান্ড এবং পেনসিলভানিয়ার পিটসবার্গেও ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়। স্টিভ ক্যাপরি নামক আন্দোলনের এক সমন্বয়ক বলেন, ‘সামনে যা ঘটতে যাচ্ছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন, তবে আমরা পিছু হটছি না। ট্রাম্প আমাদের সবার জন্যই হুমকি, তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং একসঙ্গে আন্দোলনে অংশ নিতে হবে।’

ট্রাম্পের ৭ এ ৭, এল পূর্ণাঙ্গ ফল
অবশেষে প্রকাশিত হলো অ্যারিজোনা অঙ্গরাজ্যের ভোটের ফল। এই অঙ্গরাজ্যের ফলও এসেছে ট্রাম্পের অনুকূলে। এর মাধ্যমে ব্যাটলগ্রাউন্ডখ্যাত ৭টি দোদুল্যমান অঙ্গরাজ্যের সবকটিতে জিতলেন তিনি। গতকাল প্রকাশিত হয়েছে নির্বাচনের পূর্ণাঙ্গ ফল। 

ঘোষিত ফল অনুযায়ী, অ্যারিজোনার ১১টিসহ সবমিলিয়ে ৩১২টি ইলেকটোরাল ভোট পেয়েছেন ট্রাম্প, যেখানে হোয়াইট হাউসের মসনদে যেতে প্রয়োজন ছিল ২৭০টি ভোট। এর আগে ২০১৬ সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ৩০৪টি ইলেকটোরাল ভোট পেয়েছিলেন এই রিপাবলিকান। 

অন্যদিকে কমলা হ্যারিসের ইলেকটোরাল ভোটের সংখ্যা শেষ পর্যন্ত দাঁড়িয়েছে ২২৬-এ। পপুলার ভোটেও জয় পেয়েছে রিপাবলিকানরা। এখানে ট্রাম্প পেয়েছেন ৫০ দশমিক ৪ শতাংশ ভোট আর কমলার ঝুলিতে গেছে ৪৭ দশমিক ৯ শতাংশ। সূত্র: দ্য গার্ডিয়ান ও বিবিসি