যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারের যে জায়গায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল সেখানে আবারও নির্বাচনি সমাবেশ করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে গত শনিবার তিনি সেখানে বিশাল এক জনসভার আয়োজন করেন।
বার্ত সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জনসভায় ট্রাম্প গত ১৩ জুলাই কানে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা স্মরণ করেন। সমাবেশ মঞ্চে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি যা বলছিলাম।’ এর দ্বারা তিনি বুঝিয়েছেন, ১৩ জুলাই নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হওয়ার পর তার যে বক্তব্য বাধাপ্রাপ্ত হয়েছিল তা আবার শুরু করেছেন তিনি।
রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প বলেন, ‘ঠিক ১২ সপ্তাহ আগে এমনই এক সন্ধ্যায়, এই জায়গাতেই একজন ঠাণ্ডা মাথার খুনি আমাকে থামিয়ে দিতে চেয়েছিল।’ তবে নিরাপত্তার স্বার্থে ট্রাম্প হাজার দশেক সমর্থকের সামনে বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে ভাষণ দেন।
গত ১৩ জুলাই বাটলারে এক নির্বাচনি সমাবেশে ট্রাম্পের ওপর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১১ মিনিটে হামলা হয়েছিল। শনিবার ঠিক ওই সময় উপস্থিত সবাইকে ট্রাম্প এক মুহূর্ত নীরবতা পালনের আহ্বান জানান। তারপর একটি ঘণ্টা চারবার বাজানো হয় এবং ট্রাম্পসহ আহত চারজনের জন্য একবার করে নীরবতা পালন করা হয়।
একপর্যায়ে ট্রাম্প তার বক্তৃতার মাঝখানে টেসলার প্রধান নির্বাহী ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ককে মঞ্চে ডাকেন। ট্রাম্পকে সমর্থনের পর প্রথম কোনো নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন মাস্ক। ট্রাম্পের আহ্বানে হাত নাড়িয়ে মঞ্চে উঠেন ইলন মাস্ক।
তিনি বলেন, এ নির্বাচনে অবশ্যই ট্রাম্পের জয়ের জন্য ভোট দেওয়া উচিত। কারণ তিনি কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই চালিয়ে যাচ্ছেন। আপনাদের সবার ট্রাম্পের হয়ে কাজ করা উচিত। সূত্র: রয়টার্স