দ্বিতীয় মেয়াদে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। এরপর অনেক বিশ্লেষকই ট্রাম্পের রাজনীতিবিদ পরিচয়ের ওপর দাঁড়ি টেনে দিলেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মজবুত অবস্থানই প্রমাণ করে তার রাজনীতির অধ্যায়ের কিছু পৃষ্ঠা এখনও বাকি আছে।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প অভিনব এক রাজনৈতিক পুনরুত্থানের আভাস দিচ্ছেন।
ট্রাম্পের সফলভাবে ফিরে আসার পেছনে তার প্রচারণা পদ্ধতির ব্যাপক রদবদল ভূমিকা রেখেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
২০২০ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর তার দল রিপাবলকান পার্টির বেহাল দশা হয়েছিল। ট্রাম্প-প্রশাসনের প্রভাবশালী ব্যক্তিদের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি সাবেক এ প্রেসিডেন্টের করুণ পরিস্থিতিকে ত্বরান্বিত করেছিল।
এ ছাড়া ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের একটি মব ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলে হামলা করলে ট্রাম্পের রাজনৈতিক গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এ সময় সমালোচকদের পাশাপাশি নিজের দলের কিছু প্রভাবশালী নেতাও তার বিরুদ্ধে কথা বলেন।
তবে এমন করুণ পরিস্থিতিতেও ট্রাম্প আবার ফিরে আসার আভাস দিয়ে বলেছিলেন, ‘আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’
নিজের বক্তব্যের বাস্তবায়ন করেই যেন ২০২২ সালের মিডটার্ম ইলেকশনে তার সমর্থকদের মধ্যে শক্ত অবস্থান গড়তে সমর্থ হন। রিপাবলিকান পার্টিতে তার প্রতি ভরসা এরপর থেকে বাড়তেই থাকে। ঘটনাক্রমে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং নির্বাচনের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি বিজয়ের সুবাস পাচ্ছেন বললেও ভুল হবে না।
এবার তিনি অভিজ্ঞ রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ দেওয়ার পাশাপাশি ফ্লোরিডায় গভর্নর রন ডিস্যান্টিসের মতো প্রায় সব অঙ্গারাজ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করতে কার্যকরি পদক্ষেপ নিয়েছেন।
ট্রাম্পের প্রচরণায় তার একনিষ্ঠ সমর্থকদের পাশাপাশি অনেকেই মুগ্ধ। অনেককেই নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে ট্রাম্পের দিকে ঝুঁকতে দেখা যাচ্ছে।
মিশিগান, নর্থ ক্যারোলাইনা, উইসকনসিনের মতো প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যে তার পুনরুত্থাপিত গ্রহণযোগ্যতা গুরত্বপূর্ণ অবদান রাখবে।
এর আগে ২০২৪-এর নির্বাচনি বিতর্কে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সামনে তার যুক্তিতর্কের দুর্বলতার ব্যাপারে সমালোচিত হলেও প্রাথমিক জরিপগুলোতে তিনি বেশ শক্ত অবস্থান বজায় রেখেছেন।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প শুধু ক্ষমতায় যেতে চান এমন না। তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপরিচালনা কাঠামো নতুন আদলে গড়তে চান।
উত্তেজনাপূর্ণ এ নির্বাচনে ট্রাম্প জয়লাভ করুক আর নাই করুক, তার রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে প্রায় কবর থেকে তুলে এনে যে বর্তমানের শক্ত জায়গায় দাঁড় করিয়েছেন এ কথা অস্বীকার করার অবকাশ নেই। সূত্র: বিবিসি
নাইমুর/পপি/অমিয়/